ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

আজ মঙ্গলবার বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সৌজন্য সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়ন ও ৮ সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এদিকে তাসনিম জারা এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও ৮টি সদস্য রাষ্ট্র স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত।’

মন্তব্য

সম্পর্কিত খবর

‘১৫ বছরে গোল দিতে পারেন নাই, এখন আর চেষ্টা করবেন না’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘১৫ বছরে গোল দিতে পারেন নাই, এখন আর চেষ্টা করবেন না’
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোওয়ার তুষার বলেছেন, যারা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, খুব ভাবছেন মাঠ ফাঁকা। ফাঁকা মাঠে গোল দেব। ১৫ বছরে গোল দিতে পারেন নাই। এখন আর গোল দেওয়ার চেষ্টা করবেন না।

 

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে’ মশাল মিছিল আয়োজন করে এনসিপির শাহবাগ জোন। মিছিলে এনসিপির মতিঝিল, রমনা, পল্টন ও শাহবাগ এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মশাল নিয়ে অংশগ্রহণ করেন। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন
আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ সম্পাদক আটক

আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ সম্পাদক আটক

 

মিছিলের পর সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদীন শিশির, নিজাম উদ্দিন নিজাম, ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, দক্ষিণাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরীসহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ভীম্পালী ডেভিড রাজু প্রমুখ।

নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান করার আহ্বান জানিয়ে সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। বিচার এবং সংস্কার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, নির্বাচনে আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার এগুলোর প্রশ্নে এবং সংস্কার প্রশ্নে আমরা সকল পক্ষকে আন্তরিক দেখতে চাই।

এগুলো হলে আমরা নির্বাচনের পক্ষে খুব ইতিবাচক আছি এবং থাকব। তবে বিচার এবং সংস্কার প্রশ্নে কোনো রকম ছাড় দেওয়া হবে না।

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগের কারণে যে গণহত্যার অংশ নিতে বাধ্য হয়েছেন। এটা পাপ মোচনের একটাই রাস্তা, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করুন। সারা দেশ থেকে আওয়ামী লীগের কর্মীরা ঢাকা শহরে এসে জড়ো হচ্ছে, আর যেখানে সেখানে মিছিল করছে - তাদেরকে গ্রেপ্তার করুন।

তাহলে ছাত্রজনতা আপনাদের বুকে টেনে নেবে।

তিনি বলেন, আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা রাজপথ দখলে রাখব। ঢাকা মহানগরের প্রত্যেকটা জায়গায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে সক্রিয় থাকব। কোন আওয়ামী লীগ আসে আমরা দেখব।

সারোয়ার তুষার আরো বলেন, যারা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, খুব ভাবছেন মাঠ ফাঁকা। ফাঁকা মাঠে গোল দেব। ১৫ বছরে গোল দিতে পারেন নাই। এখন আর গোল দেওয়ার চেষ্টা করবেন না। জনগণ কিন্তু খুব শক্ত ডিফেন্স তৈরি করেছে কারচুপি, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাসের বিরুদ্ধে। সুতরাং যারা সন্ত্রাস করতে চাইবেন, মাদক কারবার করবেন, এলাকায় চাঁদাবাজি করতে চাইবেন, ঢাকায় সুশীল হয়ে সভা সেমিনারে মাঠ গরম করবেন আর কর্মীরা নরসিংদী, ঝালকাঠি, শরীয়তপুরে সমস্ত কিছু লুটপাট করে ফাঁকা বানিয়ে দেবে- এটা আর হতে যাচ্ছে না। জনগণ সচেতন হয়েছে।

যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনের প্রয়োজন নেই। কারণ, জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পতন আইন মেনে হয়নি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্ট এ দলটিকে নিষিদ্ধ করা সম্ভব।

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, আওয়ামী লীগ নিয়ে সরকার নতজানু আচরণ করছে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কুসুম কুসুম বিরোধিতা করছে। তারেক রহমানকে স্পষ্ট করতে হবে— আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চান কি না। এ ব্যাপারে কোনো টালবাহানা চলবে না।

প্রাসঙ্গিক
মন্তব্য
মহিলা জামায়াতের বিবৃতি

নারী কমিশনের প্রতিবেদন সমাজের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নারী কমিশনের প্রতিবেদন সমাজের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক
ফাইল ছবি

প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। 

বুধবার এক বিবৃতিতে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা বলেন, ৯০ শতাংশ মুসলিমের দেশে নারীবিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন প্রকাশ করেছে তার সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে, যার মাধ্যমে সামাজিক মূল্যবোধে চরমভাবে আঘাত করা হয়েছে। অপরদিকে এই প্রতিবেদন কুরআন ও হাদীসের সুস্পষ্ট লঙ্ঘন।

আরো পড়ুন
ইস্তাম্বুলে ৫১টি আফটারশক অনুভূত, আহত ১৫১

ইস্তাম্বুলে ৫১টি আফটারশক অনুভূত, আহত ১৫১

 

তিনি বলেন, এই প্রতিবেদনে নারীর জন্য সবচেয়ে অবমাননাকর বিষয় হলো যৌনকর্মকে পেশা হিসেবে সামাজিক স্বীকৃতি দিতে বলা, একই সাথে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ-পোষণে সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার জন্য সুপারিশ করা।

এই সুপারিশ সব ধর্মের মতামত ও মূল্যবোধকে উপেক্ষা করেছে, যা চরমভাবে মানবাধিকার লঙ্ঘন।

তিনি আরো বলেন, ইসলাম সমঅধিকার নয়, ন্যায্য অধিকারের ঘোষণা দেয়। এই চেতনাই সর্বস্তরের মুসলমানরা ধারণ করে। আল্লাহর আইন কেউ ব্যক্তিগতভাবে না মানতে পারেন, কিন্তু তার কোনো অধিকার নেই এই আইনে হাত দেওয়ার।

বাংলাদেশের ৯ কোটি নারী এই কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করছি। 

নূরুন্নিসা সিদ্দিকা বলেন, একই সাথে জানাচ্ছি একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থায় এই কমিশনে যাদের সদস্য করা হয়েছে তারা সমাজের সকল শ্রেণির নারীদের প্রতিনিধিত্ব করেন না। বিশেষ করে এই কমিশনে প্রকৃত ইসলামের জ্ঞান সম্পন্ন কোনো নারী প্রতিনিধি আমরা দেখতে পাই না।

সুতরাং নারী কমিশনের প্রতিবেদনকে পুনর্বিবেচনা করার আহ্বান জানাচ্ছি। সেইসাথে ইসলামের পূর্ণ জ্ঞান সম্পন্ন নারীদের এই কমিশনে অন্তর্ভুক্ত করে প্রতিবেদনটি পুনঃলিখনের আহ্বান জানাচ্ছি।

প্রাসঙ্গিক
মন্তব্য

‘একটি দল নির্বাচন নির্বাচন করে আ. লীগকে পুনর্বাসন করে যাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘একটি দল নির্বাচন নির্বাচন করে আ. লীগকে পুনর্বাসন করে যাচ্ছে’
সংগৃহীত ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামন থেকে এই মশাল মিছিল করে দলটি। তার আগে সেখানে সমাবেশ করে তারা। মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে।

একটি দল নির্বাচন নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে।’

আরো পড়ুন
শাজাহান খানের রহস্যময় হাসির কারণ কী

শাজাহান খানের রহস্যময় হাসির কারণ কী

 

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সরকারের বৈধতা নিয়ে মন্তব্যের বিষয়ে এনসিপি নেতারা বলেন, ‘সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত। যেই আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা-বাণিজ্য করছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন—সেই আইন এই সরকারের বৈধতা। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি।

তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যত দিন না হবে, তত দিন জনগণ নির্বাচন মেনে নেবে না।’ এ সময় সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার করার দাবি জানান বক্তারা। 

আরো পড়ুন
শাসকের জুলুম থেকে বাঁচতে যে দোয়া পড়া সুন্নত

শাসকের জুলুম থেকে বাঁচতে যে দোয়া পড়া সুন্নত

 

সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির, দক্ষিণাঞ্চলের সংগঠক মো. রাকিব হোসেন রাজ, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ প্রমুখ।

মন্তব্য
ভিডিও

৫ আগস্টের পরে বিএনপি থেকে ২ হাজারেরও বেশি বহিষ্কার করা হয়েছে : রুয়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৫ আগস্টের পরে বিএনপি থেকে ২ হাজারেরও বেশি বহিষ্কার করা হয়েছে : রুয়েল
ছবি : কালের কণ্ঠ

ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যেখানে অন্যায়ের অভিযোগ উঠেছে—বিএনপি হোক, ছাত্রদল হোক, যুবদল হোক—যার নামেই অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করেছেন। আমাদের দল দুর্নীতির বিরুদ্ধে, কোনো চাঁদাবাজি যা কিছুই হোক—কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না।’

সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পরে আমাদের দল থেকে প্রায় ২ হাজারেও বেশি নেতাকর্মীকে বহিষ্কার হয়েছে। যারা দলের শৃঙ্খলাবহির্ভূত কাজ করেছে বা দলের ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো কাজ করেছে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে বহিষ্কার করেছেন।

বিস্তারিত ভিডিওতে...

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ