জাবিতে পদত্যাগের দাবিতে প্রভোস্টের কক্ষে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
জাবিতে পদত্যাগের দাবিতে প্রভোস্টের কক্ষে তালা
সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক আমিনুল রহমানের খানের পদত্যাগের দাবিতে প্রভোস্টের কক্ষে তালা এবং নেমপ্লেট খুলে ফেলেছেন হলের শিক্ষার্থীরা। 

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে প্রভোস্টের কক্ষে তালা দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদের কাছে বিষয়টি লিখিত অভিযোগ দেন।

শিক্ষার্থী সূত্রে জানা যায়, নতুন প্রভোস্ট নিয়োগের পর তার কাছে শিক্ষার্থীরা নানা দাবি তোলেন।

কিন্তু কোনো দাবিই বাস্তবায়নের মুখ দেখেনি। শিক্ষার্থীদের অভিযোগ, হলের শিক্ষার্থীদের সঙ্গে হল প্রভোস্টের অশোভন আচরণ ও হল থেকে জোর বের করে দেওয়া। মসজিদ সংস্কারের অসহযোগিতা। হলের সব দায়িত্বে অবহেলা, নিয়মিত হলে না আসা।
হলের সব কর্মচারীর কাজের তদারকিতে অবহেলা ও হলের নোংরা পরিবেশে নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া, রিডিংরুম সংস্কারের দায়িত্বহীনতা, শিক্ষার্থীদের রুম সংস্কারে অনীহা ও দীর্ঘসূত্রতা, ডাইনিংয়ের খাবারের মান নিয়ন্ত্রণের কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া। হলের দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যা নিয়ে দায়িত্বহীনতা ও দীর্ঘ ৫ মাস উনাকে বলার পরেও কোনো পদক্ষেপ না নেওয়া। হলের শিক্ষার্থীদের খেলাধুলাসামগ্রী দিতে অস্বীকৃতি। একাধিকবার বলার পরেও বিশুদ্ধ পানির ফিল্টারের কোনো ব্যবস্থা না নেওয়া, ওয়াশরুম সংস্কার ও পরিষ্কারে তদারকি না করা।
 

এ বিষয়ে মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসান তাজ বলেন, ‘আমরা গত ৬-৭ মাস ধরেই হল সংস্কারের জন্য নানা দাবি দিয়েছিলাম, কিন্তু স্যার কোনোটাই গ্রাহ্য করেননি। এভাবে তো একটা হল চলতে পারে না। তা ছাড়া তিনি ক্যাম্পাসেও থাকেন না। আবাসিক হলের প্রভোস্ট যদি ক্যাম্পাসে না থাকেন তাহলে রাতে যদি হলের মধ্যে কোনো সমস্যা হয়, সেটা কে দেখবে। এসব কারণে আমরা তার পদত্যাগ চাই, নতুন হল প্রভোস্ট চাই।

’ 

আন্দোলনরত আরেক শিক্ষার্থী রিফাত হাসান বলেন, ‘কোনো সমস্যার কথা বললে তিনি শোনেন, কিন্তু সমাধান করেন না। রুমগুলোতে পানি পড়ে, ছাদ সংস্কার করেন না, মসজিদে সাউন্ড সিস্টেমে সমস্যা সেটাও তিনি সমাধান করেন না, এ রকম অনেক সমস্যা রয়েছে সে সমস্যা সমাধানের কোনো উদ্যোগই তিনি গত ছয় মাসে নেননি। যার কারণে আমরা তার পদত্যাগের দাবি জানিয়েছি।’ 

এ বিষয়ে কথা বলার জন্য মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক আমিনুল রহমান খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘যদি যৌক্তিক কারণ হয় তাহলে আমি পদত্যাগ করব। পদত্যাগ করতে আমার সমস্যা নেই। তবে ঈদের আগে এ দাবিগুলো ছিল না। ঈদের পর হুট করে কিভাবে এই দাবিগুলো সামনে এলো। এটার একটা কারণ হতে পারে আমি একটা নোটিশ দিয়েছিলাম, যারা অছাত্র তারা যেন ১০ তারিখের মধ্যে হল ত্যাগ করেন।’

মন্তব্য

সম্পর্কিত খবর

কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু
সংগৃহীত ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এমন তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে।

অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্তব্য

অনশন কর্মসূচি স্থগিত করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা গণতান্ত্রিক ছাত্র সংসদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
অনশন কর্মসূচি স্থগিত করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা গণতান্ত্রিক ছাত্র সংসদের
ছবি: কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গত মঙ্গলবার রাত থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত ঘোষণা করে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) রাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুনের পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়।

এর আগে বুধবার রাত ৯টার দিকে অনশনরত গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। এসময় তিনি অনশনরতদের তাদের অনশন ভাঙতে অনুরোধ করেন।

তিনি অনশনরত শিক্ষার্থীদের নিজেদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন। 

ঢাবি প্রক্টরের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিজেদের মধ্যে আলোচনা করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। এর কিছু সময় পরেই জরুরি বিজ্ঞপ্তি দিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা করেন তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি মুহূর্তে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এবং ভিসি মাসুদ প্রকাশ্যে পদত্যাগ না করার ঘোষণা দেওয়ার পরেও তার বিরুদ্ধে সরকার কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।

এতে বলা হয়, গত ৫২ ঘণ্টায় অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করেছে শিক্ষার্থীদের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বরং তাদের গদিই তাদের কাছে গুরুত্বপূর্ণ। অতএব, আমরা আমাদের জীবন বিপন্ন না করে তাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত গদিকে চ্যালেঞ্জ করব।

এই পরিস্থিতিতে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে এবং দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় শিক্ষা মন্ত্রণালয় বরাবর মার্চ করার ঘোষণা করছি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্তব্য
ভিডিও

কুয়েট ভিসির অপসারণ দাবিতে শেকৃবিতে প্রতীকী অনশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কুয়েট ভিসির অপসারণ দাবিতে শেকৃবিতে প্রতীকী অনশন
ছবি : কালের কণ্ঠ

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ও উপাচার্যের অপসারণের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) প্রতীকী অনশন করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় ক্লাসসহ সব ধরনের পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আসো, এলাকায় পড়লেই পারতে’

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
শেয়ার
‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আসো, এলাকায় পড়লেই পারতে’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিনের কাছে চুরির ঘটনায় অভিযোগ দিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সভাপতি ইভান তাহসীব এ অভিযোগ করেছেন। 

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে শহীদ সাজিদ একাডেমিক ভবনের গ্যারেজ থেকে গত তিন মাসে একাধিক সাইকেল চুরির ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দিতে যান ইভান তাহসিভসহ কয়েকজন শিক্ষার্থী। চুরির ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ নিয়ে যাওয়া অভিযোগকারীদের সাথে উত্তেজিত হয়ে তাদের রুম থেকে বের করে দেন তিনি।

আরো পড়ুন
পিরোজপুরে জামায়াতের সদস্য ফরম পূরণ করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

পিরোজপুরে জামায়াতের সদস্য ফরম পূরণ করলেন ৪ হিন্দু ধর্মাবলম্বী

 

শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণে একটি অডিও ক্লিপ হাতে এসেছে প্রতিবেদকের কছে। অডিও ক্লিপে শোনা যায়, শিক্ষার্থীদের উদ্দেশে রেজিস্ট্রার ড. গিয়াস উদ্দিন উত্তেজিত হয়ে বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের মালামালের নিরাপত্তা দিতে পারব না, মালামাল শিক্ষার্থীদের নিজ দায়িত্বে রাখতে হবে। শিক্ষার্থীরা কী খাবে, কোথায় থাকবে? এই দায়িত্ব প্রশাসনের না। শিক্ষার্থীদের কিছু হলে এর দায়ভার বিশ্ববিদ্যালয়ের না।

’ বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দায়ভার নিতে পারবে না। এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে ক্ষিপ্ত হয়ে রেজিস্ট্রার বলেন, ‘বের হয়ে যাও, ওকে বের করে দাও। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আসো এলাকায় পড়লেই তো পারতে।’ 

এ বিষয়ে ইভান তাহসীব বলেন, ‘আমার এক ছোট ভাইয়ের সাইকেল চুরি নিয়ে অভিযোগ জানাতে আমরা রেজিস্ট্রার দপ্তরে যায়।

আমি প্রথমে বিশ্ববিদ্যালয়ের গেরেজ থেকে সাইকেল চুরির ঘটনা বললে রেজিস্ট্রার উত্তেজিত হয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো গ্যারেজ নেই। শহীদ সাজিদ একাডেমিক ভবনের আন্ডার গ্রাউন্ডের মালামালের নিরাপত্তার দায়িত্ব’ উনি নিতে পারবে না বলে জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মিটিং আছেন বলে ফোন কেটে দেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ