আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় একমত দুই দল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণায় একমত দুই দল

আওয়ামী লীগের বিচার ও দলটিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার বিষয়ে একমত পোষণ করেছে হেফাজতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি। বুধবার (৯ এপ্রিল) সকালে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময়সভায় এসব বিষয়ে একমত পোষণ করেন দল দুটির নেতারা।

সভায় হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল এবং আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

আরো পড়ুন
খুলনা রেললাইনের পতিত জমিতে সজনে চাষ

খুলনা রেললাইনের পতিত জমিতে সজনে চাষ

 

এতে আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি।

সেগুলো হলো : গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে; বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে; নির্বাচনের আগেই আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে; আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা।

এ ছাড়া মতবিনিময়সভায় সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্য দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করে এনসিপি। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলোও উত্থাপন করা হয়।

সভায় হেফাজতের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নায়েবে আমির ড. আহমেদ আব্দুল কাদের, মাওলানা আহমেদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দিন রব্বানী প্রমুখ।

আর জাতীয় নাগরিক পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ‌ ও সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহদী, সংগঠক রফিকুল ইসলাম আইনী ও মো. সানাউল্লাহ প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

৫ আগস্টের আগে দেশে আইনের শাসন ছিল না : ইশরাক (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫ আগস্টের আগে দেশে আইনের শাসন ছিল না : ইশরাক (ভিডিওসহ)
ছবি: কালের কণ্ঠ

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তারা সাক্ষাতে মিলিত হন।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে ইশরাক হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘৫ আগস্টের আগে দেশে আইনের শাসন ছিল না। তাপস সরাসরি কোর্টে হস্তক্ষেপ করতো এবং আইনকে প্রবাহিত করতো।

তিনি বহুবার মামলাটিতে বাতিল করার চেষ্টা করেছে। এমনকি যারা এই মামলার দায়িত্বে ছিলেন তাদেরকে হুমকি দিয়েছে। কিন্তু আমরা মামলা থেকে সরে আসেনি। আমরা যেভাবে হোক— টাইম পিটিশন দিয়ে হোক আবেদন করে যেভাবেই হোক মামলাটিকে চলমান রেখেছিলাম এবং পরবর্তীতে আমি রায়টি পেয়েছি।

তিনি আরো বলেন, আমরা মামলায় নির্বাচনী ফলাফল বাতিল চেয়ে এবং তাপসকে বিজয়ী ঘোষণা করে যে সরকারি গেজেট হয়েছিল তা বাতিল চেয়ে আবেদন করেছি।

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
কুয়েটের ঘটনায় ভিসির স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে : শিবির সভাপতি
ছবি : কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি যেভাবে স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ করেছেন—তদন্ত থেকে শুরু করে শিক্ষার্থীদের ওপর হামলা পর্যন্ত—সব কিছুতেই তার স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ পেয়েছে। তিনি পদত্যাগ করেননি, বরং সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে তাকে পদচ্যুত করা হয়েছে। এটি একটি বড় বার্তা—আগামী দিনে যারা স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করবেন, তাদের জন্য বাংলাদেশে কোনো স্থান নেই।

আরো পড়ুন
মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুলের মালায় বরণ

মুক্তি পেলেন সাংবাদিক টিপু, ফুলের মালায় বরণ

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলি ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সাথি সমাবেশে তিনি এসব কথা বলেন।

কুয়েটের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই মাস ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকাকে অযৌক্তিক মন্তব্য করে শিবির সভাপতি বলেন, ‘যারা স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করেন, তারা এখান থেকে শিক্ষা নেবেন।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, ‘ডাকসু নির্বাচনের কথা আমরা আগেও বলেছি। আশা করছি, বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আমরা চাই, ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক।

এতে করে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে এবং লেজুড়ভিত্তিক রাজনীতির ধারা অনেকটাই কমে যাবে।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আদর্শ নিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনাকে সম্মান করি—৫২, ৬৯ কিংবা ৭১—সব কিছুকেই আমরা লালন করি। কিন্তু কোনো একটি গোষ্ঠী যদি একটি গৌরবময় ইতিহাসকে নিজেদের কার্ড হিসেবে ব্যবহার করে অন্যদের দমন করে, আমরা তার বিপক্ষে। গত ১৫ বছর ধরে যারা একাত্তরের কার্ডকে নিজেদের চেতনা বানিয়ে রেখেছে, তারা এই সময়ে কী করেছে? তারা দেশে গণহত্যা চালিয়েছে, অর্থপাচার করেছে—যে অর্থ দিয়ে বাংলাদেশ চারবার বাজেট করতে পারত।

ছাত্রশিবিরের সভাপতি বলেন, ‘এই অর্থ জনগণের—এটা মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে না। আমরা ৫ আগস্টের পর থেকে একটি বার্তা দিয়ে আসছি—এই আন্দোলন ছাত্রদের মাধ্যমে শুরু হলেও পরবর্তীতে এটা সর্বসাধারণের আন্দোলনে পরিণত হয়েছে। এটা কোনো একক ব্যক্তির নয়, এটা সবার অর্জন।’

আরো পড়ুন
অস্ট্রেলিয়া কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ মজুদ করবে

অস্ট্রেলিয়া কৌশলগত রিজার্ভে গুরুত্বপূর্ণ খনিজ মজুদ করবে

 

শহীদ পরিবারের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা শহীদদের স্মরণ করতে এবং তাদের পরিবারকে সান্ত্বনা দিতে রমজান ও ঈদের সময়ও তাদের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি। আমরা চাই শহীদদের পরিবার যেন একা না থাকে—আমরা তাদের পাশে থাকব।

সামনের দিনের রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের যে গতি শুরু হয়েছে, সেখানে আর আধিপত্যের রাজনীতি থাকবে না। থাকবে মত ও আদর্শের স্বাধীনতা। কেউ কারো ওপর মত চাপিয়ে দেবে না। ছাত্রশিবির আগামী দিনের আদর্শ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমরা চাই, তারা দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠুক।’

উল্লেখ্য, উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয় ঠাকুরগাঁওয়ের টাটকা চায়নিজ রেস্টুরেন্টে। ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখা আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ ছাড়া সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আমজাদ হোসেনসহ অন্য শিক্ষার্থীরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সরকারের কাছে গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন নেই : রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সরকারের কাছে গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন নেই : রিজভী
ছবি : বিএনপি মিডিয়া সেলের সৌজন্য

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, হয়তো কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রকে মজবুত করার কাঠামো তৈরির প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছরের অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো আদালতে হুমকি-ধমকি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই-আগস্টের শাজাহান খান গং আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেংচি কাটছে, পুলিশকে থোরাই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরবতায় তারা এমন আচরণ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মন্তব্য

সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সংস্কারের বেশ কিছু মৌলিক সুপারিশের বিষয়ে একমত হয়নি বিএনপি
সংগৃহীত ছবি

সংস্কারের যেসব সুপারিশে বিএনপির আংশিক একমত বা ভিন্নমত ছিল, সেগুলোর বিষয়ে ঐকমত্যে আসার লক্ষ্যে দলটির সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তিন দিন আলোচনা হলেও সংবিধান ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মৌলিক পরিবর্তনের বেশ কিছু সুপারিশের বিষয়ে বিএনপির সঙ্গে কমিশনের ঐকমত্য হয়নি।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ