তরুণীকে মারধর : আপন কফি হাউসের ম্যানেজারসহ দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তরুণীকে মারধর : আপন কফি হাউসের ম্যানেজারসহ দুজন রিমান্ডে
সংগৃহীত ছবি

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ এক তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপপরিদর্শক মো. মহসিন তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

এর আগে গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুই কর্মচারী এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউসের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়। এ ঘটনায় মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইন ও দণ্ডবিধির ৩২৩ ধারায় মামলা করে রামপুরা থানা পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, আপন কফি হাউসে গত ১১ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতপরিচয় এক তরুণীর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণসহ শরীরের হাত দেন।

বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক উপমন্ত্রী জয়সহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সাবেক উপমন্ত্রী জয়সহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্ত্রী সোনিয়া আরিফ সোমা, ছেলে খান জিনিদিন ইয়াজিদ জিদান ও মেয়ে উম্মে সাওদা খানসহ চারজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই আদালত আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম ও পদ্মা ব্যাংক পিএলসি শাখার এসইভিপি সাব্বির মোহাম্মদ সায়েমের দেশত্যাগের নিষেধাজ্ঞা দেন৷ দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান সাবেক উপমন্ত্রী জয়সহ চারজন ও দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ অপর দুজনের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

 

আরো পড়ুন
এনআইডি সংশোধনে বড় সুখবর

এনআইডি সংশোধনে বড় সুখবর

 

জয়ের পরিবারের আবেদনে বলা হয়, আরিফ খান জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

অপর দুই আসামির আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংক লিমিটেড সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি, ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সাথে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অপরাধে দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে।

 

গোপনসূত্রে জানা যায়, মামলার আসামি ব্যক্তিরা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

মন্তব্য

মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু
সংগৃহীত ছবি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি  হাইকোর্ট ডিভিশন বেঞ্চে বুধবার (২৩ এপ্রিল) এই শুনানি শুরু হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় করা মামলার বিচার শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত দুজনকে মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন ও সাতজনকে খালাস দিয়ে রায় দিয়েছিলেন।

 

আরো পড়ুন
‘দলকানা ভিসিদের বিরুদ্ধে অ্যাকশন জরুরি, রাস্তায় নামতে প্রস্তুত’

‘দলকানা ভিসিদের বিরুদ্ধে অ্যাকশন জরুরি, রাস্তায় নামতে প্রস্তুত’

 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক বরখাস্ত লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক (এসআই) নন্দ দুলাল রক্ষিত, সাগর দেব, রুবেল শর্মা, টেকনাফ থানায় পুলিশের করা মামলার সাক্ষী টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন।

আরো পড়ুন
মশায় অতিষ্ঠ কেন্দুয়া পৌরবাসী, নিধনে নেই কোনো বরাদ্দ

মশায় অতিষ্ঠ কেন্দুয়া পৌরবাসী, নিধনে নেই কোনো বরাদ্দ

 

বিচারিক আদালতের রায়ের পরে নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের দণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অন্যদিকে, দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন।

মন্তব্য
ভিডিও

পারভেজ হত্যা : বৈষম্যবিরোধী নেতা মিয়াজীকে ৭ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পারভেজ হত্যা : বৈষম্যবিরোধী নেতা মিয়াজীকে ৭ দিনের রিমান্ড

পারভেজ হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী নেতা মিয়াজীকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য
পারভেজ হত্যা

বৈষম্যবিরোধী নেতা হৃদয় ৭ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বৈষম্যবিরোধী নেতা হৃদয় ৭ দিনের রিমান্ডে
সংগৃহীত ছবি

ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামি মো. হৃদয় মিয়াজী তিতাস উপজেলার দুর্লব্দী গ্রামের বাসিন্দা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটির যুগ্ম সদস্যসচিব। 

এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন।

এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 

আরো পড়ুন
এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন পরীমনি

এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা করলেন পরীমনি

 

এর আগে গত ২১ এপ্রিল একই আদালত এ মামলায় আরো ৩ আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন আল কামাল শেখ, আলভী হাসান জুনায়েদ এবং আল আমিন সানি। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।

 

ঘটনার পরের দিন ২০ এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাথি, মেহরাব, আবুজর গিফারীসহ ৮ জনকে আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ