সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছেন : হান্নান মাসউদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছেন : হান্নান মাসউদ
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য দুই সংগঠক সারজিস আলম বা হাসনাত আব্দুল্লাহর যেকোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া পোস্টে কিছুটা দ্বিমত জানিয়ে আজ রবিবার ফেসবুকে আরেকটি পোস্ট করেন সারজিস আলম। ওই পোস্টের কমেন্টবক্সে মন্তব্য করেন হান্নান মাসউদ।

পোস্টের কমেন্টে হান্নান মাসউদ লিখেছেন, ‘এসব কী ভাই! পাবলিকলিই বলছি, দুজনের একজন মিথ্যে বলছেন।

এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন।’

কমেন্টে হান্নান মাসউদ আরো লেখেন, ‘মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা!!! সরি, আর চুপ থাকতে পারলাম না।’

আরো পড়ুন
হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত, সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য

হাসনাতের সঙ্গে সারজিসের দ্বিমত, সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য

 

গত ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কী ঘটেছিল জানিয়ে আজ রবিবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

তিনি দলের আরেক সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। এ ছাড়া ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জনসমক্ষে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সারজিস।

মন্তব্য

সম্পর্কিত খবর

দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর : ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর : ডা. শফিকুর রহমান
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা দেশ, দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণ ও মুক্তিই হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ গ্রহণ করে এসব কথা বলেন তিনি। 

জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্বনবী (সা.) যে ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন আমরা তেমনি একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি।’

আরো পড়ুন
জুলাই-আগস্টের স্পিরিটকে সম্মান জানিয়ে রাজনীতি করতে হবে : মামুনুল হক

জুলাই-আগস্টের স্পিরিটকে সম্মান জানিয়ে রাজনীতি করতে হবে : মামুনুল হক

 

তিনি বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামতো কেড়েও নেন।

তিনিই মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন; আবার বেইজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের ওপর লাগামহীন জুলুম-নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলম, গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে।
তারা মনে করেছিল যে, তাদের এমন অপশাসন ও দুঃশাসন কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত আমাদের ওপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো-গোছানো তখতে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এ বিজয়কে অর্থবহ ও টেকসই করতে ঐক্যবদ্ধ হতে হবে।

দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। চিড়িয়াখানার পশু-পাখি আল্লাহর অধীনে ও মানুষের নিয়ন্ত্রণে খুবই সুশৃঙ্খল। আর মানুষের ক্ষমতা কোনোভাবেই আনলিমিটেড নয়; আল্লাহ তা’য়ালাই সর্বময় ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি লাভ করতে হলে সবাইকে কুরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে।’

দ্বিন প্রতিষ্ঠায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির আরো বলেন, ‘আল্লাহ বাব্বুল আলামিন আমাদের সবার ওপর দ্বিন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানোকে অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। যুগে যুগে নবী-রাসুলগণ একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। বিশ্বনবী (সা.) একই মিশনে নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়ে একটি সফল বিপ্লব সাধন করতে সক্ষম হয়েছিলেন। তিনি এ কাজ সুসম্পন্ন করেছিলেন তার ওপর অবতীর্ণ অহীর বিধানের মাধ্যমে। কিন্তু তিনি শেষ নবী হওয়ায় দুনিয়াতে নতুন করে আর কোনো অহী আসবে না। কিন্তু বিশ্বনবী (সা.)-এর ওপর নাজিলকৃত কালামে হাকিমে মানবজীবনের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। তাই আমাদের প্রত্যেককেই বাস্তবজীবনে কুরআনের আদর্শের অনুসারি হয়ে দ্বিন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।

এ সময় আমিরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না : রুয়েল (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না : রুয়েল (ভিডিওসহ)

ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সরকারকে বারবার বলছি সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না। আমরা আন্দোলন করেছি কথা বলার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। যদি ভোটের অধিকারের ক্ষরণ হয়, আবার যদি কথা বলার অধিকারের ক্ষরণ হয় তাহলে বর্তমান সরকার আর স্বৈর সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না।’

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত : আমীর খসরু
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়।’

বৃহস্পতিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাম গণতান্ত্রিক ঐক্য এবং জন অধিকার পার্টির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

 

আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আমরা আজও বাম গণতান্ত্রিক ঐক্য এবং বাংলাদেশ জন অধিকার পার্টির সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন নিয়ে কথা বলেছি।’

আরো পড়ুন
টোল প্লাজায় যুবদলের হামলায় আহত পাঁচ, ১৪ লাখ টাকা লুট

টোল প্লাজায় যুবদলের হামলায় আহত পাঁচ, ১৪ লাখ টাকা লুট

 

তিনি বলেন, ‘রাজনৈতিক দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করবে, তারা তো এটাই মনে করবে, তাই না? ভোট হবে, ক্ষমতায় যাবে।

নির্বাচিত সদস্যরাই নির্বাচিত হয়ে সংসদে যাবেন, ক্ষমতায় যাবেন। এটাই তো গণতন্ত্র। এটা বুঝতে অসুবিধা হওয়ায় তো কোনো কারণ দেখছি না।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেন সম্রাট।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল থেকে বিএনপি তার শরিক জোট ও মিত্রদের সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করতে আলোচনা শুরু করে। এখন পর্যন্ত বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, সিপিবি, বাসদ, লেবার পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক করেছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

৩১ দফা বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ আর ফিরবে না : এ্যানি (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৩১ দফা বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ আর ফিরবে না : এ্যানি (ভিডিওসহ)

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

বিস্তারিত ভিডিওতে...

মন্তব্য

সর্বশেষ সংবাদ