<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভূ-রাজনীতিতে যেকোনো ধরনের পরিবর্তনের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ও সুদূরপ্রসারী হয়ে থাকে। বর্তমানে বিশ্ব রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত কঠিন, জটিল ও উত্তাল সময় অতিবাহিত করছে। বিশেষ করে কভিড মহামারির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব এত ধ্বংসাত্মক যে বিশ্বের শক্তিশালী অর্থনীতিগুলো পর্যন্ত এখনো এর প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। কভিড মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যার মারাত্মক প্রভাব পড়ে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতির ওপর। এই যুদ্ধের কারণে ইউরোপ-আমেরিকাসহ উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে দেখা দিয়েছে উচ্চ মূল্যস্ফীতি, যার ফলে বড় দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। চলতি বছরের প্রথম সাত মাসে জানুয়ারি থেকে জুলাই যুক্তরাষ্ট্রে আমাদের তৈরি পোশাক রপ্তানি কমেছে ১০.২৮ শতাংশ। ইইউয়ে কমেছে ৪.৮৪ শতাংশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউরোপীয় ইউনিয়ন পরিসংখ্যান কার্যালয় ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী ইইউ বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাসে বাংলাদেশ এক হাজার ১১১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছর একই সময়ে রপ্তানি করেছিল এক হাজার ১৬৮ কোটি ডলারের তৈরি পোশাক। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ ৪১০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। গত বছর এই বাজারে একই সময়ে আমাদের তৈরি পোশাক রপ্তানি ছিল ৭২৯ কোটি ডলারের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ১৭-১৮ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। অন্যদিকে অঞ্চল হিসেবে আমাদের তৈরি পোশাক রপ্তানির প্রায় অর্ধেকের গন্তব্য ইইউ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দিকে অনেকের নজর রয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট কে হবেন এবং তাঁর গৃহীত বাণিজ্য নীতিগুলো কেমন হবে এবং সেগুলো বিশ্ব অর্থনীতির ওপর কী প্রভাব ফেলবে, তা অবশ্যই দেখার বিষয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অর্থনৈতিক দ্বন্দ্ব ২০১৮ সাল থেকে চলমান রয়েছে। সে সময় ক্ষমতায় থাকাকালে ট্রাম্প চীনা পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছিলেন। বাইডেন প্রশাসনও সম্প্রতি যুক্তরাষ্ট্রে চীনের একাধিক পণ্য আমদানির ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছেন। সুতরাং আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্প বা কমলা হ্যারিস, যিনিই ক্ষমতায় আসুন না কেন, যুক্তরাষ্ট্র ও চীনের এই অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ অব্যাহত থাকবে, এটি স্পষ্ট। তাহলে পোশাক খাতের যেসব মার্কিন ক্রেতা চীন থেকে পোশাক কিনতেন, তাঁদের অনেকেই হয়তো চীনের বিকল্প খুঁজবেন। সেটি যদি হয়, তবে বাংলাদেশই হবে তাঁদের পছন্দনীয় স্থান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে মায়ানমারে চলমান রাজনৈতিক সংকট ও সংঘাত এবং পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের কারণে অনেক পশ্চিমা ক্রেতা সেখান থেকে তাঁদের পোশাক ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছেন। এটিও আমাদের দেশের পোশাক খাতের জন্য সুযোগ সৃষ্টি করছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বোপরি বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বে একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তাঁর রয়েছে আন্তর্জাতিক খ্যাতি এবং বিশ্বের নীতিনির্ধারকদের সঙ্গে সুসম্পর্ক। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ড. ইউনূসের সঙ্গে বিশ্বনেতাদের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ এর জ্বলন্ত উদাহরণ।  সুতরাং ড. ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি পুনরুদ্ধারসহ ইউরোপে অব্যাহত শুল্কমুক্ত পোশাক রপ্তানির ক্ষেত্রে ফলপ্রসূ আলোচনার ব্যাপারে আমরা আশাবাদী। বাংলাদেশের পোশাকশিল্পের ওপর এর প্রভাব হবে সুদূরপ্রসারী। তবে এসব সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের পোশাকশিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। কারণ ক্রেতারা তাঁদের সোর্সিং গন্তব্য ঠিক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং সর্বপ্রথম যে বিষয়টির ওপরে গুরুত্ব দেন, তা হলো দেশের ও শিল্পের স্থিতিশীলতা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেশ কিছুদিন ধরে আমাদের পোশাকশিল্পে যে অস্থিরতা চলেছে, তা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। পোশাকশিল্পের স্থিতিশীলতা রক্ষার্থে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি ক্রেতাদের নিশ্চিত করতে হবে যে সংঘটিত অস্থিরতা ছিল সাময়িক এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি ঘটবে না।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই শিল্প সবার, এটি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। পোশাকশিল্পের প্রবৃদ্ধি হলে দেশ এগিয়ে যাবে। বিশ্বের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য সামনের দিনগুলোতে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগানো যাবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : টেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) একজন পরিচালক</span></span></span></span></p>