ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৪ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ধুলো থেকে বাংলাবান্ধার সৌন্দর্য ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
ধুলো থেকে বাংলাবান্ধার সৌন্দর্য ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরকে ধুলোমুক্ত করে সৌন্দর্য ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধার জিরো পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। তেঁতুলিয়া উপজেলা পরিষদের আয়োজনে এই উদ্যোগ নেয় বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ। 

দুপুরে বাংলাবান্ধার স্থলবন্দর এলাকায় ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন।

পরে পাথর ভাঙা শ্রমিকদের মাঝে সহস্রাধিক মাক্স বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হক, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, পাথর ব্যবসায়ীসহ বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মরত শত শত শ্রমিক উপস্থিত ছিলেন। পরে বাংলাবান্ধা বিওপি থেকে বন্দর পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় সড়কের উপর রাখা পাথর অপসারণ করা হয়। এরপর ধুলোমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পানিবাহী গাড়ির মাধ্যমে সড়কের চারপাশে পানি স্প্রে করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন জাগ্রত তেঁতুলিয়া নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 

আয়োজকরা জানান, বাংলাবান্ধা এলাকায় ধুলোমুক্ত পরিবেশের জন্য প্রতিদিন পানিবাহী গাড়ির মাধ্যমে সড়কের চারপাশে পানি স্প্রে করা হবে। সেই সাথে স্থায়ীভাবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাক্স ব্যবহারসহ প্রত্যেক পাথর ভাঙা মেশিনে পানি ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর মাধ্যমে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় কর্মরত পাথরভাঙা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি দেশী বিদেশী পর্যটকরা ধুলোমুক্ত পরিবেশে বন্দর এলাকায় যাতায়াত করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে পাথর ভাঙা মেশিনের ধুলোয় ঢাকা পড়েছিলো ছিলো বাংলাবান্ধা স্থলবন্দরের পুরো এলাকা। এতে শ্রমিকসহ পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হতো।

মন্তব্য

গোয়েন্দা পরিচয়ে টাকা হাতিয়ে নিয়ে ইফতার করতে গিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
গোয়েন্দা পরিচয়ে টাকা হাতিয়ে নিয়ে ইফতার করতে গিয়ে আটক
প্রতীকী ছবি

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও  একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৬ মার্চ) তাকে চট্টগ্রাম নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সোমবার (১৭ মার্চ) পপুলার ডায়াগনিস্টি লিমিটেডের ম্যানেজার ওয়ালী আশরাফ খাঁন বাদী হয়ে মামলা করেছেন।

গ্রেপ্তার চম্পক বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার আলোকেন্দু বড়ুয়ার ছেলে।

তিনি বর্তমানে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার ফরিদা পাড়া এলাকায় থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পপুলার ডায়াগনিস্টিক সেন্টারের ম্যানেজার ও মামলার বাদী ওয়ালী আশরাফ খানের সঙ্গে চম্পক বড়ুয়ার পরিচয় হয়। সেসময় চম্পক নিজেকে বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বলে পরিচয় দেন এবং বর্তমানে প্রেষণে একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত আছে বলে জানান। পরিচয়ের সূত্রে চম্পকের সাথে বাদীর সুসম্পর্ক গড়ে ওঠে।

পরে ১৩ ফেব্রুয়ারি রাতে অপারেশনে যেতে জরুরি টাকা দরকার বলে বাদীর কাছ থেকে নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায় চম্পক। পরে তা পরিশোধ করবে বলেও জানায়। একইভাবে আবারও অপারেশন, স্ত্রীর অসুস্থতাসহ নানা অজুহাতে গত ৬ মার্চ পর্যন্ত কয়েক দফায় আরও ৭২ হাজার টাকা নেয় সে। গত ১২ মার্চ সন্ধ্যায় চম্পক বড়ুয়া কুশল বিনিময়ের জন্যে পপুলার ডায়গনিস্টিক সেন্টারের নীচতলায় যায়।
এমন সময় এক ব্যক্তি চম্পককে দেখে আমাকে সতর্ক করে। এরপর মামলার বাদী চম্পকের বিষয়ে বিভিন্ন খোঁজখর নিয়ে দেখেন  চম্পক বড়ুয়া নামে গোয়েন্দা সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা নেই। পরে রবিবার সন্ধ্যায় ডায়াগনস্টিক সেন্টারে অতিথি হিসেবে চম্পক বড়ুয়া ইফতারের দাওয়াত খেতে গেলে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে দিয়ে অভিযানের কথা বলাসহ নানা অজুহাতে টাকা হাতিয়ে নেন। চম্পক একজন পেশাদার প্রতারক বলে আমরা জানতে পরেছি।

তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মন্তব্য

বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : মীর হেলাল
ছবি : কালের কণ্ঠ

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, ‘আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বিগত ১৬ বছর, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি সরকার গঠন করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।’

রবিবার (১৭ মার্চ) চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে চট্টগ্রাম ক্লাবে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

আরো পড়ুন
ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম খান

 

মীর হেলাল বলেন, ‘রাজনীতি করি জনগণের জন্য। বিএনপির জনগণের দল হিসেবে সব সময় আমরা জনগণের পাশে থাকার চেষ্টা করি। এর পরও আমাদের অনেক ভুলক্রুটি থাকতে পারে রাজনীতি করতে গিয়ে। সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানাব আমাদের কাজের যৌক্তিক সমালোচনা করবেন, আমরা তা গ্রহণ করব।

’ 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, আশরাফ চৌধুরী, ছাত্রদল নেতা রুবায়েত খান সিফাত প্রমুখ।

মন্তব্য

৫ তলা ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
৫ তলা ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
সংগৃহীত ছবি

চট্টগ্রামের রাউজানে ৫ তলা ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (৩৮) নামের এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের দিদারুল আলম ম্যানশনের (আল হেলাল তিলোত্তমা ভবন) ৫ তলায় রং করতে গিয়ে রশি থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।

নিহত নজরুল ইসলাম রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঘপুকুর পাড় এলাকার নজু মিয়া সওদাগর বাড়ির প্রয়াত আলী আকবরের জ্যেষ্ঠ ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়েসন্তানের জনক।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টায় ৫ তলা ভবনের রং করার জন্য ঝোলানো রশি থেকে মাটিতে ছিটকে পড়েন নজরুল। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাই মো. আজগর বলেন, ‘আমার ভাই দিদারুল আলম নামের এক ব্যক্তি বিল্ডিংয়ে রঙের কাজ করতে গিয়ে ৫ তলা উঁচু থেকে নিচে পড়ে মারা যান। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।

ভবন মালিক দিদারুল আলম বলেন, ‘কাজ করার সময় নজরুল অসাবধানতাবশত ভবনের ওপর থেকে নিচে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হচ্ছে বলে দাবি করেন তিনি। 

রাউজান থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সানাউল্লাহ বলেন, পৌর এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সিলেটে ২ দিনে গ্রেপ্তার ১৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে ২ দিনে গ্রেপ্তার ১৩
প্রতীকী ছবি

সিলেট বিভাগে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের বিভিন্ন অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার হয়েছে। গত দুই দিনে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬, শিশু অপহরণের দায়ে ৩, ছিনতাইকারী ইয়াবাসহ ৩ এবং হত্যা মামলার আসামি একজনকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, হবিগঞ্জে নাহিদুল ইসলাম শিপন (৮) নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিন সহোদরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রবিবার বিকেলে ওই শিশুর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তরসাঙর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে লাদেন মিয়া (২৪), শাহ আলম (২২) ও শাহনুর মিয়া (২০)। 

একই দিন ভোরে সিলেটের দক্ষিণ সুরমা থানার শাহ সিকান্দার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্য সফিককে (৩৫) গ্রেপ্তার করে র‌্যাব-৯। সফিক দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকার আব্দুর নূরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

রবিবার বেলা দেড়টায় নগরের বন্দরবাজার কারাগারের পুরাতন ডরমিটরি বিল্ডিংয়ের বাউন্ডারির ভেতর থেকে দেশী অস্ত্র ও ইয়াবাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আবদুর রবের ছেলে শুয়েব আহমদ (২৯) ও মেজরটিলা ইসলামপুরের তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৭)। রুবেলের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের লতিবপুরে। এসময় তাদের কাছ থেকে দুটি ছোরা ও ১০২ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় নগরের গার্ডেন টাওয়ারে ১২ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পাঁচ নারী ও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তারা অসামাজিক কার্যকলাপে জড়িত বলে পুলিশ জানায়। 

গ্রেপ্তাররা হলেন শামীম আহমদ (৩৪), আয়েশা আক্তার (৪০), সুপ্রিয়া চৌধুরী (২২), জারা আহমদ (১৮), তানিশা বেগম (২৩) ও জাহানারা বেগম (৪০)। এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

একই রাতে হবিগঞ্জের বাহুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাজুল হত্যা মামলার আসামি মো. মারুফ মিয়াকে (৩৭) গ্রেপ্তার করে র‌্যাব।

মারুফ জেলার বাহুল থানার দৌলতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

শনিবার গভীর রাতে সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে শুকুরনগর জামে মসজিদের সামনের রাস্তা থেকে জুয়েল মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দিরাই থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। 
বিষয়টি নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ