বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দিয়ে সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, 'প্রচলিত আইন ও দ্রুত বিচার আইনে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা যাবে না বলে বিশেষ ট্রাইব্যুনালে তাঁকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।'
গতকাল শুক্রবার রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর (দক্ষিণ) আয়োজিত ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এ কথা বলেন।
বিএনপির এই নেতা আরো বলেন, 'সবাই (আওয়ামী লীগের) সারিন্দা বাজাচ্ছেন।
তাঁরা ভাবেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা বেশি। কারণ বিএনপি নির্বাচনে অংশ নিলে, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ জেতে না।' তিনি বলেন, 'এ দেশের রাজনীতির মাঠে খেলোয়াড় শুধু আওয়ামী লীগ বা বিএনপি নয়, মূল খেলোয়াড় জনগণ। তারা যখন মাঠে নামবে, তখন কোনো খেলোয়াড়ের খোঁজ থাকে না।'
নজরুল ইসলাম বলেন, 'এ সরকারের জনপ্রিয়তা এতই কমে গেছে যে তারা এখন নির্বাচন দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। কারণ তারা জানে নির্বাচন দিলে বিএনপি অংশ নেবে, তখন তাদের জেতার কোনো চান্স (সম্ভাবনা) থাকবে না।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, 'গম দুর্নীতিসহ বিভিন্ন দায় থাকা সত্ত্বেও অনেকের মন্ত্রিত্ব যায় না, সেখানে আশরাফ সাহেবের মন্ত্রিত্ব হারানো কোনো বিশেষ বার্তা নয়।'