৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে রাখার নির্দেশ
সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট গণ-আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

আরো পড়ুন
মানবতাবিরোধী অপরাধ : নৌবাহিনীর সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ : নৌবাহিনীর সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

 

এই তিন পুলিশ কর্মকর্তার বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলার তদন্ত শেষ পর্যায়ে। এ মাসে রিপোর্ট দাখিল করতে পারব।

তাদের তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।’

অন্যদিকে চট্টগ্রামে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত তৌহিদুল ইসলাম ওরফে ফরিদকে ৭ জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশের পর প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘গত ১৬ ও ১৮ জুলাই চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলা করে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা। তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে থেকে এই হামলা চালিয়েছে।

এতে ১১ জন শহীদ হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৪০০ জন।’

আরো পড়ুন
এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন

এআইইউবিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব ১৪৩২ উদযাপন

 

তিনি আরো বলেন, ‘এই হামলায় অংশ নিয়ে ২৫ রাউন্ড গুলি করেছে তৌহিদ।’ এ মামলায় গত ২৫ মার্চ ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর  প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (২২ এপ্রিল) এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা কার্যকরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।

জানা গেছে, পুলিশ কর্মকর্তা নাজমুলকে সম্প্রতি ওএসডি করে বরিশাল বদলি করা হয়। তবে বদলির পরও দীর্ঘদিন নতুন কর্মস্থলে যোগদান করেননি। যদিও সর্বশেষে বরিশালে যোগ দিয়ে আবারও ছুটিতে আসেন। 

উল্লেখ্য, গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে বিএনপি-জামায়াতসহ বিরুদ্ধ মত দমনের অভিযোগ রয়েছে।

সাইবার ক্রাইমের এডিসি থাকাকালে নাজমুল ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী সরকারের অনলাইন পাহারাদারের ভূমিকা পালন করতেন। বিশেষ করে তৎকালীন সরকারের বিরুদ্ধে কেউ পোস্ট দিলে, কিংবা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করলে তাকে ধরে এনে মামলা, নির্য়াতন এবং ভয়ভীতি দেখিয়ে পোস্ট মুছে ফেলতে বাধ্য করতেন বলেও অভিযোগও রয়েছে।

মন্তব্য

মেঘনা আলমের সহযোগী আরো ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মেঘনা আলমের সহযোগী আরো ৪ দিনের রিমান্ডে

রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাদাবির অভিযোগে করা মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের সহযোগী সানজানা ম্যান পাওয়ার প্রতিষ্ঠানের মালিক মো. দেওয়ান সমিরের আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আখতার মোর্শেদ আরো সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার আরো চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৭ এপ্রিল এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 

মামলার অভিযোগ থেকে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা ২/৩ জন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতি, প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মানহানীর ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। দেওয়ান সমির কাওয়াই গ্রুপ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামক একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের ফার্মের মালিক মর্মে চানা যায়। এছাড়া ইতোপূর্বে মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

বিভিন্ন আকর্ষনীয়, স্মার্ট মেয়েদেরকে তার প্রতিষ্ঠানে ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কুটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজে যাতায়াত নিশ্চিত করা এবং দেওয়ান সমির তার ম্যানপাওয়ার ও অন্যান্য ব্যবসাকে অধিকতর লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে চক্রান্তের অংশ হিসেবে অসৎ উদ্দেশ্যে তার সহযোগী আসামিদের সহায়তায় ও অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কুটনীতিককে টার্গেট করে ব্লাকমেইল করে বড় অংকের টাকা চাঁদা হিসেবে দাবি করে আদায় করে থাকে।

এর আগে গত ১০ এপ্রিল মেঘনা আলমের বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া গ্রেপ্তারের পর গত ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় দেওয়ান সমিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরবর্তীতে ১৭ এপ্রিল ধানমণ্ডি থানার মামলায় মেঘনা ও দেওয়ানকে গ্রেপ্তার দেখানো হয়। ওইদিন মেঘনাকে কারাগারে পাঠানো হয়।

একইসঙ্গে দেওয়ানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মন্তব্য

পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পাওয়া গেল পলকের হারানো সেই সোয়েটার
সংগৃহীত ছবি

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছিলেন, কারাগার থেকে তার ২টি সোয়েটার হারিয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেলেই সেই সোয়েটার পাওয়া গেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন জানান, কারাগারে থাকা বেশ কিছু জামা-কাপড়ও পাওয়া গেছে।

আরো পড়ুন
বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা

বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা

 

জুনাইদ আহ্‌মেদ পলক গতকাল সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোয়েটার হারানোর কথা জানান।

আগামী শীত পর্যন্ত যদি কারাগারে থাকতে হয়, তাহলে সোয়েটার জোগাড় করতে হবে বলেও জানান তিনি। তার সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানান পলকের আইনজীবীও।

এ বিষয়ে কারা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, কারাগার থেকে জুনাইদ আহমেদ পলকের সোয়েটার হারিয়ে যাওয়ার তথ্য জানার পর তিনি তার কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের দায়িত্ব দেন। পরে খোঁজখবর নিয়ে জানা যায়, পলকের সোয়েটারসহ শীতের কাপড় কারাগারের স্টোররুমে জমা আছে।

আরো পড়ুন
ভিসির পদত্যাগ দাবিতে অনশনে অনড় শিক্ষার্থীরা

ভিসির পদত্যাগ দাবিতে অনশনে অনড় শিক্ষার্থীরা

 

তিনি আরো জানান, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে এসেছিলেন। তখন তার শীতের কাপড় স্ত্রীকে দেওয়ার জন্য কারাগারের নিরাপত্তারক্ষীর কাছে দিয়েছিলেন তিনি। কিন্তু অসাবধানতাবশত কারারক্ষীরা তা ভুলে গিয়েছিলেন। সেদিন বন্দীদের সঙ্গে সাক্ষাৎ গ্রহণ শেষ হলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

পরে ওই ব্যাগের মালিকানা না পাওয়ায় সেটি আবারও কারাগারের স্টোররুমে রাখা হয়।

মন্তব্য

তিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ৫ মন্ত্রী ও সেনা কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
তিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ৫ মন্ত্রী ও সেনা কর্মকর্তা

বৈষম্যবিরোধী আন্দোলনে গাজীপুর মহানগরীর গাছা থানার তিন হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক পাঁচ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। 

শুনানি শেষে বিচারক মো. ওমর হায়দার আবেদন মঞ্জুর করেন। পরে আসামিদের ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়।


আদালত থেকে বের করে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা আসামিদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন। 

গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন— সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এনটিএমসির সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মজুমদার।

গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসানউল্লাহ চৌধুরী জানান, গাছা থানার তিনটি হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করেন।

এদিকে আসামিদের আদালতে হাজির করার আগে পরে আদালতপাড়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। পৃথক দুটি প্রিজনভ্যানে করে আসামিদের কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। জ্যাকেট ও হেলমেট পরিয়ে তাদের আদালতের এজলাসে তোলা হয়। শুনানি শেষে ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক ও সাধন চন্দ্র মজুমদারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এবং অন্য আসামিদের ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ