নরসিংদী জেলা বিএনপির সভাপতি পদে খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক পদে মনজুর এলাহী নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে প্রথমে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
খায়রুল কবির খোকন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিবের পাশাপাশি নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও মনজুর এলাহী সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভার সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিলরদের অংশগ্রহণে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল ফলাফলের ভিত্তিতে খায়রুল কবির খোকনকে সভাপতি এবং মনজুর এলাহীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
বিশেষ এই সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।
এ সময় উপস্থিত ছিলেন সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারী।
জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেন, ‘বিগত সময়কার আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তৃণমূলের নেতাকর্মীরা আমার ওপর আস্থা রেখেছেন। এ জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর বিজয় উপহার দেওয়াই আমার প্রধান লক্ষ্য।
’
জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির খোকন বলেন, ‘তৃণমূলের নেতারা আমাদের কর্মের মর্যাদা দিয়েছেন। তারা ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে সবাইকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাব।’