বেঁচে থাকবে বাংলার আঞ্চলিক ভাষাও

আজিজুল পারভেজ
আজিজুল পারভেজ
শেয়ার
বেঁচে থাকবে বাংলার আঞ্চলিক ভাষাও

বেঁচে থাকবে বাংলার উপভাষা বা আঞ্চলিক ভাষাগুলোও। বাংলার উপভাষাগুলোর বৈচিত্র্য, রূপ-রস-মাধুর্য বাঁচিয়ে রাখার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।

বাংলার উপভাষাগুলো আঞ্চলিক ভাষা হিসেবে পরিচিত। আঞ্চলিক ভাষা অঞ্চল ভেদে মানুষের ভাষারই বৈচিত্র্য মাত্র।

বলতে গেলে এ ভাষাই আমাদের মাতৃভাষা। আর মাতৃভাষার লালন, বিকাশ ও সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলার উপভাষাগুলোকে সংরক্ষণের কাজ শুরুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এ তথ্য জানালেন এ প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক ড. জীনাত ইমতিয়াজ আলী। তাঁর ভাষায়, ‘আমাদের উপভাষাগুলো আমাদের সম্পদ।
হাজার বছরের চর্চার মধ্য দিয়ে আমাদের উপভাষা সমৃদ্ধ ও বিকশিত হয়েছে। মানবজ্ঞান

লুকিয়ে আছে এসব উপভাষার মধ্যে; উপভাষার লোককাহিনি, প্রবাদ-প্রবচনের মধ্যে। উপভাষাগুলোর ধ্বনির উচ্চারণ, শব্দ গঠন প্রক্রিয়া, বাক্য গঠনের মধ্যে মানবজ্ঞানের পরিচয় মেলে। এগুলোর বৈচিত্র্য ও মাধুর্য হলো এগুলোর উচ্চারণ।

কিন্তু কালের বিবর্তনে প্রধান ভাষা ও অন্যান্য ভাষার প্রভাবে লুপ্ত হতে বসেছে উপভাষাগুলো। তাই এসব ভাষা সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাংলা ভাষার উপভাষাগুলো সংরক্ষণপ্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে বিভাগভিত্তিক উপভাষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হচ্ছে। ২০১৬ সালের নভেম্বরে ‘খুলনা অঞ্চলের উপভাষা : রূপবৈচিত্র্য অনুসন্ধান, সংরক্ষণ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে রংপুর, সিলেট, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রতিটি কর্মশালায় ওই অঞ্চলের বাংলা উপভাষাবিষয়ক গবেষক, সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ-অধ্যাপক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালাগুলোর সারাংশ পুস্তিকা বা বিবরণ আকারে প্রকাশ করা হচ্ছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কর্মশালা চলতি বছর অনুষ্ঠিত হবে।

অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী আরো জানান, বিভাগীয় পর্যায়ের এই কর্মশালাকে তাঁরা পাইলট সার্ভে (পরীক্ষামূলক জরিপ) হিসেবে দেখছেন। এটি শেষ হলে উপভাষা ডকুমেন্টেশনের কাজটি আরো বিস্তৃত পরিসরে করা যাবে। সে ক্ষেত্রে পুরো দেশকে সাবেক ১৯-২০টি বৃহত্তর জেলায় ভাগ করে প্রামাণীকরণ (ডকুমেন্টেশন) করা হতে পারে।

পরিকল্পনা অনুসারে প্রতিটি উপভাষা ডকুমেন্টেশন করা হবে ডিজিটাল সফটওয়্যারে। প্রতিটি অঞ্চলের আঞ্চলিক বা উপভাষার অবিকল রূপ ধরে রাখতে ভিডিও চিত্র ধারণ করা হবে। এতে মানুষের মুখের ভাষার উচ্চারণ শোনার পাশাপাশি অভিব্যক্তিও অবলোকন করা যাবে। এগুলো প্রকাশ করা হবে বই ও সিডি আকারে। একপর্যায়ে অনলাইনেও পাওয়া যাবে। এর ফলে বিশ্বের যেকোনো স্থান থেকে যে কেউ আমাদের উপভাষা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। পাশাপাশি প্রতিটি উপভাষার অভিধান, ব্যাকরণও প্রকাশ করা সম্ভব হবে।

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে প্রকাশিত হয় আঞ্চলিক ভাষার অভিধান। আমাদের বিশ্বাস, পরিকল্পনা অনুযায়ী উপভাষার ডকুমেন্টেশনের কাজ সম্পাদন করা গেলে তা আমাদের সম্পদ হিসেবে বিবেচিত হবে। এ অভিমত অধ্যাপক ইমতিয়াজ আলীর।

মন্তব্য

সম্পর্কিত খবর

চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮ মার্চ
সংগৃহীত ছবি

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফরের আগে চীনা রাষ্ট্রদূত আজ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান শফিকুল আলম।

চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে তাদের কোম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

মন্তব্য

আসন্ন নির্বাচন আয়োজন নিয়ে ইসিকে ইইউর বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আসন্ন নির্বাচন আয়োজন নিয়ে ইসিকে ইইউর বিশেষ বার্তা
সংগৃহীত ছবি

গণতান্ত্রিকভাবে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) বিশেষ বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রবিবার (১৬ মার্চ) নির্বাচন ভবনে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচন কমিশন কী প্রস্তুতি নিচ্ছে, তা জানতে এসেছি আমরা। নির্বাচন কমিশন কী কাজ করছে, তা সংক্ষিপ্তভাবে জানতে পেরেছি।

মিলার বলেন, আমি নির্বাচন কমিশনকে মূলত তিনটি বার্তা দিয়েছি। প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন এই দেশের জন্য একটি অন্যতম অংশীদার এবং আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়ে আপনাদের পাশে আছি।

দ্বিতীয়ত তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে তার অংশীদারিত্বকে সব দিক থেকে আরো শক্তিশালী করতে চায়। এবং আমরা এখানে অন্তর্বর্তী সরকারের প্রয়াসকে সমর্থন করতে এসেছি, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে পারে।

 

এরপর তৃতীয় বার্তাটি জানাতে গিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা করবে। আমরা একটি সুনির্দিষ্ট আর্থিক প্যাকেজের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা এবং দক্ষতা প্রদানের মাধ্যমে সহায়তা করব। এছাড়া বাংলাদেশের কর্তৃপক্ষ চাইলে আমরা নির্বাচন পর্যবেক্ষকও পাঠাবো।
 

মন্তব্য

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে অবরুদ্ধ করল ছাত্র-জনতা
সংগৃহীত ছবি

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে অবরোধ করেছেন একদল ছাত্র-জনতা।

রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।

এবিষয়ে শাহবাগ থানা ছাত্রদল নেতা রুবেল আহমদ বলেন, আমরা ভোর ৭টার দিকে তথ্য পেয়েছি যে, প্রাণ গোপালের মেয়ে অফিসে এসেছে।

তার বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় মামলা আছে। মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং তাকে আটক করেছি।

তিনি আরো বলেন, আমরা তাকে আটক করে রুমেই রেখেছি। শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।

তারা এসে বাকি যা ব্যবস্থা নেবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুর আলম বলেন, শুনেছি একদল ছাত্র-জনতা ক্যানসার ভবনে এসে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পর পুলিশ এসে অবস্থান নিয়েছে। একইসঙ্গে সেনাবাহিনীর একটি টিমও এসেছে।

মন্তব্য
স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন

এবার স্বাধীনতা দিবসেও হবে না কুচকাওয়াজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এবার স্বাধীনতা দিবসেও হবে না কুচকাওয়াজ
ফাইল ছবি

এ বছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার দেশের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, একটা যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে।

রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং ঈদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এ কথা বলেন তিনি।

এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও কুচকাওয়াজ করা হয়নি।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 

ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয় সে জন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র সচিব। এ ছাড়া ঈদে গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো।

  

স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছেন সচিব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ