ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

ধুলো থেকে বাংলাবান্ধার সৌন্দর্য ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
শেয়ার
ধুলো থেকে বাংলাবান্ধার সৌন্দর্য ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরকে ধুলোমুক্ত করে সৌন্দর্য ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধার জিরো পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। তেঁতুলিয়া উপজেলা পরিষদের আয়োজনে এই উদ্যোগ নেয় বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ। 

দুপুরে বাংলাবান্ধার স্থলবন্দর এলাকায় ঝাড়ু হাতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন।

পরে পাথর ভাঙা শ্রমিকদের মাঝে সহস্রাধিক মাক্স বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি এনামুল হক, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, পাথর ব্যবসায়ীসহ বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মরত শত শত শ্রমিক উপস্থিত ছিলেন। পরে বাংলাবান্ধা বিওপি থেকে বন্দর পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় সড়কের উপর রাখা পাথর অপসারণ করা হয়। এরপর ধুলোমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পানিবাহী গাড়ির মাধ্যমে সড়কের চারপাশে পানি স্প্রে করা হয়।
পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন জাগ্রত তেঁতুলিয়া নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। 

আয়োজকরা জানান, বাংলাবান্ধা এলাকায় ধুলোমুক্ত পরিবেশের জন্য প্রতিদিন পানিবাহী গাড়ির মাধ্যমে সড়কের চারপাশে পানি স্প্রে করা হবে। সেই সাথে স্থায়ীভাবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাক্স ব্যবহারসহ প্রত্যেক পাথর ভাঙা মেশিনে পানি ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর মাধ্যমে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় কর্মরত পাথরভাঙা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি দেশী বিদেশী পর্যটকরা ধুলোমুক্ত পরিবেশে বন্দর এলাকায় যাতায়াত করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে পাথর ভাঙা মেশিনের ধুলোয় ঢাকা পড়েছিলো ছিলো বাংলাবান্ধা স্থলবন্দরের পুরো এলাকা। এতে শ্রমিকসহ পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হতো।

মন্তব্য

ঝালকাঠিতে সাবেক পিপি কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
ঝালকাঠিতে সাবেক পিপি কারাগারে
সংগৃহীত ছবি

চারটি মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি), আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৬ মার্চ) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম।

ঝালকাঠি আইনজীবী সমিতিতে হামলা, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত্ হোসেনের বাড়িতে হামলার ঘটনার মামলাসহ ছয়টি মামলার আসামি তিনি।

এর মধ্যে চারটি মামলায় জমিন আবেদন করে আদালতে হাজির হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন দুলাল গাজী (৫০) ও তার ছেলে হৃদয় গাজী (২৫)।

রবিবার বিকেল ৫টার দিকে মাদরাসাছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে মাদরাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এরপর গত ২২ জানুয়ারি ওই ছাত্রীকে মাদরাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জ জেলায় তার খালাবাড়িতে নিয়ে রাখেন হৃদয় গাজী। পরে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে ওই বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীকে হৃদয় গাজী তার বাড়িতে নিয়ে আসেন।

এরপর ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় নিজ বাড়িতে আটকিয়ে রেখে ছেলে ধর্ষণ করেন বলে অভিযোগ। 

আরো পড়ুন
পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার মাদরাসাছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য

কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ইসমাইল হোসেন (৪৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইসমাইল চরলরেন্স এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ও কমলনগর উপজেলার চরলরেন্স যুবলীগের সভাপতি এবং চরলরেন্স ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, ইসমাইল কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও অন্য মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে বিরোধীদল দমন-পীড়নসহ বিস্তর অভিযোগ রয়েছে।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, যুবলীগ নেতা মো. ইসমাইল মেম্বারকে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে তোরাবগন্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
 

মন্তব্য

পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো রাণীগাঁও গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও ছেলে মো. নিজুম (৩)। 

ধোবাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, বিকেলে মৃত শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল।

হঠাৎ তারা বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার কিছুক্ষণ পর তাদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
 

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মিলন মিয়া।

মন্তব্য

সর্বশেষ সংবাদ