শেখ হাসিনার ফেরা নিয়ে বিতর্ক, বিএনপিকর্মীকে গুলি করলেন আ. লীগ কর্মী!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শেখ হাসিনার ফেরা নিয়ে বিতর্ক, বিএনপিকর্মীকে গুলি করলেন আ. লীগ কর্মী!
ছবি : কালের কণ্ঠ

এবার যশোরের চৌগাছায় চায়ের দোকানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কে আওয়ামী লীগ কর্মী ইমরানের গুলিতে আহত হয়েছেন বিএনপিকর্মী আজগর হোসেন (২৫)। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সৈয়দপুর গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বই প্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বই প্রকাশ

 

আহত আজগর ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিএনপি নেতা আব্বাস আলীর ছেলে। ইমরান একই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের ছেলে।

এ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন
কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় চাল জব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে প্রায় ৩১ লাখ টাকার ভারতীয় চাল জব্দ

 

আহতের ফুফাতো ভাই বিপুল হোসেন বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা নিয়ে সন্ধ্যায় ইউপি সদস্য কবীর হোসেনের বাবা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে বিএনপিকর্মী ওলিয়ার রহমান এবং গুলিবিদ্ধ আজগরের বাবা ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস আলীর বিতর্ক হয়। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের পণ্ডিত মোড়ে ইউপি সদস্য কবীর হোসেনের চাচাতো ভাই (আলতাফের ভাতিজা) শিপন আমাকে হুমকি দেয় ও আব্বাস-ওলিয়ারদের খুঁজতে থাকে।

তখন আমি পণ্ডিত মোড় থেকে চলে যাই। পরে তারাবির নামাজের আগ দিয়ে গ্রামের মুদি দোকানের সামনে মামাতো ভাই আজগরসহ অন্যদের সঙ্গে কথা বলছিলাম।’

আরো পড়ুন
ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

 

তিনি বলেন, ‘এ সময় আলতাফ হোসেনের আরেক ভাতিজা ইমরান পিস্তল উঁচিয়ে আমার (বিপুল) দিকে গুলি ছোড়ে। আমি সরে গেলে গুলি পাশে থাকা আজগরের পায়ে বিদ্ধ হয়।

পরে স্থানীয়রা ইমরানকে আটক করে মারপিট করে এবং পুলিশে খবর দেয়। তবে এরই মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতারা চিকিৎসা দেওয়ার নাম করে ইমরানকে নিয়ে সরে পড়ে। পুলিশ এসে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলির খোসাসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।’

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজগরকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার্থে তাকে তার বাবা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন। তিনি ফিরে এজাহার দায়ের করবেন। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

ঝালকাঠিতে সাবেক পিপি কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
ঝালকাঠিতে সাবেক পিপি কারাগারে
সংগৃহীত ছবি

চারটি মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি), আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৬ মার্চ) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম।

ঝালকাঠি আইনজীবী সমিতিতে হামলা, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত্ হোসেনের বাড়িতে হামলার ঘটনার মামলাসহ ছয়টি মামলার আসামি তিনি।

এর মধ্যে চারটি মামলায় জমিন আবেদন করে আদালতে হাজির হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন দুলাল গাজী (৫০) ও তার ছেলে হৃদয় গাজী (২৫)।

রবিবার বিকেল ৫টার দিকে মাদরাসাছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে মাদরাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এরপর গত ২২ জানুয়ারি ওই ছাত্রীকে মাদরাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জ জেলায় তার খালাবাড়িতে নিয়ে রাখেন হৃদয় গাজী। পরে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে ওই বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীকে হৃদয় গাজী তার বাড়িতে নিয়ে আসেন।

এরপর ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় নিজ বাড়িতে আটকিয়ে রেখে ছেলে ধর্ষণ করেন বলে অভিযোগ। 

আরো পড়ুন
পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার মাদরাসাছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য

কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ইসমাইল হোসেন (৪৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইসমাইল চরলরেন্স এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ও কমলনগর উপজেলার চরলরেন্স যুবলীগের সভাপতি এবং চরলরেন্স ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, ইসমাইল কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও অন্য মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে বিরোধীদল দমন-পীড়নসহ বিস্তর অভিযোগ রয়েছে।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, যুবলীগ নেতা মো. ইসমাইল মেম্বারকে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে তোরাবগন্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
 

মন্তব্য

পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো রাণীগাঁও গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও ছেলে মো. নিজুম (৩)। 

ধোবাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, বিকেলে মৃত শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল।

হঠাৎ তারা বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার কিছুক্ষণ পর তাদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
 

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মিলন মিয়া।

মন্তব্য

সর্বশেষ সংবাদ