২০২৪ সালের ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমা ময়দানে ৪ মুসল্লি খুনের ঘটনায় গ্রেপ্তার ৪ জনের মধ্যে তিনজন জামিনে মুক্তি পেয়েছেন। এরপর মসজিদের ভেতরে মারধরের ঘটনায় করা ভিডিও এখন ভাইরাল।
শনিবার (৮ মার্চ) রাতে সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম কালের কণ্ঠকে এই তথ্য জানান।
প্রাপ্ত তথ্যমতে, গেল বছরের ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
ওই সংঘর্ষে দায়ের করা মামলায় সাদপন্থীদের ৪ জন আলেম গ্রেপ্তার হয়। দীর্ঘ সময় জেলে থাকার পর সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন সাদপন্থী আলেম মুফতি শফিউল্লাহ মাক্কি। এর আগে মুক্তি পান মুফতি মুয়াজ বিন নূর ও জহির উদ্দিন। বর্তমানে জেলে আছেন মওলানা জিয়া বিন কাসেম।
সায়েম বলেন, গত ৭ বছর ধরে জুবায়েরপন্থীরা সুবিধা ভোগ করেছেন। তারা প্রতিবারই প্রথম ধাপে ইজতেমা করেছেন। কাকরাইলে আমাদের অবস্থান নিয়েও তারা আধিপত্য বিস্তার করেছে। আমরা আল্লাহর ওপর সব বিচার দিয়েছি।
গত বছরের ১৭ ডিসেম্বর টঙ্গী সহিংসতা ঘটনায় জোবায়েরপন্থীরা সাদপন্থীদের ২৯ জনকে আসামি করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন অপরদিকে সাদপন্থীরা জুবায়েরন্থীদের ৪৪ জনকে আসামি করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যে মামলা পিবিআইতে তদন্তে আছে। এই মামলায় সাদপন্থী চারজন গ্রেপ্তার হলেও জোবায়েরপন্থীদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।
এদিকে বৃহস্পতিবার বাদ ফজর উত্তরার গাউছুল আজম জামে মসজিদের ইমাম মুফতী জুনায়েদ কাসেমী (দাঃ) সঙ্গে কোলাকুলিরত অবস্থায় মাওলানা সাদপন্থী সাথী মো. আনোয়ারুল কিবরিয়ার ওপর অতর্কিত হামলা করে আহত করে জুবায়েরপন্থী আ. রহমান, আ. খালেক, শওকতসহ ৫/৬ জন। এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাদপন্থী আনোয়ারুল কিবরিয়া ইমামের সঙ্গে কোলাকুলি করা অবস্থায় কয়েকজন তার ওপর আক্রমণ করে মারধর করলে তিনি মসজিদের ফ্লোরে অচেতন হয়ে যান।
উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর টঙ্গী সহিংসতা ঘটনায় জোবায়েরপন্থীরা সাদপন্থীদের ২৯ জনকে আসামি করে গাজীপুর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন অপরদিকে সাদপন্থীরা জুবায়েরপন্থীদের ৪৪ জনকে আসামি করে গাজীপুর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন যে মামলা পিবিআইতে তদন্তে আছে, এই মামলায় সাদপন্থী চারজন গ্রেপ্তার হলেও জোবায়েরপন্থীদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।