চট্টগ্রামে নানা আয়োজনে বর্ষবরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চট্টগ্রামে নানা আয়োজনে বর্ষবরণ
ছবি: কালের কণ্ঠ

প্রতি বছর চট্টগ্রামে বড় দুটি আয়োজন হয় ডিসি হিল এবং সিআরবির শিরিষতলায়। এবারও একই স্থানে বড় দুটি আয়োজন হচ্ছে। আয়োজনকে কেন্দ্র করে চবির চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বর্ণিল শোভাযাত্রায় মেতেছেন।

রঙ-তুলির আঁচড় আর আলপনায় উৎসবের প্রাণ এনে দিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে প্রাণ গেল শিশুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
চট্টগ্রামে বাসের ধাক্কায় পিকআপ উল্টে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মহাসড়কের পাশে মালবাহী পিকআপভ্যান উল্টে পড়েছে। এতে ওই পিকআপের ওপরে থাকা এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুটির মা-বাবাসহ আরো সাতজন। 

আজ শনিবার সকাল ৭টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া চৌধুরী মার্কেট সংলগ্ন ইউনিটেক্স স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহত শিশুর নাম জাকিয়া ইসলাম (৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা জামাল উদ্দিন (৩৮),মা লাইজু বেগম (৩০), ভাই মো. ফয়সাল (১৪), নানি সেলিনা বেগম (৬০), খালা রিমা আক্তার (২৮), খালাতো বোন সুমাইয়া আক্তার (৫) এবং গাড়ির চালক মো. রায়হান (২৪)। 

নিহত জাকিয়ার বাবা জামাল উদ্দিন ভোলার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া এলাকায় বসবাস করে আসছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

 

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হওয়ার সুবাদে ঢাকা থেকে পরিবার ও মালামালসহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন জামাল উদ্দিন। মালামালসহ তাদের বহন করা পিকআপ ভ্যানটি বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী বাস ওই পিকআপ ভ্যানটিকে ওভারটেক করার চেষ্টা করে। এতে বাসটির পেছনের অংশের সঙ্গে পিকআপ ভ্যানের সজোর ধাক্কা লাগে এবং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।

 

আহত হন শিশুটির মা, বাবা, ভাই ও আত্মীয়-স্বজনসহ ৭ জন। পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মালবাহী পিকআপভ্যানটি থানায় এনে রাখা হয়েছে। আহতরা সকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শিশুর মরদেহ চমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধ দম্পতির চলাচলের পথ বন্ধ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধ, বৃদ্ধ দম্পতির চলাচলের পথ বন্ধ (ভিডিওসহ)
ছবি: কালের কণ্ঠ

সিরাজগঞ্জ জেলার গাজীপুর পৌরসভার বিয়াড়া চরপাড়া গ্রামে একই পরিবারের তিন ভাই মিলে অপর ভাই ও তার স্ত্রীকে ঘরবন্দি করে রেখেছে। ভুক্তভোগী নজরুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী রীনা খাতুন জানান, তাদের বাড়ির সামনের ফাঁকা জায়গায় তিন ভাই মিলে টিনের একটি ঘর তুলে দিয়েছে। ওই ঘরে গবাদি পশু ও মুরগি রাখা হয়। ফলে প্রতিদিনই খামারের গন্ধ ও মুরগির বিষ্ঠার দুর্গন্ধে পরিবেশ দূষিত হয়ে পড়ছে।

নতুন ঘর তোলার ফলে বন্ধ হয়ে গেছে বৃদ্ধ দম্পতির টয়লেট ও বাইরে যাওয়ার একমাত্র রাস্তা। এখন তারা কার্যত ঘরবন্দি হয়ে পড়েছেন। চলাফেরা তো দূরের কথা, জরুরি প্রয়োজনেও ঘর থেকে তারা বের হতে পারছেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই পরিস্থিতির কারণে ওই বৃদ্ধ দম্পতির জীবনযাপন চরমভাবে বিঘ্নিত হয়েছে।

বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপও চাওয়া হয়েছে। পরিবারের ভেতরে জমি সংক্রান্ত বিরোধ থেকেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছে অভিযুক্ত তিন ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে। (বিস্তারিত ভিডিও প্রতিবেদনে)

 

মন্তব্য

প্রাণনাশের হুমকি পেয়ে সংবাদ সম্মেলন, কিছুক্ষণ পর কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রাণনাশের হুমকি পেয়ে সংবাদ সম্মেলন, কিছুক্ষণ পর কুপিয়ে জখম
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল আপন দুই ভাইয়ের। এর জেরে এক ভাই ও তার মেয়েকে  অপহরণ ও নির্যাতন করে আরেক ভাই। এরপর ওই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন অপহৃত ভায়ের স্ত্রী। মামলা করায় ওই ভাই ও তার মেয়েকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল আসামিরা।

এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ভাই। এর কয়েক ঘণ্টা পর শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ওই ভাইকে প্রকাশ্যে হাত-পা বেঁধে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের রিফুজিপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. ফয়সাল রহমান সোহেল।

তিনি উপজেলার বসনীটোলা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সোহেল জানান, 'তার আপন ভাই ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমান তাদের বাবার সম্পত্তি জবরদখল করতে গিয়ে ২০২৩ সালের ১৯ আগস্ট তাকে ও তার ছয় বছরের মেয়েকে অপহরণ করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। এ ঘটনায় তার সাবেক স্ত্রী সায়লা সারমিন শোভা নারী ও শিশু নির্যাতন দমন আইন ও অপহরণ আইনে মামলা করেন।

মামলায় ২০২৪ সালের ১০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গোমস্তাপুর আমলী আদালতের বিচারক সারমিন খাতুন অভিযুক্ত দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

সোহেলের দাবি, জামিনে মুক্ত হওয়ার পর থেকেই আসামিরা এবং তাদের সহযোগীরা তাকে ও তার মেয়েকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আদালত থেকে জামিন পাওয়ার পর সন্ধ্যায় নিজের ও মেয়ের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁর মোড়ের একটি অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর শুক্রবার সকালে মামলার প্রধান আসামি ফয়েজ রহমান সুজন ও চাচা নেতাউর রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি আনোয়ার মাস্টারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত রিফুজিপাড়া মোড়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা সোহেলের হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে এবং বেধড়ক মারধর করে ফেলে রেখে চলে যায়।

ফয়সাল রহমান আরো অভিযোগ করেন, তার বাবা মজিবুর রহমানের সব সম্পত্তি জোরপূর্বক ভোগ করছে ভাই ফয়েজ রহমান। সম্পত্তির হিসাব চাইতে গিয়ে তিনি ও তার মেয়ে অপহরণ হন। এ নিয়ে মামলা করায় আত্মীয়স্বজনদের বিরুদ্ধেও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তারা। এমনকি বৃহস্পতিবার আদালতে শুনানির সময় তার প্রবেশে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এই বিষয়ে অভিযুক্ত আনোয়ার মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দীন বলেন, 'হামলার ঘটনার পর আহত ফয়সাল রহমান সোহেল আমাদের ফোনে জানান। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

মন্তব্য

২২ বছর পর চোরের অনুশোচনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
২২ বছর পর চোরের অনুশোচনা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিঅ্যান্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি তোলার মোটর চুরি হয়। ২২ বছর পর সেই চোরের অনুশোচনা হয়েছে। মোটর বিক্রির দুই হাজার টাকা ফেরত দিয়েছে সে।

ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, ‘২০০৩ সালে আামাদের টিঅ্যান্ডটি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মোটর চুরি হয়।

চোর মোটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দেবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুজনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়।’

আরো পড়ুন
নারীর হাত-পা ও মাথাবিহীন দেহের অংশবিশেষ উদ্ধার

নারীর হাত-পা ও মাথাবিহীন দেহের অংশবিশেষ উদ্ধার

 

তিনি বলেন, ‘শুক্রবার বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে সে এসব ঘটনা খুলে বলে। নিজের অনুশোচনার কথা জানায়।

হুজুরের কাছ থেকে এর পরিত্রাণ জানতে চায়। হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলেন। ভাই তখন টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়।
’ 

চোর বাড়ির আশপাশেই থাকেন জানিয়ে তিনি বলেন, ‘সে এখন এ পথে নেই।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ