শর্ত সাপেক্ষে অনাপত্তিপত্র পাবেন লিটন-নাহিদ

শেয়ার
শর্ত সাপেক্ষে অনাপত্তিপত্র পাবেন লিটন-নাহিদ

ক্রীড়া প্রতিবেদক : আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বাংলাদেশের তিন ক্রিকেটারই অনাপত্তিপত্র চেয়েছেন। যদিও এর মধ্যে লিটন দাস ও নাহিদ রানার পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ হবে না। দুজনই টেস্ট দলের নিয়মিত সদস্য।

পিএসএল শুরুর তিন দিন পর ১৫ এপ্রিল দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে।

২০ এপ্রিল থেকে সিলেটে প্রথম ও ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট। বিসিবি সূত্রে জানা গেছে, লিটন ও নাহিদকে তাই শর্ত সাপেক্ষে অনাপত্তিপত্র দেওয়া হবে। তবে রিশাদ হোসেন টুর্নামেন্টের শুরু থেকে খেলতে পারবেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, হায়দরাবাদ-লখনউ

সরাসরি, রাত ৮টা

 

অন্যান্য চ্যানেল

ফুটবল

লা লিগা, বার্সেলোনা-ওসাসুনা

সরাসরি, রাত ২টা, জিও সিনেমা

ইপিএল, আর্সেনাল-ম্যানইউ

পুনঃপ্রচার, সকাল ৯-৩০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট ১

চেলসি-লিস্টার সিটি

পুনঃপ্রচার, সকাল ১১-৩০ মিনিট

স্টার স্পোর্টস সিলেক্ট ১

এভারটন-লিভারপুল

পুনঃপ্রচার, দুপুর ১টা

স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস

মায়ামি ওপেন

সরাসরি, রাত ১টা, টেন ১

প্রাসঙ্গিক
মন্তব্য

দুর্দান্ত জোকোভিচ

শেয়ার
দুর্দান্ত জোকোভিচ

সহজ জয়ে মায়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতালিয়ান প্রতিপক্ষ লোরেনজো মুসেত্তিকে একেবারে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছেন সার্বিয়ান তারকা। মাত্র এক ঘণ্টা ২২ মিনিটে ৬-২, ৬-২ গেমের জয়ের আনুষ্ঠানিকতা সারেন জোকোভিচ। মায়ামির এই টেনিস আসরে ছয়বার শিরোপা জিতেছেন জোকোভিচ।

এপি

মন্তব্য

মরক্কোর জয়

শেয়ার
মরক্কোর জয়

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে জায়ান্টরা। নিজ মাঠে ২-০ ব্যবধানে তানজানিয়াকে হারিয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থান আরো সুসংহত করেছে মরোক্কো। দ্বিতীয়ার্ধে সাত মিনিটের ব্যবধানে গোল দুটি করেছেন নায়েফ অগার্ড এবং ব্রাহিম ডিয়াজ। এ ছাড়া আলজেরিয়া ৫-১-এ মোজাম্বিককে এবং মিসর ১-০ ব্যবধানে হারিয়েছে সিয়েরালিওনকে।

এপি

প্রাসঙ্গিক
মন্তব্য

ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

শেয়ার
ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার

হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২০ সালে না-ফেরার দেশে পাড়ি জমান ডিয়েগো ম্যারাডোনা। তবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুর পরই চিকিৎসায় অবহেলার কথা অভিযোগ করে তাঁর পরিবার। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সাত চিকিৎসকের বিরুদ্ধে বিচার চলছিল।

বিচারকাজ চলাকালেই নতুন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেই ব্যক্তি ম্যারাডোনার সাবেক দেহরক্ষী হুলিও কোরিয়া। তাঁকে গ্রেপ্তার করার কারণ হিসেবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। গত পরশু তাঁর সাক্ষ্য নেওয়ার সময় প্রসিকিউটররা বেশ কয়েকবার বাধা দেন।

আদালতে দেহরক্ষীর দাবি ছিল, মৃত্যুর সময় ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকের সঙ্গে কোনো কথাই হয়নি তাঁর।

তবে তদন্তে জানা যায়, মৃত্যুর আগে ও পরে লুক ও কোরিয়ার মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে এসেছে। অপরাধ প্রমাণিত হলে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে কোরিয়ার। এপি

মন্তব্য

সর্বশেষ সংবাদ