গুণে-মানে বাগেরহাটে প্রথম, গোটা দেশে পঞ্চম চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স

চিতলমারী-কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
চিতলমারী-কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
গুণে-মানে বাগেরহাটে প্রথম, গোটা দেশে পঞ্চম চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স

বাগেরহাট জেলায় প্রথম এবং বাংলাদেশের ৪৯২টির মধ্যে গুণে-মানে পঞ্চম হয়েছে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রথম পাঁচের তালিকায় রয়েছে খুলনা বিভাগের আরো দুটি হাসপাতাল। তালিকার শীর্ষে, অর্থাৎ প্রথম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তৃতীয় অবস্থানে আছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আধুনিক অনলাইন মনিটরিং রিপোর্টিং সিস্টেমে আগস্ট মাসের অগ্রগতি প্রতিবেদনের র‍্যাংকিং তালিকায় এ ফলাফল প্রদর্শিত হচ্ছে। 

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই অনলাইন মনিটরিং সিস্টেমের ১৫টি নির্দেশক বা পরিমাপকের (ইন্ডিকেটর) নির্দিষ্ট নম্বর পদ্ধতির মাধ্যমে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালের সেবা প্রদান, স্বাস্থ্য কর্মক্ষমতা, লজিস্টিক, নেতৃত্বায়ন, প্রবেশাধিকার, গুণগত মান, কাভারেজ, নিরাপত্তাব্যবস্থা বিষয়ে গুরুত্ব দিয়ে ওই পর্যবেক্ষণ করা হয়।

আধুনিক সফটওয়্যার সিস্টেমের তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রতি মাসের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপিত হয়।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, নম্বর তালিকায় প্রথম খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার দুর্গম সুন্দরবনঘেঁষা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছে ৭২.১৩ নম্বর। এর মধ্যে ৫৪.৪০ নম্বর ফ্যাসিলিটি এবং ১৭.৭৩ নম্বর পেয়েছে বাইরের নিরীক্ষণে (আউটসাইট মনিটরিং)। খুলনা বিভাগের দ্বিতীয় যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছে ৭১.৯৪ নম্বর।

এর ৫৪.২১ নম্বর পেয়েছে ফ্যাসিলিটিতে এবং ১৭.৭৩ নম্বর পেয়েছে বাইরের নিরীক্ষণে। খুলনা বিভাগের তৃতীয় বাগেরহাট জেলার একমাত্র চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছে ৭১.৪৬ নম্বর। তন্মধ্যে ৫৩.৭৩ নম্বর পেয়েছে ফ্যাসিলিটিতে এবং ১৭.৭৩ নম্বর পায় বাইরের নিরীক্ষণে। 

ডা. মো. মামুন হাসান আরো জানান, চিতলমারীকে এক নম্বরে নেওয়ার লক্ষ্যে তিনি কাজ করছেন। জন্মভূমির প্রতি এটা তার দায়বদ্ধতা।

তিনি নিজে চিতলমারীর সন্তান। লেখাপড়া শিখে নিজের জন্মভূমিকে প্রথম হতে দেখা মানে বাংলাদেশকে বিশ্বের কাছে প্রথম করে তোলা। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর তিনি চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। হাসপাতালের অতীত দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে তিনি জানান। এ ক্ষেত্রে হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার সব স্তরের নাগরিকরা আন্তরিক সহযোগিতা করছেন। 

তিনি জানান, কারোনায় আক্রান্ত কেউ মারা যায়নি চিতলমারীতে। স্থানীয় (বাগেরহাট-১ আসন) এমপি শেখ হেলাল উদ্দীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ সহযোগিতা করছেন। বিশেষত কারোনাকালে তাঁর উদ্যোগে চীন থেকে আনা পিপিই, মাস্কসহ অন্যান্য উপকরণ চিতলমারী হাসপাতালের সবাই পেয়েছে। ফলে নবোদ্যমে তাঁরা করোনা প্রতিরোধে সেবা দিচ্ছেন। চলতি সময়ে এটা অনেক বড় অর্জন। 

মন্তব্য

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী ছেলে শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১।

শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সঙ্গে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়।

ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত মহিলা (যার সঙ্গে ৬/৭ বছরের একটি মেয়ে আছে) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন।

জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। টিকিট কাটা শেষে তিনি ওই নারীকেসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে অবগত করে।

মন্তব্য

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, যুবক নিহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, যুবক নিহত
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুই সন্ত্রাসী রোহিঙ্গা গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। 

নিহতের নাম মোহাম্মদ রফিক (৩৩)। সে ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।

তার এফসিএন-১২১৮১৬।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা আশ্রয়শিবিরে বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

ওসি জানান, ‘ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ ইস্ট এর মধ্যে দুই সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ক্যাম্প-৮ ইস্ট বি-২১ ব্লকে বাসিন্দা মোহাম্মদ রফিক নামের একজন সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।’

ক্যাম্পের রোহিঙ্গারা জানান, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ক্যাম্পের একটি এনজিওর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামের এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।

মন্তব্য

বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
আসাদুল্লাহ খান

বরিশালে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখম করা হ‌য়ে‌ছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার (৮ মার্চ) রাতে স্থানীয় নিয়ামতি বাজার এলাকায় প্রতিপক্ষরা কুপিয়ে ফে‌লে রা‌খেন। হামলাকারীরা ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কর্তন ক‌রে‌ছে ব‌লে তার অনুসারীরা দাবি ক‌রে‌ছেন। ত‌বে আহত ছাত্রদল নেতা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নি‌য়ে যাওয়ার কার‌ণে চি‌কিৎস‌কের বক্তব‌্য পাওয়া যায়‌নি।

 

আহত ছাত্রদল নেতার নাম আসাদুল্লাহ খান। তি‌নি বরিশালের বাকেরগঞ্জ উপ‌জেলার নিয়াম‌তি ইউনিয়ন শাখা ছাত্রদল সভাপতি। হামলাকারী নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী ব‌লে স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন।

প্রত‌্যক্ষদশীরা বল‌ছেন, দুই নেতার ম‌ধ্যে বি‌রোধ দীর্ঘ দি‌নের।

প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা ইতিপূর্বে কারান্তরীণও ছিলেন। ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরো প্রকট আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ১০টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এমন সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে একদল যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ শুরু করে।

তখন জীবন রক্ষার্থে ছাত্রদল নেতা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাকে রাস্তার ওপর ফেলেও কোপানো হয়। একপার্যায়ে তিনি লুটিয়ে পড়লে হামলাকারীরা স্থান ত্যাগ করেন। হামলার ঘটনা বাজা‌রের অসংখ্য মানুষ প্রত্যক্ষ করলেও ভয়ে তাকে উদ্ধার করতে কেউ সামনে অগ্রসর হয়নি।

ছাত্রদল নেতার স্বজনরা জানান, সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে আসাদুল্লাহর হাত এবং পায়ের রগ কেটে গেছে। তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নি‌য়ে যাওয়া হ‌চ্ছে।

থানা পুলিশ জানায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওসির নেতৃত্বে পুলিশের টিম নিয়ে গিয়ে ছাত্রদল নেতাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। তার শারী‌রিক অবস্থার অবন‌তি ঘট‌লে তাৎ‌ক্ষণিক ঢাকায় উন্নত চি‌কিৎসার জন‌্য পাঠা‌নো হয়।

নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর স‌ঙ্গে যোগা‌যোগ করা সম্ভব হয়‌নি।

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান ব‌লেন, নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে গুরুতর আহত করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী শাহিন ফরাজিসহ কয়েকজন। পূর্ব শক্রতার জের ধ‌রে এই ঘটনা তারা ঘ‌টি‌য়ে‌ছেন। ঘটনার স‌ঙ্গে সম্পৃক্ত‌দের দ্রুত গ্রেপ্তারের দাবিও ক‌রেছে এই যুবদল নেতা। 

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধীয় জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা গ্রহণ প্রস্তুতির পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু ক‌রে‌ছে পু‌লিশ।

মন্তব্য

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত
ছবি: কালের কণ্ঠ

ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. কবির আহমেদ, ট্রেন যাত্রী এমরান উদ্দিন ও মহানগর এক্সপ্রেস ট্রেনের আনঅফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়, রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে।

ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়।

এদিকে এ ঘটনার পর ডাউন পথের ১নং লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেনটি উদ্ধারে কি করা যায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আলোচনা করছেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ