রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে মাসুদ (৩৫) নামে এক ছিনতাইকারী আহত হয়েছে। ছিনতাইকারীরা হামলার চেষ্টা করলে পুলিশ গুলি চালায় বলে দাবি করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর দুই ছিনতাইকারী পালিয়ে গেছে।
রাজধানীর শাহবাগে পুলিশের গুলিতে মাসুদ (৩৫) নামে এক ছিনতাইকারী আহত হয়েছে। ছিনতাইকারীরা হামলার চেষ্টা করলে পুলিশ গুলি চালায় বলে দাবি করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অপর দুই ছিনতাইকারী পালিয়ে গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী শাহবাগ এলাকায় ছিনতাই করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ শিশুপার্কের গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। এসময় তারা চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়ে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দসহ চাপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেলটি ছিনতাইকারীরা অন্য জায়গা থেকে চুরি করে নিয়ে এসেছিল।
গুলিবিদ্ধ অবস্থায় মাসুদকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পর্কিত খবর
উন্নয়নকাজ চলাকালে জলাশয় ভরাট না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (১৭ মার্চ) বিকালে বিমানবন্দর রেলস্টেশনসংলগ্ন আশকোনা রেলগেট ও আশপাশের উন্নয়নকাজ পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বড় বড় শহরে বন্যা থেকে নিরসনের জন্য জলাধার একান্ত প্রয়োজন। তাই সব উন্নয়নকারী সংস্থাকে অনুরোধ করব যেন জলাধার ভরাট না করে।
তিনি বলেন, ‘কয়েকটি মেগাপ্রকল্পের কাজ চলমান থাকায় এ বছর এখানে তীব্র জলজটের আশঙ্কা করছি তাই, বর্ষার পূর্বের সর্বোচ্চ পানি নিষ্কাশনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যার ফলস্বরূপ আগামী বর্ষার মৌসুমে এই এলাকার মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।
আসন্ন বর্ষা মৌসুমে এয়ারপোর্ট-আশকোনা এলাকার জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন একযোগে কাজ করবে বলেও জানান মোহাম্মদ এজাজ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা নিরসন রাতারাতি করা সম্ভব নয়, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবে যেন এই জলাবদ্ধতা পরিস্থিতি সর্বনিম্ন রাখা যায়।’
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এ বি এম সামসুল আলম এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি নয়াবাজার কলেজ রোড এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত খালাতো ভাইকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ।
ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘গতকাল বিকেলে আমার মেয়ের সঙ্গে ছেলেটা মোবাইল নিয়ে বসে ছিল।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়ে আমরা ছেলেটিকে আটক করে থানায় এনেছি। অভিযুক্ত ছেলেটিও ১১ বছরের শিশু। যেটুকু জানতে পেরেছি ভিক্টিমের সঙ্গে অভিযুক্তের ধস্তাধস্তি হয়েছিল। এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পান্থপথ এবং নিউ মার্কেটসহ বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
ঢাকার বিভিন্ন মার্কেটে এলাকায় যানবাহনের চলাচলের সুবিধার্থে এবং মহানগরের অন্যান্য রাস্তা চলমান রাখার জন্য কয়েকটি স্পটে ডাইভারশন দেওয়ার কথা জানায় পুলিশ।
আগামী ২১ ও ২২ মার্চ এবং এর পরে ২৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ডাইভারশনগুলো মোতায়েন থাকবে।
ক্রসিংগুলো হলো :
১. পান্থপথ এলাকা, নিউ মার্কেট এলাকা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, ঝিগাতলা এবং মিরপুর- এসব এলাকায় যাওয়ার জন্য যানবাহনকে সোনারগাঁও ক্রসিং থেকে শাহবাগ ঘুরে আসতে হবে।
২. পান্থপথ, গ্রিন রোড ক্রসিং থেকে সোনারগাঁও ক্রসিংগামী যানবাহনকে (পান্থপথে ইউটার্নকারী যানবাহনসহ) গ্রিন রোডে, রাসেল স্কয়ার বা ফার্মগেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
৩. মিরপুর রোড ও ধানমণ্ডি থেকে আসা নিউ মার্কেটগামী যানবাহনকে সায়েন্সল্যাব ক্রসিং হতে বাঁয়ে মোড় নিয়ে এলিফ্যান্ট রোড বা কাঁটাবন রোড অথবা পলাশী ক্রসিং হয়ে চলাচলের জন্য ডাইভারশন দেওয়া হবে।
৪. নিউ মার্কেটের সামনে দিয়ে মিরপুর সড়কগামী যানবাহনকে (সিটি বাস ছাড়া) নিউ মার্কেট ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং বা আজিমপুর ক্রসিং বা নিউ মার্কেট-পিলখানা সড়কের দিকে ডাইভারশন দেওয়া হবে।
এ ছাড়া নিউ মার্কেট ক্রসিং থেকে সায়েন্সল্যাব ক্রসিং পর্যন্ত মিরপুর রোডের উভয় পাশে রিকশা চলাচলের জন্য আলাদা লেন (যে লেন দিয়ে কমপক্ষে ৩টি রিকশা পাশাপাশি চলতে পারবে) তৈরি করা হচ্ছে।
সব রিকশাচালক ও যাত্রীদের ওই লেনে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যারা কেনাকাটা করবেন না তাদের ওই দিনগুলোয় মার্কেটসংলগ্ন রাস্তা যথাসম্ভব পরিহার করে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।
আসন্ন বর্ষার মৌসুমে এডিস মশার বংশবিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে ডিএনসিসির সাথে কাজ করবেন সাড়ে ৫ হাজার সেচ্ছাসেবক বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। ডিএনসিসি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে সোমবার (১৭ মার্চ) সকালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ‘মশা নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। তাই জনসচেতনতা বৃদ্ধিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।
তিনি আরো বলেন, ‘মশা নিধনে ডিএনসিসির ব্যবহৃত কীটনাশকগুলোর নিরপেক্ষ ল্যাবে কার্যকারিতা পরীক্ষা করা হবে।’
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিগণ এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।