এই গাছ পরিণত হলে ২৪০ ফুট উঁচু হয়। প্রায় ৩৫ তলা একটি ভবনের সমান। আমাদের দেশের সবচেয়ে উঁচু গাছ। অফিসের কাজে ২০১৬ সালে একবার হাজারিখিল বনাঞ্চলে গিয়েছিলাম।
এই গাছ পরিণত হলে ২৪০ ফুট উঁচু হয়। প্রায় ৩৫ তলা একটি ভবনের সমান। আমাদের দেশের সবচেয়ে উঁচু গাছ। অফিসের কাজে ২০১৬ সালে একবার হাজারিখিল বনাঞ্চলে গিয়েছিলাম।
সম্পর্কিত খবর
আফীফা সারাফ, দ্বিতীয় শ্রেণি, শাহীন স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর
জারিন নুদার জারা, পঞ্চম শ্রেণি, এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ
রোজিয়াতুন জান্নাত তুহি, তৃতীয় শ্রেণি, শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর
।এলে শীত কত গীত পাড়াগায়ে কয়,
জারি, সারি পালাগান সারারাত হয়।
লেপ-কাঁথা কম্বলে শীত যায় বয়ে,
গোসল না করে কেউ ঠাণ্ডার ভয়ে।
কৃষকের মাঠে মাঠে সবজির চাষ,
সরষের ফুলে ফুলে আসে নব সাজ।
খেজুরের রস পাড়া সকালের কাজ,
কুয়াশার বুক চিরে সূর্যের সাজ।
রোপা ধান কাটা-মলা কৃষকের কাম,
ছেলে-মেয়ে খেলা করে ধানখড়ে স্নান।
খেয়ে মজা শীতকালে নানা সবজি,
দুধপুলি পিঠা খাই ডুবিয়ে কবজি।
শহরের পরিবেশ এমন কী হয়?
আমাদের পরিবেশ আনন্দময়।
খোকন খোকন সাঁঝের পাখি,
সেই পাখিটা কোথায় রাখি?
রাখবো মনের কিনারে
তাইতো বাজাই বীণা রে।
বীণার সুরে মাতিয়া
যাচ্ছে খোকন হাতিয়া।
হাতিয়াতে হই-রে হই,
খোকন খাবে মোষের দই।
।