সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ রাজনৈতিক দল

পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর এখন পর্যন্ত মাত্র ছয়টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি কমিশনের কার্যক্রম শুরু হয়েছে।

ইতিমধ্যে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ছক আকারে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। ৬ মার্চের মধ্যে মতামত পাঠাতে তাদের কাছে অনুরোধ করা হয়েছিল।

আজ পর্যন্ত ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে সাতটি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পাওয়া গিয়েছে। এ ছাড়া ১৬টি রাজনৈতিক দল পূর্ণাঙ্গ মতামতের জন্য অতিরিক্ত কয়েক দিন সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে।

অন্য দলগুলোর সঙ্গে কমিশন পুনরায় যোগাযোগ করছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না : রুয়েল (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না : রুয়েল (ভিডিওসহ)

ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সরকারকে বার বার বলছি সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না। আমরা আন্দোলন করেছি, কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। যদি ভোটের অধিকারের ক্ষরণ হয়, আবার যদি কথা বলার অধিকারের ক্ষরণ হয় তাহলে বর্তমান সরকার আর স্বৈর সরকারের মধ্যে কোন পার্থক্য থাকবে না।’

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত : আমীর খসরু
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়।’

বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্য এবং জন অধিকার পার্টির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

 

আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমরা আজও বাম গণতান্ত্রিক ঐক্য এবং বাংলাদেশ জন অধিকার পার্টির সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন নিয়ে কথা বলেছি।’

আরো পড়ুন
টোল প্লাজায় যুবদলের হামলায় আহত পাঁচ, ১৪ লাখ টাকা লুট

টোল প্লাজায় যুবদলের হামলায় আহত পাঁচ, ১৪ লাখ টাকা লুট

 

তিনি বলেন, ‘রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করবে, তারা তো এটাই মনে করবে, তাই না? ভোট হবে, ক্ষমতায় যাবে।

নির্বাচিত সদস্যরাই নির্বাচিত হয়ে সংসদে যাবেন, ক্ষমতায় যাবেন। এটাই তো গণতন্ত্র। এটা বুঝতে অসুবিধা হওয়ায় তো কোনো কারণ দেখছি না।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেন সম্রাট।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল থেকে বিএনপি তার শরিক জোট ও মিত্রদের সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করতে আলোচনা শুরু করে। এখন পর্যন্ত বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, সিপিবি, বাসদ, লেবার পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক করেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

৩১ দফা বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ আর ফিরবে না : এ্যানি (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৩১ দফা বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ আর ফিরবে না : এ্যানি (ভিডিওসহ)

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

বিস্তারিত ভিডিওতে...

মন্তব্য

৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না : দুলু

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না : দুলু
সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না।

’ 

বৃহস্পতিবার বিকেলে নাটোরের দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

আরো পড়ুন
এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

এনসিপির তানভীরকে জিজ্ঞাসাবাদ করলে রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসবে : আবু হানিফ

 

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক মিল আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের যে চিন্তা ধারা, সেটি এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই বাংলাদেশের মানুষের সামনে দিয়েছিলেন। একসময় বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে জনগণের সামনেও তা তুলে ধরেছেন।

 

দুলু বলেন, ‘আমরা যখন আন্দোলন-সংগ্রামের মধ্যে ছিলাম প্রকৃতপক্ষে তখন ৩১ দফার কাজ শুরু করলেও জনগণের দোরগোড়ায় আমরা তা নিয়ে যেতে পারিনি। তাই আজ সময় ও সুযোগ এসেছে জনগণের কাছে বাস্তবভিত্তিক এই ৩১ দফা তুলে ধরার।’

অনুষ্ঠানে তিনি বলেন, ‘একটা চক্র দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পাঁয়তারা করছে। দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

বাংলাদেশকে অস্থির করে স্বৈরাচারদের আবার সুযোগ করে দেওয়ার অপচেষ্টা চলছে। এসব মোকাবেলার জন্য বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সতর্ক থাকতে হবে।’ 

দুলু আরো বলেন, ‘নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব। সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের বহিঃপ্রকাশ হবে।’

জেলা যুবদলের সহসভাপতি কবির হোসেন কাঙ্গালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দীন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ