প্যারালাইজড স্বামীকে নিয়ে স্ত্রীর সংগ্রামী জীবন

এম সাইফুল ইসলাম
এম সাইফুল ইসলাম
শেয়ার
প্যারালাইজড স্বামীকে নিয়ে স্ত্রীর সংগ্রামী জীবন
ছবি: কালের কণ্ঠ

ঝুপড়ি ঘরে অসুস্থ স্বামীকে নিয়ে বাস করছেন হতদরিদ্র ঝর্ণা বেগম। কখনও খেয়ে আবার কখনও না খেয়ে কোনো রকমে চলছে তাদের সংসার। শশুরবাড়িতে কোনো সম্পত্তি না থাকায় মাথা গোঁজার ঠায় হিসেবে বেছে নিয়েছেন ডুমুরিয়া উপজেলার পৈত্রিক ভিটার ছোট একটি ঘর। 

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন পটুয়াখালীর বিএনপি নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন পটুয়াখালীর বিএনপি নেতা
প্রতীকী ছবি

সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর দুই সাংবাদিক ও এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি ঘিরে সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। মামলাটি দায়ের করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

বাদী নিজেকে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দাবি করেছেন।

মামলায় বিবাদী করা হয়েছে দৈনিক সমকালের পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন, চ্যানেল টোয়েন্টিফোরের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম কে রানা এবং পশ্চিম সুবিদখালী এলাকার বাসিন্দা মাসুম হাওলাদারকে।

ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ‘চাঁদা না দিলে ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার’ শিরোনামে একটি প্রতিবেদন ১৫ এপ্রিল সমকালের অনলাইনে এবং ১৬ এপ্রিল প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়।

একই দিনে চ্যানেল টোয়েন্টিফোরের অনলাইন পোর্টালে ‘মাসে ৫০ হাজার টাকা না দিলে ব্যবসা বন্ধের হুমকি বিএনপি নেতার’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মাসুম হাওলাদার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবেদনটি শেয়ার করেন।

মামলার অভিযোগে বলা হয়, এসব সংবাদ ‘ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’, যা বাদীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। প্রতিবেদনগুলো রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে পারে।

এ বিষয়ে দৈনিক সমকাল পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন ও চ্যানেল টোয়েন্টিফোরের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম কে রানা জানান, তথ্য-উপাত্ত নিয়েই সংবাদ প্রচার করা হয়েছে। প্রয়োজনে সবকিছু উপস্থাপন করা হবে।

এদিকে, মামলার পর সাংবাদিক মহল এটিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম হস্তক্ষেপ হিসেবে দেখছেন। বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন সাংবাদিক সংগঠন একে সাংবাদিক হয়রানি হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে। তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় একত্রিত থাকার আহ্বান জানান।

মন্তব্য

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন
সংগৃহীত ছবি

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

মৃত্যুকালে তিন ছেলে ময়নুল আবেদিন মিতু, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে জাহানারা আবেদিন বিবাহবন্ধনে আবদ্ধ হন।

দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন তিনি। জয়নুল আবেদিন ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত বাড়িতে বাস করছিলেন জাহানারা।

এদিকে, জাহানারা আবেদিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাফল্যের পিছনে জাহানারা আবেদিনের অসাধারণ অবদান ছিল। শিল্পাচার্যের ছবি আঁকা, শিল্পচর্চা ও দৈনন্দিন কাজে তিনি সবসময় পাশে থেকেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন।’

উপাচার্য মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিককে সাজা দেওয়া অন্যায় : রাশেদ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিককে সাজা দেওয়া অন্যায় : রাশেদ
ছবি: কালের কণ্ঠ

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘ভ্রামম্যাণ আদালত বসিয়ে সাংবাদিককে সাজা দেওয়া অন্যায়। যে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) এ ধরনের ঘটনা ঘটিয়েছেন, আমি তাঁর তীব্র নিন্দা ও সমালোচনা করছি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রামে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ বলেন, ‘সাংবাদিকদের মনে রাখতে হবে আওয়ামী লীগের সময়ের সাংবাদিকতা আমরা দেখতে চাই না। আমারা দেখেছি, প্রেস ব্রিফিংয়ের নামে শেখ হাসিনার সামনে বসে যে তেলবাজি চলত, সে সাংবাদিকতা বন্ধ করতে হবে। এখন সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।’

তিনি বলেন, ‘সাতক্ষীরার তালায় যে ঘটনা ঘটেছে, সেটা দুঃখজনক।

ইউএনও যদি অন্যায় করে থাকে, তাহলে তাঁর বিচার হওয়া দরকার। সরকারকে বলব, আপনারা একটি তদন্ত কমিটি গঠন করেন। এই সাংবাদিকের সাথে যে অন্যায় হয়েছে, তার সুরাহা হওয়া দরকার।’

তিনি আরো বলেন, ‘এ ধরনের ভ্রাম্যমাণ আদালত বসিয়ে যদি মানুষকে শাস্তি দেওয়া হয়, সাংবাদিককে শাস্তি দেওয়া হয়, তাহলে এটা অন্যায় হবে।

আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি, কিন্তু বিচার বিভাগকে কি আদৌ আমরা স্বাধীন করতে পেরেছি।’

এ সময় ঝিনাইদহ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি রাসেল আহমেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার যুবদল নেতার বাড়িতে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চুরি হওয়া পল্লী বিদ্যুতের তার যুবদল নেতার বাড়িতে
সংগৃহীত ছবি

নরসিংদীতে যুবদল নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বাড়ি থেকে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের চুরি হওয়া তার উদ্ধার করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. ইমান হোসেনের বাড়ি হতে তারগুলো উদ্ধার করা হয়।

মো. ইমান হোসেন হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব বলে জানা গেছে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে সদর উপজেলার বদরপুর এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইন থেকে তারগুলো চুরি হয়।

পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ইমান হোসেনের বদরপুর এলাকার বাসা থেকে প্রায় ১০৫ মিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা। তারগুলো বৈদ্যুতিক সংযোগবিহীন অবস্থায় বর্ধিত সঞ্চালন লাইনে ছিল।

নরসিংদী পল্লী বিদ্যুৎ-২ এর কো-অর্ডিনেটর মো. রফিকুল ইসলাম বলেন, ‘বুধবার বৈদ্যুতিক সংযোগ বিহীন একটি লাইনের-১ স্প্যান তার চুরি হয়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাজিপুরের ইউপি মেম্বার ইমান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তারগুলো উদ্ধার করা হয়। সরকারি জিনিসপত্র চুরি করার সুযোগ নেই, সেটা ক্ষুদ্র কিংবা বৃহৎ হোক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত যুবদল নেতা ও ইউপি মেম্বার মো. ইমান হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ