<p>সাভারে ব্যবসায়ী এমদাদুল হক অতুলের বাড়িতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।</p> <p>ওই বাড়ির সদস্যরা জানান, রাত ৩টার দিকে তিনতলা বাড়ির দোতলা জানালার গ্রিল কেটে একদল মুখোশধারী সশস্ত্র ডাকাতদল ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। আলমারি ও ড্রয়ার ভেঙে স্বর্ণালংকার, টাকাসহ প্রায় ১৪ লাখ টাকার মাল লুটে করে নিয়ে যায় তারা।</p> <p>সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>