ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১, ১৮ রমজান ১৪৪৬

বান্দরবানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়তে যাচ্ছে সরকার : পর্যটন সচিব

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
শেয়ার
বান্দরবানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়তে যাচ্ছে সরকার : পর্যটন সচিব

বিদেশি পর্যটক টানতে বান্দরবান পার্বত্য জেলায় এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন (ইটিজেড) গড়তে যাচ্ছে সরকার। এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের নীতিগত সম্মতিও মিলেছে বলে জানিয়েছেন পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী। আজ শুক্রবার বান্দরবানের নীলাচল পর্যটন কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পর্যটন সচিব জানান, বিদেশিদের কাছে বান্দরবানকে পরিচিত করানোর জন্যেই আগামি ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী বান্দরবান পর্যটন কার্নিভাল আয়োজন করা হচ্ছে।

এই কার্নিভালে জাপান, চীন, মালয়েশিয়া, নেপাল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালদ্বীপসহ ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের আমন্ত্রণ জানানো হবে। তিনি আরো জানান, ২৮ আগস্ট হোটেল সোনারগাঁওতে অর্থমন্ত্রীর সাথে পর্যটন মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। কক্সবাজারের মত বান্দরবানেও এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন স্থাপনে মাননীয় অর্থমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। ২০১৬ সালের মধ্যেই এ প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পর্যটন মন্ত্রণালয় ও পর্যটন করপোরেশনের পাশাপাশি স্থানীয়দের সম্পৃক্ত করে সোশ্যাল ট্যুরিজম বিকাশের লক্ষ্যে ইতিমধ্যে পার্বত্য জেলা পরিষদগুলোতে স্থানীয় পর্যটন খাত ন্যস্ত করা হয়েছে জানিয়ে খোরশেদ আলম চৌধুরী বলেন, সরকার পর্যটন খাতে বিনিয়োগ করে এটিকে দেশের অন্যতম অর্থনৈতিক সম্ভাবনাময় খাতে রূপান্তরিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ফোর লেইন সড়ক নির্মাণ, দোহাজারি থেকে কক্সবাজার হয়ে বান্দরবানের ঘুমধুম পর্যন্ত রেললাইন স্থাপন এবং পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার পর্যটন স্পটগুলোকে সার্কুলার রোডের মাধ্যমে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। এই কর্মসূচির আওতায় থানচি থেকে আলীকদম হয়ে কক্সবাজার পর্যন্ত সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে।
এদিকে অনুষ্ঠেয় বান্দরবান কার্নিভাল সফল করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আজ সকালে বৈঠক করেছেন তিনি।
বৈঠকে কার্নিভাল চলাকালীণ আবাসিক হোটেল, মোটেল এবং রিসোর্টে ২০ শতাংশ রিবেট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জানা যায়, ওই বৈঠকে নীলাচল পর্যটন কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি জেলা সদরের ৬টি স্পটে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

ফাঁদ পেতে ছিনতাইকারী ধরলো সাভার হাইওয়ে পুলিশ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
ফাঁদ পেতে ছিনতাইকারী ধরলো সাভার হাইওয়ে পুলিশ
সংগৃহীত ছবি

ঈদকে সামনে রেখে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই এবং ডাকাতির রোধে নানা কৌশল নিচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের প্রাণী গবেষণা ইন্সটিটিউটের সামনে থেকে ফাঁদ পেতে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। 

পুলিশ জানায়, সাভার হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ ছিনতাইকারীদের ধরতে সাদা পোশাকে প্রাণী গবেষণা ইন্সটিটিউট থেকে ঢাকার দিকে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তিন ব্যক্তি রিকশাযোগে এসে তার গতিরোধ করে ছুরি বের করেন।

তবে এসআই আনজিল ছুরি বের করা ছিনতাইকারীকে জাপটে ধরেন। তখন পাশে অবস্থান নেওয়া অন্য পুলিশ সদস্যরা এসে আরেক জনকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে রাতেই আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, সম্প্রতি মহাসড়কে ছিনতাই-ডাকাতিসহ অপরাধ বৃদ্ধি পাওয়ায় আমরা আগের চেয়ে অনেক বেশি তৎপর রয়েছি।

অপরাধীদের ধরতে আমরা সোর্স নিয়োগসহ বিভিন্ন কৌশল অবলম্বন করছি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ফাঁদ পেতে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে নিত্য নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য

খুলনায় অস্থায়ী মার্কেটে আগুন, অর্ধশত দোকান পুড়ে ছাই

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় অস্থায়ী মার্কেটে আগুন, অর্ধশত দোকান পুড়ে ছাই
সংগৃহীত ছবি

খুলনার প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী ঈদ মার্কেটে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের তাৎক্ষণিক দেওয়া তথ্য মতে এতে প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরো পড়ুন

মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

 

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেখানের ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে এক বছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা।

আরো পড়ুন

আটক আরাকান আরসার সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা

আটক আরাকান আরসার সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা

 

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মন্তব্য

মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি
শেয়ার
মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

যশোরে মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভনে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। খবর পেয়ে শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন।

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই এলাকায় পিয়ার আলীর ছেলে আব্দুর রহমান পেশায় রাজমিস্ত্রি। 

শিশুটির অভিযোগ, মা ভিক্ষা করতে বাইরে গেলে তাদের ঘরে কয়েকদিন ধরে আব্দুর রহমান যাতায়াত করতে থাকে। পরে মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে আব্দুর রহমান তাকে কয়েকদিন ধর্ষণ করে। গত ১৫ মার্চ সন্ধ্যায় তাকে পাশের একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে ফের ধর্ষণ করে আব্দুর রহমান।

পরদিন বিষয়টি মাকে জানায় সে।

ভুক্তভোগীর মা বলেন, মেয়ে তাকে পুরো ঘটনা জানালে তিনি স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানান। পরে মঙ্গলবার দুপুরে আব্দুর রহমানের স্ত্রী তাদের ঘরে এসে হুমকি দিয়ে বলেন, স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে তাদের এলাকা ছাড়তে হবে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, ‘মেয়েটির সঙ্গে কথা বলেছি।

পরিবারটি এখনও লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

প্রাসঙ্গিক
মন্তব্য
ময়মনসিংহ

আটক আরাকান আরসার সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
আটক আরাকান আরসার সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা

ময়মনসিংহ নগরীতে র‌্যাবের অভিযানে আটক আরাকান আরসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর আগে, রবিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর নতুনবাজার এলাকার গার্ডেন সিটি নামে একটি বহুতুল ভবনে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ টাকা। 

ময়মনসিংহের অভিযানে মোট চারজনকে আটক করা হলেও মামলা হয়েছে মোট ১০ জনের নামে।

গতকাল মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের হয়। মামলার বাদী হয়েছেন র‌্যাব-১১-এর নায়েক সুবেদার হারুনুর রশীদ। 

আরো পড়ুন
বিলের মধ্যে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

বিলের মধ্যে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

 

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন— জুনুনী (৪৮), মোস্তাক আহম্মেদ (৬৬), মনিরুজ্জামান (২৪), সলিমুল্লাহ (২৪), হোসনা (২৩), হাসান-১ (১৫), আসমত উল্লাহ (২৪), হাসান-২ (৪৩), শাহীনা (২২), ছিনুয়ারা (১৭)। এরা সবাই আটক রয়েছে।

 

ময়মনসিংহে চারজনকে আটক করা হলেও অন্যদের ভিন্ন স্থান থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায়ও মামলা আছে। 

আরো পড়ুন
রহস্য উন্মোচনের নায়ক 'গোয়েন্দা'

রহস্য উন্মোচনের নায়ক ‘গোয়েন্দা’

 


কোতোয়ালি থানার ওসি সফিকুল ইসলাম খান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে তারা গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড প্রার্থনা করবেন।

তিনি বলেন, এরা একটি শক্তিশালী চক্র।

মন্তব্য

সর্বশেষ সংবাদ