স্বৈরাচারের প্রতিকৃতিতে আগুন, সন্দেহের তীর এক ঢাবি ছাত্রের দিকে!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্বৈরাচারের প্রতিকৃতিতে আগুন, সন্দেহের তীর এক ঢাবি ছাত্রের দিকে!
সংগৃহীত ছবি

পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’ পুড়িয়ে দেওয়ার ঘটনায় এক শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জানা যায়, সন্দেহের তালিকায় থাকা ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে।

আরবি বিভাগের এক শিক্ষার্থীর (‘র’ আদ্যক্ষর) ছবি পেয়েছি। বিষয়টি ভেরিফাই করার চেষ্টা করছি। যদিও তাকে ব্যক্তিগতভাবে চিনতে পারছি না। ছবিটি নিয়ে বিভাগে কাজ চলছে।
চেষ্টা করছি বিষয়টি অতি দ্রুত নিশ্চিত করতে।’ 

আরো পড়ুন
ঐকমত্য কমিশনে মতামত জমা দিল আরো ২ দল

ঐকমত্য কমিশনে মতামত জমা দিল আরো ২ দল

 

সহকারী প্রক্টর আরো বলেন, ‘ওই শিক্ষার্থীর জড়িত হওয়ার বিষয়টি সত্যি হলেও হতে পারে। কারণ গত জুলাইয়ে এমন অনেককে দেখেছি, যাদের কল্পনাও করতে পারিনি যে তারা শিক্ষার্থীদের ওপর হামলা করবে।’ 

সন্দেহভাজন ওই শিক্ষার্থীর এক সহপাঠী সাংবাদিকদের বলেন, ‘খালি চোখে আমাদের ক্লাসের সবাই তাকেই শনাক্ত করতে পেরেছে।

ফুটেজ ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে যখন দেওয়া হয়, তখনই সবাই বলছে সে আমাদের ক্লাসের। চোখের চশমা, লম্বা চুল এবং কালো গেঞ্জি—সব মিলিয়ে তাকে শনাক্ত করা সহজ হয়েছে।’ 

আরেক সহপাঠী বলেন, ‘ক্লাসের যতজন এই আগুন লাগানো ফুটেজ দেখছে প্রায় সবাই নিশ্চিত যে ওই শিক্ষার্থীই (‘র’ আদ্যক্ষর) এই কাজ করেছে। সে কয়েক দিন আগেও ভোরবেলায় একাত্তর হলের সামনে এসে ছাত্রলীগের স্লোগান দিয়ে গেছে এবং প্রকাশ্যে তার টাইমলাইনে পোস্টও করেছে। কিন্তু এ ঘটনার পর সে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছে।

তবে অভিযোগের বিষয়ে জানতে সন্দেহভাজন ওই শিক্ষার্থীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ এবং শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল।

আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি জানানো হয়েছে।

আরো পড়ুন
শ্রীপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪

শ্রীপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও এরপর শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

মন্তব্য

শেখ হাসিনাকে রক্ষার গোপন মিটিং, উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শেখ হাসিনাকে রক্ষার গোপন মিটিং, উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়
ছবি: কালের কণ্ঠ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকদের একটি গোপন অনলাইন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেন এবং জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টার ওই জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

এ ঘটনায় শিক্ষাঙ্গনজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, যার প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও পড়েছে।

স্লোগান, মিছিলে এখন উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

নির্বাচন ও সংস্কার নিয়ে যা ভাবছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নির্বাচন ও সংস্কার নিয়ে যা ভাবছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: কালের কণ্ঠ

জুলাই বিপ্লবে সারা বাংলাদেশের মাঝে প্রথম শহীদ হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এই আবু সাঈদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল। পেয়েছিল স্বৈরাচার মুক্ত একটি দেশ। পরে নির্বাচন ও সংস্কারের জন্য গঠন হয় নতুন সরকার।

এই নির্বাচন ও সংস্কার নিয়ে কী ভাবছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা?

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

শিক্ষা উপদেষ্টার অনুরোধ না মেনে অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
শিক্ষা উপদেষ্টার অনুরোধ না মেনে অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা
ছবি: কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক দাবিতে চলমান অনশন কর্মসূচি থেকে সরে এসে আলোচনার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তবে তার আহ্বানে সাড়া না দিয়ে শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল রয়েছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) দীর্ঘ আধাঘণ্টা শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা। তবে বের হওয়ার সময় কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সিন্ডিকেটের কয়েকজন সদস্য তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি এসেছি শুধুমাত্র ছাত্রদের অনশন ভাঙাতে, অন্য কারো সঙ্গে এখন কোনো কথা নয়।

আরো পড়ুন
'সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন'

'সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন'

 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুয়েট ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের অনশন চালিয়ে যাবেন। 

এদিকে ঢাকা থেকে আসা ইউজিসির দুই সদস্য প্রফেসর তানজিম আহমেদ ও প্রফেসর সাইদুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে অনশন তুলে নেওয়ার জন্য কথা বলছেন।

বিস্তারিত আসছে...

মন্তব্য

সর্বশেষ সংবাদ