আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ বিমানবন্দরে যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ বিমানবন্দরে যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ এক যাত্রীকে আটক করা হয়েছে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই দল।

আটক যাত্রী হলেন- মো. জাকির হোসেন (৫৩)। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায়।

পরিবার নিয়ে বসবাস করেন ঢাকার বংশাল শিক্কাটুলি এলাকায়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানিয়েছেন, জাকির হোসেন ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায়  ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক একটি ফ্লাইটযোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তখন তাকে তল্লাশি করা হলে তার কাছে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা দরে দুই কোটি ৩১ লাখ টাকা) এবং ৪৬ হাজার ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) পাওয়া যায়। বাংলাদেশি টাকায় সর্বমোট দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার।

তাসলিম আহমেদ বলেন, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় ওই যাত্রীকে মানি লন্ডারিং আইনে মামলা করে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করে অর্থ পাচার করেন বলে স্বীকার করেছেন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

ফরিদপুরে অভিযানে গিয়ে হামলায় ডিবির ৩ সদস্য আহত

ফরিদপুর ও মধুখালী প্রতিনিধি
ফরিদপুর ও মধুখালী প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে অভিযানে গিয়ে হামলায় ডিবির ৩ সদস্য আহত

ফরিদপুরের মধুখালীতে জুয়ার আসর ও মাদক সংশ্লিষ্টতার খবর পেয়ে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে ফরিদপুর জেলা ডিবি পুলিশের কয়েকজন সদস্য। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে তিনজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

গুরুতর আহতরা হলেন— ডিবি পুলিশের উপ-পরিদর্শক জব্বার হোসেন (৪৫) ও দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং উপসহকারী পরিদর্শক শফিকুল ইসলাম (৪০)। খবর পেয়ে রাত ১২টার দিকে হাসপাতালে ছুটে আসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. তৌসিফ সরকার জানান, আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। অপর দুইজনকে পিটিয়ে জখম করা হয়েছে।

তবে কারো গুরুতর আঘাত নেই, সকলেই আশঙ্কামুক্ত।

ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা জানান, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশের ৭-৮ সদস্যের একটি দল। এ সময় দুইজনকে মাদকসহ আটক করা হয়। জুয়ার আসর থেকে টাকাসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

এরপর জব্দকৃত মালামাল আনার ক্ষেত্রে স্থানীয়দের স্বাক্ষীর জন্য বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়। সে আসার আগেই মাদক ব্যবসায়ীরা ও জুয়ারিরাসহ স্থানীয়রা মিলে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। হামলায় তিনজন গুরুতর আহত হয়। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রাসঙ্গিক
মন্তব্য

শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
শিশুকে পুকুরে ফেলে দেওয়া সেই শিক্ষক কারাগারে

কুমিল্লার বুড়িচংয়ে বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের চার বছরের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়া সেই শিক্ষক শাহজাহান ফজলুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে তিনি নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর মুজিবুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ জানুয়ারি বিকেলে জেলার বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে সড়ক পাশে থাকা বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের ৪ বছরের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠে শিক্ষক শাহজাহানের বিরুদ্ধে।

এসময় মিফতাহুলের বড় বোন গালিবা সুলতানা তার পা ধরে ক্ষমা চাইলেও তিনি শিশুটিকে পানি থেকে না উঠিয়ে বাসায় চলে যান। পরে তার চিৎকারে শিশু মাওয়াকে বাঁচাতে এগিয়ে আসেন এক নারী পথচারী। তাকে উদ্ধার করে দ্রুত বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

একই দিন সন্ধ্যার পর এ ঘটনার ৪ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এরপর কুমিল্লাজুড়ে সমালোচনার ঝড় উঠে। পরে ওই রাতেই আহত শিশু মিফতাহুল মাওয়া সামছুন নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির শিক্ষক অভিযুক্ত শাহজাহান ফজলুর রহমান গা ঢাকা দেন।

মঙ্গলবার দুপুরে শিক্ষক শাহজাহা কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আহত শিশু মিফতাহুল মাওয়া পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদি প্রবাসী নজির আহমেদের মেয়ে।

মিফতাহুলের মা সামছুন নাহার তানিয়া বলেন, ‘তিনি একজন শিক্ষক হয়েও আমার মেয়েকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পানিতে ফেলে দিয়েছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মন্তব্য

নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, দুলাভাই-শ্যালক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, দুলাভাই-শ্যালক নিহত
সংগৃহীত ছবি

বগুড়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গোকুলে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন- বগুড়া শহরের আটাপাড়া এলাকার মোহাম্মদ বাবুল হোসেন (৫৭) এবং সুলতানগঞ্জ পাড়ার নজরুল ইসলাম (৭০)।

বাবুলের ভগ্নিপতি নজরুল।

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, গাইবান্ধা থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস মেডিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি ঘটনাস্থল থেকে উদ্ধার ও মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে। 

মন্তব্য

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শেয়ার
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হিরণ্যবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত পারভেজ মিয়া মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও স্থানীয় শিবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে পাশের গ্রাম হিরণ্যবাড়ী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যায় পারভেজ।

ব্যাডমিন্টন মাঠে আলো জ্বালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টের পর হার্ট অ্যাটাক হয়ে গুরুতর আহত হয়ে পড়ে। পরে স্থানীয়রা পারভেজ মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বলেন, শান্ত স্বভাবের ছেলে ছিল পারভেজ। ছাত্র হিসাবেও মেধাবী ছিল সে। স্থানীয় স্কুলের দশম শ্রেণিতে পড়ত পারভেজ।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার চিকিৎসক রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট রোগীকে নিয়ে আসে তার বন্ধু জিহাদ।

হাসপাতালে পৌঁছানোর আগেই পারভেজের মৃত্যু হয়। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ