রামুতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
রামুতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। বুধবার (৯ এপ্রিল) জোয়ারিয়ানালা ইউনিয়নের ইলিশিয়াপাড়া এলাকা এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ইলিশিয়া পাড়ার রমজান আলীর ছেলে মো. ইয়াসিন (৯) এবং আবুল কাশেমের ছেলে মো. আবদুল্লাহ (৮)।

আরো পড়ুন
অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিখোঁজের প্রায় চার ঘণ্টা তাদের মরদেহ ভেসে ওঠে।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স বলেন, খেলতে গিয়ে রেললাইনের পশ্চিম পার্শ্বে ভরাখালের পানিতে পড়ে তারা মারা গেছে। 

আরো পড়ুন
বৃষ্টিপাত ও উজানের ঢলের আশঙ্কা, হাওরে দ্রুত ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের

বৃষ্টিপাত ও উজানের ঢলের আশঙ্কা, হাওরে দ্রুত ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের

মন্তব্য

সম্পর্কিত খবর

ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি
শেয়ার
ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নিখোঁজের ৯ দিন পর গ্রামের পরিত্যক্ত পুকুর থেকে কাফি খন্দকার (৮) নামের এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত কাফি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের একমাত্র ছেলে। সে স্থানীয় নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল বিকেলে অন্য শিশুদের সঙ্গে শিশু কাফি খেলতে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। তাকে নানাভাবে খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে ক্ষেতলাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু গত ৮দিনেও তার সন্ধান মেলেনি। এ অবস্থায় আজ (শনিবার) সকাল ১১টার দিকে স্থানীয় এক প্রতিবেশী গ্রামের একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভাসতে দেখে খবর দিলে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে ক্ষেতলাল থানা থেকে পুলিশ এসে তার গলিত মরদেহ উদ্ধার করে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, অর্ধগলিত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পচে যাওয়ার কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর সবকিছু নিশ্চিত হওয়া যাবে।

বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ সদস্য প্রত্যাহার
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রৌমারী থানার এক পুলিশ সদস্যকে পরকীয়ার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রত্যাহারাদেশ দেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার। অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম মোস্তাফিজুর রহমান।

জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাওপুর গ্রামের তারা মিয়া নামের এক যুবকের সঙ্গে ৮ বছর আগে রৌমারী উপজেলার মধ্য ইছাকুড়ি গ্রামের এক মেয়ের বিয়ে হয়।

বিয়ের পর থেকে ওই ব্যক্তি রৌমারীতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তাদের ঘরে একজন ছেলে সন্তান আছে। তিনি রৌমারী এলসি পোর্টে পাথর ভাঙার কাজ করতেন। পাশাপাশি তিনি বড়শি দিয়ে নদীতে মাছ ধরতেন।
মাছ ধরার সুবাদে রৌমারী থানার কনস্টেবল মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায় মোস্তাফিজকে ওই যুবক তার ভাড়া বাড়িতে নিয়ে যান। কনস্টেবল মোস্তাফিজ সুযোগ বুঝে তারা মিয়ার স্ত্রীর মোবাইল নম্বর নেন। পরবর্তীতে দুজনের মধ্যে কথাবার্তা চলতে চলতে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী স্বামী রৌমারী থানায় অভিযোগ করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ওই পুলিশ সদস্য জনৈক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ার মৌখিক অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সড়কে তেল ছাড়াই চলছে মিনিবাস

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
সড়কে তেল ছাড়াই চলছে মিনিবাস
সংগৃহীত ছবি

তেল-মবিল ছাড়াই বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় চলছে ছোট আকারের মিনিবাস। গাড়িটি চারচাকার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেক কম বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। শনিবার (২৬ এপ্রিল) সকালে নন্দীগ্রাম-দাসগ্রাম রাস্তায় এই মিনিবাস দেখা যায়। মিনিবাসটি ব্যটারি চালিত এবং পরিবেশ বান্ধব।

সরেজমিনে দেখা গেছে, ১২ সিটের ওই মিনিবাসটিতে যাত্রী বসার জন্য ১১টি ও ড্রাইভারের জন্য রয়েছে একটি সিট। গাড়িতে উঠানামার জন্য রয়েছে পাঁচটি আলাদা আলাদা গেট। আলো-বাতাস চলাচলের জন্য জানালার ব্যবস্থাও রাখা হয়েছে ওই গাড়িতে। গাড়ির সিটগুলো বেশ আরামদায়ক।

এজন্য যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন।

আরো পড়ুন
ভর্তি যুদ্ধের ক্লান্তি ঘোচাতে রাবি শুভসংঘের নানা উদ্যোগ

ভর্তি যুদ্ধের ক্লান্তি ঘোচাতে রাবি শুভসংঘের নানা উদ্যোগ

 

ছোট আকারের মিনিবাসে যাতায়াত করা যাত্রী সাব্বির হোসেন বলেন, আমি এরকম ছোট মিনিবাস কোথাও দেখিনি। এই গাড়ি চলার সময় কোনো শব্দ নাই। গাড়িতে বসার সিটগুলো খুব ভালো।

যাতায়াতের জন্য এই মিনিবাস অনেক আরামদায়ক।

আরো পড়ুন
পিছিয়ে গেল অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধন

পিছিয়ে গেল অনলাইনে বিয়ে ও তালাক নিবন্ধন

 

গাড়ির চালক ও মালিক আবু মুছা জানান, নন্দীগ্রামে আমিই প্রথম ছোট মিনিবাস এনেছি। এই গাড়ি বানিয়ে নিতে আমার ৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ঠিকমতো গাড়ি চালালে প্রতিদিন দেড় হাজার টাকার বেশি আয় করা যায়। একবার ব্যটারিতে চার্জ দিলে ১২০ কিলোমিটারের বেশি চলে।

ভালো রাস্তা হলে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলে। ব্যটারিতে চার্জ দিতে ৪০ থেকে ৫০ টাকার বিদ্যুৎ লাগে। এ গাড়ি দেখতে অনেকেই আসছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে : আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে : আযম খান
ছবি: কালের কণ্ঠ

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন। এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন। মানুষের প্রত্যাশা গণতন্ত্রে ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় আমরা মাঠে আছি।

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশে ও আমাদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।’

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘একটি দল স্থানীয় নির্বাচন চাচ্ছে, তারাই আবার কিছু দিন আগে বলেছেন, আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায়, তারা ৫ আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করার চেষ্টা করছে।

বিএনপির এই নেতা আরো বলেন, ‘নিত্যপণ্যের দাম আবারো বাড়তে শুরু করেছে। অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং কমে যাচ্ছে। বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশীয় বিনিয়োগ শূন্যের কোটায়। আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছি।

উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ