<p style="text-align:justify">মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দ কালুশাহ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে, ঢাকঢোল বাজিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার আপামর জনসাধারণ।</p> <p style="text-align:justify">দীর্ঘ দেড় যুগ পর সাটুরিয়া কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন মানিকগঞ্জের মাটি মানুষের নেত্রী জেলা বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য আফরোজা খানম রিতা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ থেকে সাটুরিয়া বাজারে এসে পৌঁছলে বাজার থেকে কলেজ পর্যন্ত ঘোড়ার গাড়িতে চড়িয়ে কলেজে নিয়ে যান এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। </p> <p style="text-align:justify">ঘোড়ার গাড়ি থেকে নেমে নবীনবরণ অনুষ্ঠানে যোগদান করেন তিনি। ফুলেল শুভেচ্ছা দেন কলেজের নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। </p> <p style="text-align:justify">অনুষ্ঠানে আফরোজা খানম রিতা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সৎ থাকলে দুর্নীতি প্রশ্রয় পাবে না। সৎ ও আদর্শবান নাগরিক হও। তিনি বলেন, ২০০৫ সালে এখানে এসেছিলাম আবার ২০২৪-এ‌ এলাম। আপনাদের ভালোবাসায় আমি সিক্ত।’ </p> <p style="text-align:justify">সাটুরিয়া সৈয়দ কালু শাহ বিশ্ববিদ্যালয় কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আওয়াল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আমির হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কদ্দুস খান মজলিশ মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align:justify">আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।</p>