দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুর প্রেস ক্লাবে প্রতিবাদসভা হয়েছে।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে লন্ডনে প্রতিবাদসভা
প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রতিষ্ঠাতা সভাপতি কিসমত খোন্দকার (রাইজিং বিডির বিশেষ প্রতিনিধি), সাবেক সাধারণ সম্পাদক মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল (জনকণ্ঠ), সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ (সমকাল), সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন (ইনকিলাব), সহসভাপতি জহিরুল ইসলাম শেলী (ভোরের কাগজ), যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা (কালের কণ্ঠ), শিলা আক্তার (ভোরের পাতা), জোবায়ের হোসেন (মানবজমিন) ও ছানোয়ার হোসেন (আমার দেশ) প্রমুখ বক্তৃতা করেন।
গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে অন্যায়ভাবে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আরো পড়ুন
ইমিগ্রেশন জটিলতা এড়াতে লন্ডনপ্রবাসীদের ই-ভিসা করার পরামর্শ
জানা যায়, সরকারি নির্মাণকাজে অনিয়মের অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা লাঞ্ছিত করেন। বিষয়টি উভয় পক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল একপক্ষের অভিযোগ শুনে সাংবাদিক টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করেন। এর প্রতিবাদে বুধবার সন্ধ্যায় মির্জাপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবাদসভার আয়োজন করা হয়।
গণমাধ্যমকর্মীরা বলেন, ঘটনা জানার পরপরই তালা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান এবং টিপুকে দণ্ডাদেশ প্রদান না করে উভয়ের মধ্যে আপস মীমাংসা করে দিতে অনুরোধ করেন। এ সময় নির্বাহী কর্মকর্তা অগ্নিমূর্তি ধারণ করে সাংবাদিকদের প্রস্তাব নাকচ করে দেন।
আরো পড়ুন
পোপের মৃত্যুতে বাংলাদেশে আজ থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিচারের নামে একজন সংবাদকর্মীর প্রতি আক্রোশবশত যে সিদ্ধান্ত দিয়েছেন, মির্জাপুর প্রেস ক্লাবের সব সদস্য এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এর পাশাপাশি সাংবাদিক রোকনুজ্জামান টিপুর মুক্তি দাবি করেছেন তারা।