কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ কৃষি বিভাগের কিছু কর্মকর্তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে খামারবাড়ির সামনের সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা।
রবিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে প্রথমে খামারবাড়ি গোলচত্বর এলাকা অবরোধ করলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়; এতে সেখান থেকে আশপাশের এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছে চলতি পথের যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার বিষয়ে কাজ করছেন পুলিশ ও সেনা সদস্যরা।
রোজার মাসে সড়কে এ ধরনের ভোগান্তি তৈরি না করতে অনুরোধ করা হলেও আন্দোলনকারীরা কানে তোলেনি বলে পুলিশের ভাষ্য।
ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে কিছু মানুষ দুপুর ১২টার দিকে খেজুর বাগান ক্রসিং সড়কটি অবরোধ করেন। এর ফলে মানিক মিয়া এভিনিউ দিয়ে মিরপুর কিংবা বিজয় সরণিগামী যানবাহনগুলো আটকা পড়ে।
এক্সপ্রেসওয়ে থেকে নামার মুখও আটকে যায়। বন্ধ হয়ে যায় ফার্মগেট থেকে আসাদগেট ক্রসিংয়ের রাস্তাটিও। দুপুর দেড়টার দিকে তারা মূল সড়ক থেকে সরে এসে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে অবস্থান নিয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়।
মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।