<p>চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত উগ্রবাদীদের গ্রেপ্তার, বিচার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। </p> <p>জানা যায়, রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান তার অনুসারীরা। পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বিক্ষোভকারীদের এ সংঘর্ষের মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে আহত করে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। পরে আহত আলিফকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>এরই পরিপ্রেক্ষিতে ২৬ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১টার দিকে চুয়েটের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেন চুয়েট শিক্ষার্থীরা। উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।</p> <p>বিক্ষোভকারী শিক্ষার্থীদের মধ্য থেকে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মহাব্বত বলেন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা আজ দিন-দুপুরে আদালত প্রাঙ্গণে আমাদের ভাইকে হত্যা করেছে। ৫ আগস্টের পর আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখিয়েছি, এরা এটাকেই ভঙ্গ করার পাঁয়তারা করছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, দ্রুততম সময়ে ফাঁসির আওতায় আনতে হবে।</p> <p>আমরা চুয়েট প্রশাসনের প্রতি এই ঘটনার তীব্র নিন্দা জানানোর জোর দাবি জানাচ্ছি।</p> <p>তিনি আরো বলেন, আমি চুয়েটের সকল ধর্মীয় ও অন্যান্য ছাত্রসংগঠনের প্রতি আহবান জানাচ্ছি সবাই যেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সৎ সাহস দেখায়। সর্বশেষ সকল সাধারণ শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত হবেন না।</p> <p>চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতফান বিন নূর বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি যারা ভেঙে দিতে চায়, তারা অবশ্যই নিষ্ফল হবে।</p>