ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৩ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

‘কিস্তিতে’ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

সিলেট অফিস
সিলেট অফিস
শেয়ার
‘কিস্তিতে’ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার
এসআই মো. আলীম উদ্দিন।

সিলেটের বিশ্বনাথে লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে এক উপপরিদর্শককে (এসআই) থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার না করতে কয়েক দফায় লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত এসআইয়ের নাম আলীম উদ্দিন। বর্তমানে তাকে সিলেট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে তাকে বিশ্বনাথ থানা থেকে সিলেট পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। একই সঙ্গে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে সিলেটের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদনও করেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, থানার বৈঠকখানায় বসে গুনে দেওয়া ঘুষের কিস্তি হাসিমুখে পকেটে রাখছেন এসআই আলীম।

ভিডিওতে তিনি বলছেন, চার্জশিটের জন্য লাগবে পুরো ২০ হাজারই। অন্য ভিডিওতে দেখা যায়, মামলার এমসির জন্য অন্য কিস্তির পুরো ২০ হাজারের জন্য দেন-দরবারও করছেন তিনি।

অভিযোগকারী জানান, এসআই আলীম উদ্দিন ঘুষ নিয়েও কথামতো কাজ করেননি। যে কারণে ঘুষের টাকা ফেরত চান তিনি।

কিন্তু বিষয়টি বারবার অস্বীকার করেন এসআই আলীম।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার কালের কণ্ঠকে বলেন, ‘অভিযুক্ত পুলিশ উপপরিদর্শক (নিরস্ত্র) আলীম উদ্দিনকে মঙ্গলবার রাতেই ক্লোজ করা হয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

নাতনিকে বাঁচাতে ট্রেনের ইঞ্জিনের সামনে নানা, অতঃপর...

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
নাতনিকে বাঁচাতে ট্রেনের ইঞ্জিনের সামনে নানা, অতঃপর...
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে নানা ও নাতনি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাকশী ইউনিয়নের উত্তর বাঘইল এলাকার মৃত রহমত সরদারের ছেলে বাবুল সরদার (৫৫) ও চর-মিরকামারী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে মুনতাহার (৫)। বাবুল ও মুনতাহার সম্পর্কে নানা ও নাতনি।

আরো পড়ুন
ট্রাম্প আমদানি শুল্ক বাড়ালে ‘খরচ বাড়বে’ মার্কিন ভোক্তাদেরই

ট্রাম্প আমদানি শুল্ক বাড়ালে ‘খরচ বাড়বে’ মার্কিন ভোক্তাদেরই

 

নিহতের পারিবারিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঈদ করার জন্য মুনতাহার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ইফতারের কিছু সময় আগে বাড়ির নিকটবর্তী রেল লাইন দেখতে যান নানা ও নাতনি। এসময় ঈশ্বরদী জংশন স্টেশনের দিক থেকে ট্রেনের ইঞ্জিন আসতে দেখে নাতনি দৌড়ে রেল লাইনের উপর উঠে যায়। এই অবস্থায় নাতনিকে বাঁচাতে গিয়ে উভয়ে কাটা পড়েন।

মোড়ের লোকজন ছুটে গিয়ে নানাকে মৃত অবস্থায় দেখতে পান। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

আরো পড়ুন
আ. লীগ দেশের মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছে : রিজভী

আ. লীগ দেশের মানুষের সঙ্গে বারবার প্রতারণা করেছে : রিজভী

 

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, নিহতদের পরিবারের লিখিত আবেদনে মরদেহ স্বজনদের নিকট  হস্তান্তর করা হয়েছে।

এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
শেয়ার
বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে বোনের বাড়ি বেড়াতে এসে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইউসুফ আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে উপজেলার আজমপুর গ্রামের আনোখালি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের আব্দুর সোবহান পটুয়ারির ছেলে। 

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ঘুগরী পান্তাপাড়া গ্রামের সোহবান পাটুয়ারীর ছেলে ইউসুফ আলী আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে বোনের বাড়ি বেড়াতে যাচ্ছিল।

সেসময় আজমপুর গ্রামের আনুখালির মাঠের একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে নিহত হন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ উদ্দিন মৃধা জানান, সড়ক দুর্ঘটনায় ইউসুফ আলী নামের একজন মোটরসাইকেল চালক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

কালের কণ্ঠের প্রতিবেদন দেখে ‘ঈদ উপহার’ নিয়ে প্রতিবন্ধী ওমরের বাড়িতে ইউএনও

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কালের কণ্ঠের প্রতিবেদন দেখে ‘ঈদ উপহার’ নিয়ে প্রতিবন্ধী ওমরের বাড়িতে ইউএনও

সম্প্রতি ‘আজান হলেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মসজিদে যান প্রতিবন্ধী জাবেদ ওমর’ শিরোনামে দৈনিক কালের কণ্ঠের অনলাইন ও ডিজিটাল সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন দেখে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের প্রতিবন্ধী জাবেদ ওমরের বাড়িতে ঈদ উপহার নিয়ে যান লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

তবে এ সময় প্রতিবন্ধী জাবেদ ওমর বাড়িতে ছিলেন না। তিনি দোশারীচোঁ উত্তরপাড়া জামে মসজিদের সামনে জোহরের আজানের অপেক্ষায় বসেছিলেন।

ইউএনও মসজিদের সামনে গিয়ে প্রতিবন্ধীর সঙ্গে দেখা করেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তাকে ঈদ উপহার দেন। 

প্রতিবন্ধী জাবেদ ওমরের বাবা জাফর আহমেদ বলেন, ‘আমি একজন ক্ষুদ্র চা দোকানি। ৪ সন্তানের মধ্যে সবার বড় জাবেদ ওমর।

জন্ম থেকেই সে প্রতিবন্ধী। আমার ছেলে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে। আগে হামাগুড়ি দিয়ে চলত, এখন আস্তে আসতে হাঁটতেছে। ইউএনও স্যার ঈদ উপহার নিয়ে আমাদের বাড়িতে এসেছেন।
স্যারকে ধন্যবাদ। আশা করি, সরকারি উপহারের খাদ্যে এবার আমাদের ঈদ ভালো কাটবে।’

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ‘কালের কণ্ঠের অনলাইন ও ডিজিটাল সংস্করণের প্রতিবেদন দেখে প্রতিবন্ধী জাবেদ ওমরের নাম-ঠিকানা জানতে পেরেছি। প্রতিবন্ধী হয়েও মসজিদে গিয়ে নিয়মিত জামায়াতে নামাজ পড়ার খবরে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য ঈদ উপহার নিয়ে তার বাড়িতে এসেছি।

আগামীতে সরকারি সব সুবিধা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।’ 

তিনি আরো বলেন, ‘প্রতিবন্ধী ছাড়াও আমি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। বিশেষ করে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ মেহেদী হাসান শুভর হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দিয়েছি।’

মন্তব্য

অতিরিক্ত মদ্যপানে মাতলামি, পিটুনিতে তরুণের মৃত্যু

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
অতিরিক্ত মদ্যপানে মাতলামি, পিটুনিতে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে অতিরিক্ত মদ্যপানে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম মো. রুবেল মিয়া (২৫)। তিনি উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সুত্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে রুবেল জনৈক মধুর বাড়িতে বসে অনেকের সঙ্গে মদ পান করছিলেন। এ সময় অতিরিক্ত মদ খেয়ে বেসামাল হয়ে পড়লে নিজেদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই সময় বাড়ির মালিক মধু মিয়ার ছেলেরা বুধবার রাতে নিজেরাই তাদের পিটিয়ে জখম করে। এতে রুবেল ও মানিক মিয়া নামে দুজন আহত হয়ে মাটিতে পড়ে থাকেন।

পরে রুবেলকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। প্রাথমিক চিকিৎসা অবস্থায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান।

রুবেলের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে নিহতের চাচা আব্দুল মন্নান জানান, রুবেল সব সময় মদ পান করতেন। গত বুধবার রাতে অতিরিক্ত মদ খেয়ে মাতলামি করলে মুধুর বাড়িতে হামলার ঘটনা ঘটে।

এতে রুবেল আহত হয়েছিলেন। পরে বাড়িতে আনার পর পরদিন দুপুরে মারা যান। 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটির খোঁজ নেওয়া হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ