৯ মাসেও উদ্ভাবনী প্রকল্পের টাকা পাননি পাবিপ্রবি শিক্ষার্থীরা

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
শেয়ার
৯ মাসেও উদ্ভাবনী প্রকল্পের টাকা পাননি পাবিপ্রবি শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গত বছরের মে মাসে গবেষণা উদ্ভাবন প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ৬টি বিভাগের ১০টি প্রকল্প স্থান পায়। প্রতিটি প্রকল্পের জন্য শিক্ষার্থীদের ২০ হাজার করে টাকা দেওয়ার কথা থাকলেও সেই টাকা এখনো পাননি তারা। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত বছর বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহী করতে বিশ্ববিদ্যালয়ের ‘গবেষণা আহ্বান ও মূল্যায়ন কমিটি’ এপ্রিল মাসে বিভাগগুলো থেকে ‘গবেষণা উদ্ভাবন প্রকল্প’ আহ্বান করেন। এরপর ‘গবেষণা আহ্বান ও মূল্যায়ন কমিটি’ ১২ মে নির্বাচিত ১০টি প্রকল্পের তালিকা প্রকাশ করেন। এই ১০টি প্রকল্পের সঙ্গে ১৩ জন শিক্ষার্থী এবং ৮ জন শিক্ষক যুক্ত আছেন। প্রকল্পের জন্য ২০ হাজার করে মোট ২ লাখ টাকা বরাদ্দ ছিল।

এ ১০টি প্রকল্প ৫ জুন ১৬তম বিশ্ববিদ্যালয়ে দিবসে প্রদর্শনীর কথা ছিল এবং ওই সময়েই শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা এখনো দেওয়া হয়নি।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাদ শাহরিয়ার বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসে প্রকল্প প্রদর্শন হবে বলে নিজের টাকা দিয়ে প্রকল্পের কাজ করে রাখি। কিন্তু প্রকল্প প্রদর্শনী না হওয়াতে ওই টাকা আমরা আর পাইনি।

যার কাছ থেকে টাকা নিয়ে কাজ করেছি, তার টাকা এখনো দিতে পারিনি।’

 ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের শিক্ষার্থী তানভীর হোসেন বলেন, ‘আমরা নিজের টাকা খরচ করে প্রকল্পের কাজ শেষ করে রেখেছি। কিন্তু ৯ মাস হলো আমাদের গবেষণার টাকা আটকে আছে। এভাবে শিক্ষার্থীদের গবেষণার উৎসাহ দিয়ে টাকা না দিলে কেউ গবেষণায় আগ্রহী হবে না।’

বিশ্ববিদ্যালয়ের ‘গবেষণা আহ্বান ও মূল্যায়ন কমিটি’র সঙ্গে কথা বলে জানা যায়, ৫ জুন বিশ্ববিদ্যালয় দিবসে সমস্যার কারণে প্রকল্প প্রদর্শনী সম্ভব হয়নি।

পরে সুবিধাজনক সময়ে প্রদর্শনী করে শিক্ষার্থীদের টাকা দেওয়ার কথা ছিল। এরপর জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন, সরকার পরিবর্তন এবং উপাচার্য চলে যাওয়ার কারণে এই প্রদর্শনী আর হয়নি। সেপ্টেম্বরে নতুন উপাচার্য আসার পর তিনি এটা নিয়ে সময় চেয়েছেন।

এ বিষয়ে ‘গবেষণা আহ্বান ও মূল্যায়ন কমিটি’র আহ্বায়ক এবং ডেপুটি রেজিস্ট্রার সুজা উদ্দিন বলেন, ‘এই টাকাটা মূলত সরকার পরিবর্তনের কারণে আটকে যায়। নতুন উপাচার্য আসার পর সব কাজ শেষ করে উপাচার্যের কাছে ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করি, শিক্ষার্থীরা দ্রুতই টাকা পেয়ে যাবেন।’

মন্তব্য

সম্পর্কিত খবর

নির্বাচন ও সংস্কার নিয়ে যা ভাবছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নির্বাচন ও সংস্কার নিয়ে যা ভাবছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: কালের কণ্ঠ

জুলাই বিপ্লবে সারা বাংলাদেশের মাঝে প্রথম শহীদ হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এই আবু সাঈদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল। পেয়েছিল স্বৈরাচার মুক্ত একটি দেশ। পরে নির্বাচন ও সংস্কারের জন্য গঠন হয় নতুন সরকার।

এই নির্বাচন ও সংস্কার নিয়ে কী ভাবছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা?

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

শিক্ষা উপদেষ্টার অনুরোধ না মেনে অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
শিক্ষা উপদেষ্টার অনুরোধ না মেনে অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা
ছবি: কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক দাবিতে চলমান অনশন কর্মসূচি থেকে সরে এসে আলোচনার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তবে তার আহ্বানে সাড়া না দিয়ে শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল রয়েছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) দীর্ঘ আধাঘণ্টা শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে বের হওয়ার সময় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সিন্ডিকেটের কয়েকজন সদস্য তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি এসেছি শুধুমাত্র ছাত্রদের অনশন ভাঙাতে, অন্য কারো সঙ্গে এখন কোনো কথা নয়।

আরো পড়ুন
'সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন'

'সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন'

 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের অনশন চালিয়ে যাবেন। 

এদিকে ঢাকা থেকে আসা ইউজিসির দুই সদস্য প্রফেসর তানজিম আহমেদ ও প্রফেসর সাইদুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে অনশন তুলে নেওয়ার জন্য কথা বলছেন।

বিস্তারিত আসছে...

মন্তব্য

ঢাকা-খুলনা মহাসড়ক ব্লকেড ঘোষণা খুবি শিক্ষার্থীদের

খুবি প্রতিনিধি
খুবি প্রতিনিধি
শেয়ার
ঢাকা-খুলনা মহাসড়ক ব্লকেড ঘোষণা খুবি শিক্ষার্থীদের
ছবি: কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দাবি ও আমরণ অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ বুধবার (২৩ এপ্রিল) সব ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাতে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

একইসঙ্গে আজ বুধবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে বিক্ষোভ মিছিল ও খুলনায় প্রবেশপথ ঢাকা-খুলনা মহাসড়ক নগরীর জিরো পয়েন্ট ব্লকেড কর্মসূচি করবে শিক্ষার্থীরা।

আরো পড়ুন
কাশ্মীর: কেবল পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল বন্দুকধারীরা

কাশ্মীর: কেবল পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল বন্দুকধারীরা

 

শিক্ষার্থীরা বলেন, কুয়েটের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।

কুয়েটের ওপর চাপিয়ে দেওয়া দলীয়করণ প্রক্রিয়া সারা দেশের শিক্ষার্থীদের জন্য একটি সতর্কবার্তা। যারা কুয়েটের ভিসিকে ঘিরে ছাত্রদের ওপর হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কুয়েটের উপাচার্যকে পদত্যাগ ও সুষ্ঠু বিচার করতে হবে।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়।

শিক্ষার্থীদের দাবি, ওই মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস বর্জন করে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ, ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দাবিতে আন্দোলন শুরু করেন। গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকায় প্রধান উপদেষ্টার কাছে ছয় দাবি লিখিতভাবে জমা দেন। ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পাসের সিন্ডিকেট সভায় অনির্দিষ্ট কালের জন্য ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন
এসএসসি কেন্দ্রে ছাত্রদলের পানি ও খাবার স্যালাইন বিতরণ

এসএসসি কেন্দ্রে ছাত্রদলের পানি ও খাবার স্যালাইন বিতরণ

 

কুয়েট শিক্ষার্থীরা জানান, ছাত্রদল ও বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। উল্টো ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে ক্যাম্পাসের বাইরের একজন আদালতে মামলা করেছে। এ ছাড়া ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে তারা উপাচার্যকে অপসারণের দাবি জানালেও কোনো ফল পাননি।

মন্তব্য

কুয়েটে হলের তালা ভেঙে প্রবেশ করেছেন নারী শিক্ষার্থীরা

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
কুয়েটে হলের তালা ভেঙে প্রবেশ করেছেন নারী শিক্ষার্থীরা
সংগৃহীত ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের তালা ভেঙে প্রবেশ করেছেন আন্দোলনরত নারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২০-২৫ জন শিক্ষার্থীর একটি দল হলের তালা ভেঙে প্রবেশ করে।

বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন চলার মধ্যেই এ ঘটনা ঘটেছে।

এর আগে গত ১৫ এপ্রিল পাঁচটি আবাসিক হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

সেদিন দুপুরে কয়েক শ শিক্ষার্থী প্রথমে ফজলুল হক হলের তালা ভাঙেন। তারপর অমর একুশে হল, ড. এম এ রশিদ হলসহ আরো দুটি হলের তালা ভেঙে প্রবেশ করেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেদিন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়।

শিক্ষার্থীদের দাবি, ওই মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ