কারামুক্ত জাকির খান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কারামুক্ত জাকির খান
ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ৭ জানুয়ারি আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খানসহ সব আসামি বেকসুর খালাস পান। 

দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১-এর একটি অভিযানে রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সর্বমোট ৩৩টি মামলা আদালতে বিচারাধীন ছিল। মামলাগুলোর মধ্যে ৩০টি মামলায় আগেই খালাস পান তিনি। বাকি তিনটি মামলার মধ্যে দুটিতে জামিনে আছেন। সাব্বির আলম হত্যা মামলার খালাসের মাধ্যমে তার কারামুক্তিতে কোনো বাধা ছিল না।
 

প্রসংগত, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। এ হত্যাকাণ্ডের পর তৎকালীন জেলা বিএনপির সভাপতি, বর্তমান তৃণমূল বিএনপির মহাসচিব এবং নিহতের বড় ভাই তৈমূর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

পরকীয়া সন্দেহে প্রথম স্ত্রীর পর দ্বিতীয় স্ত্রীকেও হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি
শেয়ার
পরকীয়া সন্দেহে প্রথম স্ত্রীর পর দ্বিতীয় স্ত্রীকেও হত্যা
নিহত নাদিরা ও তার স্বামী খোকন

পরকীয়া সন্দেহে প্রথম স্ত্রীকে কুপিয়ে হত্যার ৬ বছর পর দ্বিতীয় স্ত্রীকেও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহাগী ইউনিয়নের ঝিকাতলায় নিহতের লাশ দাফন করা হয়েছে। 

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ঝিকাতলা মাইজহাটি গ্রামের ফখর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ওরফে খোকন মিয়া (৪০) ২০১০ সালে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরিরত অবস্থায় তার সহকর্মীকে বিয়ে করেন। পরে সেখানেই তারা ভাড়া বাসায় বসবাস করতেন।

এক বছর পর তার স্ত্রী ছোট ভাইয়ের সঙ্গে পরকীয়া করছে এই সন্দেহে বাসাতেই কুপিয়ে হত্যা করে। 

মামলার পর গ্রেপ্তার হলে তার যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়। এ অবস্থায় আপিল করে উচ্চ আদালত থেকে জামিন নেন খোকন। এর মধ্যে ফের বিয়ে করেন নিজ গ্রামের পাশে বগাপুতা গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাদিরা আক্তারকে।

বিয়ে পর স্ত্রীকে নিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার কপাটিয়াপাড়া এলাকার কামরুজ্জামানের দোতলা একটি বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়া বাসায় ওঠেন। স্ত্রী নাদিরাও একটি গার্মেন্টসে চাকরি নেন। 

জানা যায়, নাদিরা ফোনে কথা বললে ব্যাপক সন্দেহ করে খোকন। এতে দুইজনের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

এ নিয়ে গত বুধবার খোকন স্ত্রী নাদিরাকে মারধর করলে নাদিরা ফোন করে বিষয়টি বাড়িতে জানান। এতে আরো বেশী ক্ষিপ্ত হয়ে পরদিন সকালে খোকন মোবাইল ফোনে শ্বশুরকে জানায়— সে নিজে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে। দ্রুত লাশ নিয়ে যাওয়ার জন্য।

আরো পড়ুন
২৩৮ কোটি টাকা সরানোর বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি বিসিবির

২৩৮ কোটি টাকা সরানোর বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি বিসিবির

 

নাদিরার বাবা নজরুল ইসলাম জানান, মেয়ের জামাই খোকনের ফোন পেয়ে তিনি হতভম্ব হয়ে যান। এরপর বারবার তাকে (আমিনুল) কল করলেও ফোনটি বন্ধ পান তিনি।

পরে ঘটনাটি তার ছেলেকে জানান। পরে তিনিও গাজীপুর গিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে নাদিরার গলা কাটা মরদেহ দেখতে পান। এরপর থেকেই হত্যাকারী খোকন পালিয়ে রয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

হাওরে ধান কাটার ধুম (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাওরে ধান কাটার ধুম (ভিডিওসহ)
সংগৃহীত ছবি

হাওরের সবুজ ধান পেকে এখন সোনালি রূপ নিয়েছে। প্রায় ১০ লাখ কৃষকের কেবল চোখই নয়, দেহ-মন নিয়ে সবাই এখন হাওরের ফসল গোলায় তোলার উৎসবে মেতেছেন। সকাল-সন্ধ্যা হাওরে-কান্দায়-খলায় ব্যস্ত সময় পার করছেন নারী-পুরুষ শিশু-কিশোর-বৃদ্ধ সবাই। বাম্পার ফলনে কৃষকরা খুশি।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

প্রাসঙ্গিক
মন্তব্য

হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হবিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ৩
সংগৃহীত ছবি

হবিগঞ্জের নোয়াপাড়া রেলস্টেশন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন— মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়া (৪৫), তার স্ত্রী রিয়া বেগম (৩৮) ও তাদের ১৭ বছর বয়সী মেয়ে কুলসুমা।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রাতেই তাদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার মো. লাল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

বান্দরবানে ২১ কি.মি হাফ ম্যারাথনে দৌড়ালেন তিন শতাধিক দৌড়বিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বান্দরবানে ২১ কি.মি হাফ ম্যারাথনে দৌড়ালেন তিন শতাধিক দৌড়বিদ
ছবি: কালের কণ্ঠ

বান্দরবানে সফলভাবে সম্পন্ন হলো ‘হিল ম্যারাথন ২০২৫’ হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ২১ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তিন শতাধিক নারী-পুরুষ দৌড়বিদ অংশ নেন। দৌড়ের পাশাপাশি অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসাহ ও রোমাঞ্চ।

শুধু দেশীয় প্রতিযোগীরাই নন, পাহাড়ি আঁকাবাঁকা, উঁচু-নিচু পথে দৌড়ে অংশ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন বিদেশি দৌড়বিদরাও।

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বান্দরবান পার্বত্য জেলার ক্রীড়া উন্নয়ন ফোরাম এবং হিল রানার্সের উদ্যোগে এই হাফ ম্যারাথনের আয়োজন করা হয়।

দৌড় প্রতিযোগিতা শুরু হয় শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় বান্দরবানের রাজার মাঠ থেকে। সুয়ালক হয়ে আবার রাজার মাঠেই এসে শেষ হয় এই ২১ কিলোমিটার দীর্ঘ দৌড়।

হিল ম্যারাথন ২০২৫–এর আহ্বায়ক শহিদুর রহমান সোহেল জানান, ‘তরুণদের খেলাধুলার দিকে আকৃষ্ট করতেই প্রতিবছর আমরা এমন আয়োজন করছি।

এর আগেও ২০২৪ সালে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছিল ‘ভার্টিকাল ড্রিমারস আল্ট্রা ম্যারাথন’। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ৪০০ প্রতিযোগী।’

প্রতিযোগিতায় সিলেটের মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম ১ ঘণ্টা ২২ মিনিটে ম্যারাথন সম্পন্ন করে চ্যাম্পিয়ন হন। তিনটি ক্যাটাগরিতে প্রথম ২০ জন বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

মন্তব্য

সর্বশেষ সংবাদ