ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬
[ প্রা ণ - প্র কৃ তি ]

বৈলাম বৃক্ষ

মার্জিয়া লিপি
মার্জিয়া লিপি
শেয়ার
বৈলাম বৃক্ষ

এই গাছ পরিণত হলে ২৪০ ফুট উঁচু হয়। প্রায় ৩৫ তলা একটি ভবনের সমান। আমাদের দেশের সবচেয়ে উঁচু গাছ। অফিসের কাজে ২০১৬ সালে একবার হাজারিখিল বনাঞ্চলে গিয়েছিলাম।

চট্টগ্রাম শহর থেকে মোটে ৪৫ কিলোমিটর দূরে ফটিকছড়ি উপজেলায় হাজারিখিল। রাঙাপানি চা বাগান এক পাশে রেখে সিঁড়ি ধরে উঠলেই পাবে অভয়ারণ্য। হাজারিখিল বিখ্যাত বৈলাম বৃক্ষ ও বন ছাগলের জন্য। ফটক পেরিয়ে অল্প দূর গিয়েই পেলাম বৈলাম।
একটি নেমপ্লেটে গাছটির গোত্র, প্রজাতি, বৈজ্ঞানিক নাম Anisoptera scaphula লেখা আছে। স্বাস্থ্যবান গাছটি থেকে অনেক কাঠ পাওয়ার কথা। তবে এর কাঠ বেশি ভালো নয়। হাজারিখিল ছাড়াও উখিয়া, টেকনাফ, চট্টগ্রাম, সিলেটসহ পার্বত্য বনাঞ্চলে বৈলাম দেখার সুযোগ পাবে।
বৈলাম দেখতে পাবে ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে। আরো পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগের কাছে ও হাতিরঝিলে। তবে গাছটি বিলুপ্তির পথে। তাইতো বন বিভাগ বিভিন্ন বন ও বাগানে বৈলামের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে। দিনকয়েক আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ তিনেক বৈলামের চারা লাগানো হয়েছে।

 

 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

জারা : গোপন নম্বর

    লেখা : ধ্রুব নীল, আঁকা : নাহিদা নিশা
শেয়ার

তোমাদের আঁকা

শেয়ার
তোমাদের আঁকা

আফীফা সারাফ, দ্বিতীয় শ্রেণি, শাহীন স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর

 

জারিন নুদার জারা, পঞ্চম শ্রেণি, এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ

 

রোজিয়াতুন জান্নাত তুহি, তৃতীয় শ্রেণি, শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর

প্রাসঙ্গিক
মন্তব্য

গ্রামে শীতকাল

    নূর সিরাজী
শেয়ার
গ্রামে শীতকাল
অলংকরণ : মাসুম

এলে শীত কত গীত পাড়াগায়ে কয়,

জারি, সারি পালাগান সারারাত হয়।

লেপ-কাঁথা কম্বলে শীত যায় বয়ে,

গোসল না করে কেউ ঠাণ্ডার ভয়ে।

কৃষকের মাঠে মাঠে সবজির চাষ,

সরষের ফুলে ফুলে আসে নব সাজ।

খেজুরের রস পাড়া সকালের কাজ,

কুয়াশার বুক চিরে সূর্যের সাজ।

 

রোপা ধান কাটা-মলা কৃষকের কাম,

ছেলে-মেয়ে খেলা করে ধানখড়ে স্নান।

খেয়ে মজা শীতকালে নানা সবজি,  

দুধপুলি পিঠা খাই ডুবিয়ে কবজি।

শহরের পরিবেশ এমন কী হয়?

আমাদের পরিবেশ আনন্দময়।

মন্তব্য

খোকন খাবে

    আহমেদ জসিম
শেয়ার
খোকন খাবে
অলংকরণ : মাসুম

খোকন খোকন সাঁঝের পাখি,

সেই পাখিটা কোথায় রাখি?

রাখবো মনের কিনারে

তাইতো বাজাই বীণা রে।

বীণার সুরে মাতিয়া

যাচ্ছে খোকন হাতিয়া।

হাতিয়াতে হই-রে হই,

খোকন খাবে মোষের দই।

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ