এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৯ হাজার, শতাধিক বহিষ্কার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৯ হাজার, শতাধিক বহিষ্কার

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে দেশজুড়ে ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শকসহ মোট ১০১ জনকে বহিষ্কার করা হয়েছে; আর অনুপস্থিত ছিল ২৮ হাজার ৯৪৩ জন।

দ্বিতীয় দিনের পরীক্ষা শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন এসএসসিতে ইংরেজি প্রথম পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে গণিত-২ বিষয়ের পরীক্ষা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন।

বাকি ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে।

৩ হাজার ৭১৫টি কেন্দ্রের মধ্যে বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ৩ হাজার ৭০৬টি কেন্দ্রের তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ১০ এপ্রিল শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রথম দিনে দেশজুড়ে ২২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়; আর অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অ্যাডা লাভলেস

    নবম ও দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ে তোমরা অ্যাডা লাভলেসের সম্পর্কে জেনেছ। আধুনিক কম্পিউটার প্রোগ্রামিং উদ্ভাবনের পেছনে এই ইংরেজ গণিতবিদের বড় অবদান আছে—
এস এম তাহমিদ
এস এম তাহমিদ
শেয়ার
অ্যাডা লাভলেস
১৮৪০ সালে জলরঙে আঁকা অ্যাডা লাভলেসের প্রতিকৃতি। ছবি : সংগৃহীত

১৮১৫ সালে লন্ডনে জন্মেছিলেন অ্যাডা লাভলেস। তাঁর বাবা ছিলেন বিখ্যাত কবি লর্ড বাইরন। মা শিক্ষাব্যবস্থা সংস্কারক অ্যান ইসাবেলা মিলবাংক ওরফে লেডি বাইরন। শিশু বয়স থেকেই গণিতে প্রতিভার ছাপ রাখতে শুরু করেন অ্যাডা।

মায়ের চাওয়া ছিল, মেয়ে গণিতবিদ হবে। তাই উইলিয়াম ফ্রেন্ড, উইলিয়াম কিং ও ম্যারি সমারভিলের মতো স্বনামধন্য গণিতবিদ ও গবেষককে অ্যাডার শিক্ষক হিসেবে নিয়োগ করেছিলেন। গণিতবিদ অগাস্টাস ডে মরগান ক্যালকুলাস ও বার্নিউলির সংখ্যার মতো জটিল উপপাদ্য অ্যাডাকে শেখানো শুরু করেন। সেই সময় অগাস্টাস ডে মরগান অ্যাডা সম্পর্কে বলেছিলেন, ‘গণিতশাস্ত্রে অ্যাডা একদিন তাঁর ছাপ রেখে যাবেন।

চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের প্রথম পরিচয় হয় ১৮৩৩ সালে। ব্যাবেজের উদ্ভাবিত ডিফারেন্স ইঞ্জিন দেখে চমত্কৃত হয়েছিলেন তিনি। অ্যাডার উৎসাহ ও গণিতের জ্ঞান দেখে ব্যাবেজ তাঁকে ‘গণিতের জাদুকর’ উপাধি দেন। ১৮৪০ সালে চার্লস ব্যাবেজ তাঁর অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ওপর ইতালির তুরিন বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে লেকচার দিয়েছিলেন।

সেই লেকচারের ট্রান্সক্রিপ্ট ইংরেজিতে অনুবাদের দায়িত্ব পান অ্যাডা। লেকচারের বিষয়বস্তু পড়ার সময় অ্যানালিটিক্যাল ইঞ্জিনের বেশ কিছু সমস্যা সমাধানের উপায় বের করেন তিনি। এ বিষয়ে চার্লস ব্যাবেজকে চিঠি লেখেন। দুই গণিতবিদের মধ্যে বেশ কিছু চিঠি চালাচালির পর অ্যাডা তাঁর নিজস্ব নোটসহ ১৮৪৩ সালে লেকচারের অনুবাদ প্রকাশকের কাছে পাঠান। সেই পাণ্ডুলিপির মধ্যে ব্যাবেজের লেকচারের চেয়ে অ্যাডা লাভলেসের নিজস্ব গবেষণার নোট ছিল বেশি।

সেই নোটস তিনি বর্ণক্রমানুসারে ‘এ’ থেকে ‘জি’ পর্যন্ত বিন্যাস করেছিলেন। নোট ‘জি’-এর মধ্যে ছিল বার্নিউলির সংখ্যা গণনায় অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য তৈরি বিশেষ অ্যালগরিদম। একেই বলা হয় বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রাম। সেই সূত্রে প্রথম কম্পিউটার প্রোগ্রামার খেতাবের দাবিদার অ্যাডা লাভলেস। এর প্রায় ১০০ বছর পর ১৯৪০-এর দশকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রচলন শুরু হয়।

গণিত ছাড়াও তড়িৎবিদ্যা, ফ্রেনোলজি ও সাহিত্যেও অ্যাডা লাভলেসের উৎসাহ ছিল।  ১৮৫২ সালের ২৭ নভেম্বর মাত্র ৩৭ বছর বয়সে ক্যান্সারে মৃত্যুবরণ করেন এই গুণী।

মন্তব্য

আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শেয়ার
আবারও শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ এবং শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল।

আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি জানানো হয়েছে।

আরো পড়ুন
শ্রীপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪

শ্রীপুরে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১, আহত ৪

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও এরপর শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। 

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।

মন্তব্য

শেখ হাসিনাকে রক্ষার গোপন মিটিং, উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শেখ হাসিনাকে রক্ষার গোপন মিটিং, উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়
ছবি: কালের কণ্ঠ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকদের একটি গোপন অনলাইন বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেন এবং জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট অনুষ্ঠিত প্রায় দেড় ঘণ্টার ওই জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া।

এ ঘটনায় শিক্ষাঙ্গনজুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা, যার প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও পড়েছে।

স্লোগান, মিছিলে এখন উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

নির্বাচন ও সংস্কার নিয়ে যা ভাবছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নির্বাচন ও সংস্কার নিয়ে যা ভাবছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ছবি: কালের কণ্ঠ

জুলাই বিপ্লবে সারা বাংলাদেশের মাঝে প্রথম শহীদ হয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এই আবু সাঈদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছিল। পেয়েছিল স্বৈরাচার মুক্ত একটি দেশ। পরে নির্বাচন ও সংস্কারের জন্য গঠন হয় নতুন সরকার।

এই নির্বাচন ও সংস্কার নিয়ে কী ভাবছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা?

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ