ফরিদপুরে জাটকা ইলিশ ধরায় চার জেলের কারাদণ্ড

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ফরিদপুরে জাটকা ইলিশ ধরায় চার জেলের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্তরা

ফরিদপুর চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় চার জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামের মো. আসলাম মণ্ডল (৪৫), সুজানগর উপজেলার হান্নান মোল্লা (৪৩), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মো. বাবুল ইসলাম (২৮), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মো. আবু সাঈদ (৩৩)।

আরো পড়ুন
‘বৈসাবি’ শব্দটি যেভাবে এসেছে

‘বৈসাবি’ শব্দটি যেভাবে এসেছে

 

জাটকা রক্ষায় যৌথ অভিযানে অংশ নেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, ক্ষেত্র সহকারী মুহাম্মদ শামিম আরেফিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা ভূমি কার্যালয়ের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সীসহ চরভদ্রাসন থানা পুলিশ সদস্যরা।

চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, সকাল থেকে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৫ হাজার মিটার কারেন্ট জাল, এক হাজার মিটার ব্যাটজাল, ২৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

তিনি বলেন, জাটকাগুলো স্থানীয় দুটি মাদরাসায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নদীর পাড়ে জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

চাঁদপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
চাঁদপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, চাঁদপুর পৌরসভা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া পৃথক অভিযানে চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউসুফ গাজীকে শুক্রবার দিবাগত রাতে শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরে চাঁদপুর সদর মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। একই রাতে চাঁদপুর পৌরসভার ওয়ার্ড যুবলীগের দুই নেতাকেও গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ইউসুফ গাজী ও হজু বেপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে তাদের বাইরে রাসেল গাজী মাদক মামলায় গ্রেপ্তার হয়েছে।

 

এদিকে, গ্রেপ্তার হওয়া ৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইউসুফ গাজীর স্বজনরা জানান, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতা ইউসুফ গাজী রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। এজন্য আওয়ামী লীগ সরকারের পতনের পরও শহরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন তিনি। 

মন্তব্য

হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
শেয়ার
হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে সাহিদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয়রা।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের শস্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত সাহিদা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার মৃত ফজল হকের মেয়ে।

আরো পড়ুন
কোন পথে এগোতে চায় বিএনপি

কোন পথে এগোতে চায় বিএনপি

 

স্থানীয়রা জানান, বুড়িমারী থেকে কমিউটার ট্রেন লালমনিহাটের দিকে যাচ্ছিল। এ সময় ওই রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবি জানান, ঘটনাটি শুনেছি। পরের জিআরপি থানায় খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যান।

 
 

মন্তব্য

মাদারীপুর সদর হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি

আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
আঞ্চলিক প্রতিনিধি, মাদারীপুর
শেয়ার
মাদারীপুর সদর হাসপাতাল থেকে ৬ মাসের শিশু চুরি
সংগৃহীত ছবি

মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাসের এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু আব্দুর রহমানের বাবা সুমন মুন্সি সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা। শিশুকে নিয়ে বোরকাপড়া এক নারীর পালিয়ে যাওয়া দৃশ্য হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

ঘটনা তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ।

আরো পড়ুন
মাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

মাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

 

স্বজনরা জানায়, তিনদিন আগে অসুস্থ দুই বছরের ছোট মেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়েকে খাওয়াচ্ছিল মা সুমি আক্তার। এ সময় গোলাপি রংয়ের বোরকা পরা এক নারী আব্দুর রহমানকে কোলে তুলে নেয়।

আদর করার জন্য হাসপাতালের বারান্দায় নিয়ে যায়। মুহুর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে রহমানকে নিয়ে সটকে পড়ে সে। অনেক খোঁজাখুঁজি করেও না পাওয়া গেলে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৬ মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী।

হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের। চুরি হওয়া আব্দুর রহমানকে উদ্ধার ও এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। 

আব্দুর রহমানের মা সুমি আক্তার বলেন, ‘আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।

আরো পড়ুন
মুসলিম শাসনামলে ভারতবর্ষে কৃষি ও শিল্প

মুসলিম শাসনামলে ভারতবর্ষে কৃষি ও শিল্প

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, ‘হাসপাতাল থেকে এক শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরইমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওেয়া হবে।

এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নুরুল আমিন।

মন্তব্য

মাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
মাছ নিয়ে ঝগড়া, স্ত্রীকে হত্যা করে থানায় স্বামী

কুমিল্লায় স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় হাজির হয়েছেন বাছির উদ্দিন (৩৫) নামের এক যুবক। শনিবার (১৯ এপ্রিল) মুরাদনগরের উত্তর ত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। 

বাছির উদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত মৌসুমী আক্তার (২৯) দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।

 

স্থানীয়রা জানায়, বাছির একটি মেডিসিন কম্পানির মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এরিয়ার রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করেন। সেই সুবাদে উপজেলার উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তারা।

আরো পড়ুন
হুমকির পর কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ফেসবুকে যা বললেন অভিযুক্ত

হুমকির পর কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ফেসবুকে যা বললেন অভিযুক্ত

মুরাদনগর থানায় গিয়ে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার বর্ণনা দিয়ে বাছির জানান, শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে বাসায় যান বাছির। এ সময় স্ত্রী মাছ কাটাতে পারবেন না বলে স্বামীর মুখের ওপর ছুঁড়ে মারেন।

এতে ক্ষিপ্ত হয়ে গলা চেপে ধরলে মৌসুমীর মারা যান।

বাছির জানান, ৯ বছর আগে মৌসুমীকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। তাদের সংসারে চার বছর বয়সী যমজ ছেলে-মেয়ে রয়েছে। সংসার জীবনে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই কথা-কাটাকাটি হতো।

তবে স্ত্রীকে হত্যার কোনো পূর্বপরিকল্পনা ছিল না।

আরো পড়ুন
পদ ছাড়লেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ

পদ ছাড়লেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ

বাড়ির মালিক আলাল বলেন, ‘দীর্ঘ আড়াই বছর ধরে তারা আমার বাসায় ভাড়া থাকেন। আমার চোখে দেখা বাছির একজন অত্যন্ত ভালো মানুষ। এখন পর্যন্ত তাদের কোনো পারিবারিক কলহ আমাদের চোখে পড়েনি। কেন এমন হলো, বুঝতে পারছি না।

’ 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘বাছির থানায় উপস্থিত হয়ে আমাকে জানান, তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন। তখন প্রথমে তার কথা বিশ্বাস হয়নি। পরে খোঁজ নিয়ে জানতে পারি, ঘটনা সঠিক। পরে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। অভিযুক্ত বাছিরের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।’

আরো পড়ুন
‘সংস্কার ছাড়া প্রজাতন্ত্র বিনির্মাণ অসম্ভব’

‘সংস্কার ছাড়া প্রজাতন্ত্র বিনির্মাণ অসম্ভব’

মন্তব্য

সর্বশেষ সংবাদ