বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪ হাজার টাকা কেন, প্রশ্ন ইবি শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪ হাজার টাকা কেন, প্রশ্ন ইবি শিক্ষার্থীদের
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় আবেদন ফি-কে অযৌক্তিক এবং বৈষম্যমূলক আখ্যা দিয়ে ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

রবিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আইন অনুষদের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবী ব্যানারে তারা এ মানববন্ধন করেন। 

এ সময় শিক্ষার্থীরা অন্যান্য পরীক্ষার আবেদন ফি কম হলেও এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪ হাজার ২০ টাকা কেন, এমন প্রশ্ন করেন। তারা ফি কমিয়ে ৩০০ টাকা করার দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বার কাউন্সিল পরীক্ষায় আমাদের বিভিন্ন সময় অনেক টাকা ফি দিতে হয়। এ ছাড়া যাতায়াত ও থাকা খাওয়া ভাড়া মিলে আমাদের ও আমাদের পরিবারের ওপরে অনেক চাপ পড়ে যায়। আমরা এই অযৌক্তিক ফির প্রতিবাদে আগেও মানববন্ধন করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

আমরা এই অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি অতিদ্রুত বাতিল চাই।’

তারা বলেন, ‘বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোনো অন্যায় আবদার করছি না। বিসিএসসহ অন্যান্য পরীক্ষার ফির সঙ্গে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।

শিক্ষার্থীরা আরো বলেন, ‘আমাদের প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ১ হাজার ৮০ টাকা দিতে হয়। এরপর আবার পরীক্ষায় বসার জন্য ৪ হাজার ২০ টাকা দিতে হয়। অথচ বাংলাদেশের সব চাকরিতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আমরা চাই, অনতিবিলম্বে সব চাকরির সঙ্গে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করা হোক।’

মন্তব্য

সম্পর্কিত খবর

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
শেয়ার
কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন
ছবি: কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমরণ প্রতীকী অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে তারা অনশন কর্মসূচি শুরু করেন। কুয়েট উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আরো পড়ুন
মায়ের জন্য মহানবী (সা.)-এর কাছে দোয়া প্রার্থনা

মায়ের জন্য মহানবী (সা.)-এর কাছে দোয়া প্রার্থনা

 

অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমম্বয়ক সালাহউদ্দিন আম্মার, আইবিএ ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আতাউল্লাহ, গণিত বিভাগের শিক্ষার্থী নাঈম আলম ও মৌসি, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন ও আরিফুল ইসলাম প্রমুখ।

অনশনের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘কুয়েটের ভাই-বোনদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আমরা এই অনশনে বসেছি। গতকাল মঙ্গলবার কুয়েটের উপাচার্য বলেছেন, অধিকাংশ শিক্ষার্থীরা তার পদত্যাগ চাচ্ছেন না। অধিকাংশ শিক্ষার্থী পদত্যাগ চাচ্ছে কিনা সেটি বুঝাতে আমরা সারা দেশের শিক্ষার্থী সমাজ একযোগে নিজ নিজ ক্যাম্পাসে অনশন কর্মসূচি পালন করছি।’

মো. আতাউল্লাহ বলেন, ‘কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে সকাল ১০টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।’

মন্তব্য

কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে চুয়েটে অনশন শুরু

চুয়েট প্রতিনিধি
চুয়েট প্রতিনিধি
শেয়ার
কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে চুয়েটে অনশন শুরু
সংগৃহীত ছবি

কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) দুপুর দেড়টা থেকে ১২ ঘণ্টার জন্য প্রতীকী অনশনে বসেছেন তারা। সরজমিনে গিয়ে দেখা যায়, চুয়েটের স্বাধীনতা চত্ত্বর এলাকায় বিভিন্ন কার্ড ও ফেস্টুন হাতে তারা এই প্রতীকী অনশন চালিয়ে যাচ্ছেন। 

অনশনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তারা এই ১২ ঘণ্টা কোনো প্রকার আহার বা পানীয় গ্রহন করবেন না।

কুয়েট উপাচার্যের পদত্যাগ, কুয়েট শিক্ষার্থীদের সংহতি ও তাদের কষ্ট ভাগাভাগি করে নিতেই এমন উদ্যোগ নিয়েছেন চুয়েটের শিক্ষার্থীরা।

অনশনরত চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ কালের কণ্ঠকে বলেন, কুয়েটের শিক্ষার্থীরা দুই দিনের অধিক সময় ধরে অনশন করে যাচ্ছে। তাদের মধ্যে অনেকের অবস্থা এখন আশঙ্কাজনক। কিন্তু এখনো কুয়েট প্রশাসন এবং উপাচার্য তাদের ব্যর্থতা স্বীকার করেনি।

তাই আমরা কুয়েট শিক্ষার্থীদের এক দফার প্রতি সংহতি জানিয়ে ১২ ঘণ্টার জন্য অনশনে বসেছি। আমাদের ভাইয়েরা ওই দিকে যন্ত্রণায় কাতরাচ্ছে সেটা আমরা চোখ বুজে সহ্য করতে পারি না। যদি এই ১২ ঘণ্টার ভেতরে কুয়েটের উপাচার্য পদত্যাগ না করে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি গ্রহণ করব।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইলেক্ট্রিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত ফেরদৌস আলভী বলেন, গত বছর ঠিক এই সময়েই আমরা চুয়েটে আমাদের দুজন বন্ধু এবং ছোটভাইয়ের মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন করছিলাম, রাজনৈতিক অপশক্তির জন্য তা সফল হয় নি।

বাসগুলো এখনো চলে। আজকে কুয়েটে যা হচ্ছে এটা ধীরে ধীরে এভাবেই সারাদেশে সবখানে ছড়িয়ে যাবে। এর আগেই এসব কিছু থামানোর দাবিতে আমরা অনশনে বসেছি৷

উল্লেখ্য, উপস্থিত শিক্ষার্থীরা কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পরোক্ষ মদদদাতা হিসেবে কুয়েট উপাচার্যকে দায়ী করেন। তারা আরো বলেন, স্থানীয় সন্ত্রাসীর হামলার শিকার হওয়া কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কার করার ঘটনা ফ্যাসিবাদী আচরণ স্বরূপ। তারা কুয়েট উপাচার্যের এমন ফ্যাসিবাদী আচরণের নিন্দা জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

অ্যাডা লাভলেস

    নবম ও দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ে তোমরা অ্যাডা লাভলেসের সম্পর্কে জেনেছ। আধুনিক কম্পিউটার প্রোগ্রামিং উদ্ভাবনের পেছনে এই ইংরেজ গণিতবিদের বড় অবদান আছে—
এস এম তাহমিদ
এস এম তাহমিদ
শেয়ার
অ্যাডা লাভলেস
১৮৪০ সালে জলরঙে আঁকা অ্যাডা লাভলেসের প্রতিকৃতি। ছবি : সংগৃহীত

১৮১৫ সালে লন্ডনে জন্মেছিলেন অ্যাডা লাভলেস। তাঁর বাবা ছিলেন বিখ্যাত কবি লর্ড বাইরন। মা শিক্ষাব্যবস্থা সংস্কারক অ্যান ইসাবেলা মিলবাংক ওরফে লেডি বাইরন। শিশু বয়স থেকেই গণিতে প্রতিভার ছাপ রাখতে শুরু করেন অ্যাডা।

মায়ের চাওয়া ছিল, মেয়ে গণিতবিদ হবে। তাই উইলিয়াম ফ্রেন্ড, উইলিয়াম কিং ও ম্যারি সমারভিলের মতো স্বনামধন্য গণিতবিদ ও গবেষককে অ্যাডার শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন। গণিতবিদ অগাস্টাস ডে মরগান ক্যালকুলাস ও বার্নিউলির সংখ্যার মতো জটিল উপপাদ্য অ্যাডাকে শেখানো শুরু করেন। সেই সময় অগাস্টাস ডে মরগান অ্যাডা সম্পর্কে বলেছিলেন, ‘গণিতশাস্ত্রে অ্যাডা একদিন তাঁর ছাপ রেখে যাবেন।

চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের প্রথম পরিচয় হয় ১৮৩৩ সালে। ব্যাবেজের উদ্ভাবিত ডিফারেন্স ইঞ্জিন দেখে চমত্কৃত হয়েছিলেন তিনি। অ্যাডার উৎসাহ ও গণিতের জ্ঞান দেখে ব্যাবেজ তাঁকে ‘গণিতের জাদুকর’ উপাধি দেন। ১৮৪০ সালে চার্লস ব্যাবেজ তাঁর অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ওপর ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে লেকচার দিয়েছিলেন।

সেই লেকচারের ট্রান্সক্রিপ্ট ইংরেজিতে অনুবাদের দায়িত্ব পান অ্যাডা। লেকচারের বিষয়বস্তু পড়ার সময় অ্যানালিটিক্যাল ইঞ্জিনের বেশ কিছু সমস্যা সমাধানের উপায় বের করেন তিনি। এ বিষয়ে চার্লস ব্যাবেজকে চিঠি লেখেন। দুই গণিতবিদের মধ্যে বেশ কিছু চিঠি চালাচালির পর অ্যাডা তাঁর নিজস্ব নোটসহ ১৮৪৩ সালে লেকচারের অনুবাদ প্রকাশকের কাছে পাঠান। সেই পাণ্ডুলিপির মধ্যে ব্যাবেজের লেকচারের চেয়ে অ্যাডা লাভলেসের নিজস্ব গবেষণার নোট ছিল বেশি।

সেই নোটস তিনি বর্ণক্রমানুসারে ‘এ’ থেকে ‘জি’ পর্যন্ত বিন্যাস করেছিলেন। নোট ‘জি’-এর মধ্যে ছিল বার্নিউলির সংখ্যা গণনায় অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য তৈরি বিশেষ অ্যালগরিদম। একেই বলা হয় বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম। সেই সূত্রে প্রথম কম্পিউটার প্রোগ্রামার খেতাবের দাবিদার অ্যাডা লাভলেস। এর প্রায় ১০০ বছর পর ১৯৪০-এর দশকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রচলন শুরু হয়।

গণিত ছাড়াও তড়িৎবিদ্যা, ফ্রেনোলজি ও সাহিত্যেও অ্যাডা লাভলেসের উৎসাহ ছিল।  ১৮৫২ সালের ২৭ নভেম্বর মাত্র ৩৭ বছর বয়সে ক্যান্সারে মৃত্যুবরণ করেন এই গুণী।

মন্তব্য

আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ এবং শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল।

আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি জানানো হয়েছে।

আরো পড়ুন
শ্রীপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪

শ্রীপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও এরপর শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ