টেকনাফে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের কোরাল

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
টেকনাফে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের কোরাল
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে জেলেদের জালে ১৯৪ কেজি ওজনের একটি ভোল মাছ (সামুদ্রিক কোরাল) ধরা পড়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদে এই মাছটি ধরা পড়ে। 

কোনা পাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ধরা পড়ে মাছটি। স্থানীয় ভাষায় এই মাছটি ভোল মাছ নামে পরিচিত।

শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান জানান, সকালে নাফ নদীর মোহনায় টানা জাল ফেলেন জেলেরা। ঘণ্টাখানেক পর জাল টানার চেষ্টা করেন তারা। জালে বড় আকারের ভোল মাছটি আটকা পড়ায় জেলেরা রশি বেঁধে টেনে টেনে চরের উপরে তুলে নিয়ে আসে।

কোনা পাড়ার নৌকার মাঝি নুর মোহাম্মদ জানান, ‘জালে প্রথম বার ১৯৪ কেজি ওজনের বড় ভোল মাছ আটকা পড়েছে।

মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে তিন লাখ টাকা দাম হাঁকানো হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরূল আলমের কাছে দুই লাখ ৬০ হাজার টাকা দিয়ে বিক্রি করা হয়। 

মাছ ব্যবসায়ী আবদুর শুক্কুর বলেন, নাফ নদে জেলেদের কাছ থেকে প্রায় ২০০ কেজি ওজনের ভোল মাছ আড়াই লাখের বেশি দামে কেনা হয়েছে। সেটি বিক্রি করতে মাইকিং করা হচ্ছে।

অন্তত কেজি দেড় হাজার টাকায় বিক্রি করা হবে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘শাহপরীর দ্বীপের এক জেলে জালে একটি বিশাল মাছ ধরার খবর শুনেছি। তবে শীত মৌসুমে ৫-১৫ কেজি ওজন পর্যন্ত ভোল মাছ আটকা পড়ে।’

তিনি আরো বলেন, সাগরের মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পায়, তেমনি জেলেরা ভালো দাম পান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে কুমিল্লা থেকে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে দুই দফা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১২ মার্চ) রাতে ৭জনকে আসামি করে মামলা করেছেন ওই তরুণী।
 
অভিযুক্ত ফরিদ পালোয়ান (২৫) কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের গ্রামের মৃত মিয়ার উদ্দিন পালোয়ানের ছেলে। 

আরো পড়ুন
বেরোবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বেরোবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

 

মামলার বরাত দিয়ে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ওই তরুণীর (২৪) সঙ্গে ফরিদের এক বছর আগে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

সম্প্রতি প্রেমিক ফরিদ প্রেমিকাকে সামনাসামনি দেখার বায়না ধরেন। গত ১৭ ফেব্রুয়ারি তরুণী কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। ফরিদ তাকে রিসিভ করে সারা দিন মোটারসাইকেলে ঘোরাঘুরি শেষে মেয়েটিকে নিয়ে এক বন্ধুর বাড়িতে রাত্রিযাপন করেন এবং ধর্ষণ করেন। ১০ মার্চের মধ্যে বিয়ের করার আশ্বাস দিয়ে পরদিন তরুণীকে বাড়ি পাঠিয়ে দেন।
৯ মার্চ তরুণীকে ঢাকায় আসতে বলেন ফরিদ। তিনি যাত্রী আসার পর ফরিদ তাকে একটি বাসায় নিয়ে বন্ধুদে নিয়ে ধর্ষণ করেন। তরুণী অসুস্থ হয়ে পড়েলে তাকে দাড় করিয়ে রেখে ওষুধ আনা কথা বলে ভেগে যায় ফরিদ। ঠিকানা সংগ্রহ করে কারীগঞ্জের বাড়িতে আসলে ফরিদের মা ও বোন মিলে ভুক্তভোগীকে মারধর করেন।
 

ওসি আরো বলেন, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

চাঁদা না দেওয়ায় আ. লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
চাঁদা না দেওয়ায় আ. লীগ নেতার বাড়িতে হামলা-লুটপাট, স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার
সংগৃহীত ছবি

চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্না জানান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মুফাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয়ভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এই ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড যার বিরুদ্ধেই প্রমাণিত হবে, তাকেই বহিষ্কার করা হবে বলে তিনি জানান।
 

মন্তব্য

হালদা নদীতে অভিযান, ২ যুবকের ইটপাটকেল নিক্ষেপ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
হালদা নদীতে অভিযান, ২ যুবকের ইটপাটকেল নিক্ষেপ
সংগৃহীত ছবি

হালদা নদীতে রামদাস মুন্সির হাট থেকে পেশকার হাট ও কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এতে আটককৃত প্রায় ২ হাজার মিটার ঘেরা জাল পুড়িয়ে নষ্ট করা হয়। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর রাউজান ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের সমন্বিত উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

এতে আইন অমান্য করে মাছ শিকারের প্রাক্কালে জসিম নামের একজনকে আটক করে মোবাইল কোর্টে ৩০০০ টাকা জরিমানা করা হয়। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। তারা জানান, নষ্টকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। 

তারা আরো জানান, উরকিরচরের সওদাগর পাড়ায় অভিযানকালে জাল উঠাতে গেলে স্পিডবোট লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে দুই যুবক।

বৃহস্পতিবার ইটপাটকেল নিক্ষেপকারী মো. আরাফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এসে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার শর্তে মুচলেকা দিয়েছেন। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে অভিযানকারীরা জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক
সংগৃহীত ছবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি এবং বিএসএফ কমান্ডার পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় পক্ষের কর্মকর্তারা সীমান্তের জিরো লাইনে পায়ে হেঁটে সীমান্ত পরিদর্শন করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ৫৮ বিজিবি এবং ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহেশপুর ব্যাটালিনের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের কম্যান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, মানব পাচার রোধ, সীমান্তে হত্যা বন্ধ, মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করাসহ অন্যান্য সীমান্ত সর্ম্পকিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

আরও জানা যায়, বৈঠকের সময় বিজিবি এবং বিএসএফ সদস্যরা পারস্পরিক সৌহার্দ্য প্রদর্শন করেন এবং সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিত উন্নত করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর বিষয়েও একমত হন।

এ ধরনের সৌজন্যমুলক সাক্ষাৎ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সীমান্তবর্তী জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।

আলোচনা শেষে উভয় ব্যটালিয়ন কমান্ডার সীমান্ত পিলারের জিরো লাইন ধরে ২.৫ কিলোমাটার পায়ে হেঁটে পরিদর্শন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ