তালতলীতে এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

আমতলী ও বরগুনা প্রতিনিধি
আমতলী ও বরগুনা প্রতিনিধি
শেয়ার
তালতলীতে এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে পূর্বশত্রুতার জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে দক্ষিণ মালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে ওই পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।

আহত ওই পরীক্ষার্থী হলো দক্ষিণ মালিপাড়া গ্রামের আব্দুল মালেক মুসল্লির ছেলে মো. ফরহাদ হোসেন তাওহীদ। তিনি তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

হামলাকারীরা হলো মো. বাদল, মো. সোহেল, মো. হাফিজুর, মোহাম্মদ ইব্রাহিম, মো. সোবাহানসহ আরো ৪-৫ জন। এদের সবার বাড়ি মালিপাড়া গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্বশত্রুতার জেরে মো. ফরহাদ হোসেন তাওহীদকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করা করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে তাকে মারাত্মক জখম করে বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরবর্তীতে তার স্বজনরা খবর পেয়ে তাওহীদকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এতে ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করার অনিশ্চিত হয়ে পড়েছে।

অভিযুক্ত মোহাম্মদ বাদল হোসেন বলেন, ‘ওরা (তাওহীদরা) ৩-৪ জন মাদক সেবন করে মাতলামি করছিল। আমরা বাধা দিতে গেলে ওরা আমাদের ওপর হামলা করে। এতে দুই পক্ষের ধস্তাধস্তিতে ফরহাদের মাথায় সামান্য আঘাত পেয়েছে। পরবর্তীতে তাকে তালতলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে আমরা ওর চিকিৎসার খরচ দিয়েছি।

এ বিষয়ে আহত পরীক্ষার্থীর বড় ভাই সাগর মুসল্লি বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে ওরা (বাদলরা) আমার ছোট ভাইকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। আমার ভাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল বলেন, মালিপাড়া এলাকায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর করার খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘি সদরে বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তোহাবিন আলম তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হয়।

শুক্রবার সন্ধ্যায় তোহাকে কোমারপুর চারমাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কোমারপুর গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

ছাতিয়ানগ্রাম ইউপির ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি।

আরো পড়ুন
ভারতের তীব্র সমালোচনায় শহীদ আফ্রিদি

ভারতের তীব্র সমালোচনায় শহীদ আফ্রিদি

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করেন। এরপর হামলাকারীরা বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, তোহাকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়ার মহাস্থানগড় (ভিডিওসহ)

ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়ার মহাস্থানগড় (ভিডিওসহ)

মন্তব্য

ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়ার মহাস্থানগড় (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ইতিহাস ঐতিহ্যের লীলাভূমি বগুড়ার মহাস্থানগড় (ভিডিওসহ)
সংগৃহীত ছবি

বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি বগুড়া মহাস্থানগড়। পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। ইতিহাস রচিত অতীত সভ্যতার লীলাভূমি প্রত্নতাত্ত্বিক এলাকা খননে বেরিয়ে এসেছে প্রায় ২৩শ’ বছরের প্রাচীন স্থাপত্য নিদর্শন।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

দুর্গাপুরে পানবরজ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দুর্গাপুরে পানবরজ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি পানবরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্যামপুর গ্রামের পূর্বপাড়ায় তার চাচা আব্বাস মোল্লার পানবরজে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের নাছের মোল্লার ছেলে এবং পেশায় একজন পানচাষি ছিলেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে।’

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রাসেল একজন সহজ-সরল এবং পরিশ্রমী যুবক ছিলেন। তার নিজস্ব জমিতে পানবরজ ছিল। শুক্রবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর রাতে তার চাচার পানবরজে বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্বজনেরা। পরে তারা থানায় খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, ‘রাসেল ছিল শান্ত স্বভাবের ছেলে। এলাকায় কারও সঙ্গে তার শত্রুতা ছিল না।

হঠাৎ এমন মৃত্যুতে আমরা হতবাক।’ এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

ভিক্ষাবৃত্তি ছেড়ে সংগ্রামের জীবন বেঁছে নিয়েছেন রেণু মিয়া (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভিক্ষাবৃত্তি ছেড়ে সংগ্রামের জীবন বেঁছে নিয়েছেন রেণু মিয়া (ভিডিওসহ)
ছবি: কালের কণ্ঠ

সমাজে অসহায় পরিস্থিতির সঙ্গে মেকাবিলা করে বাঁচতে হয় অনেককেই। অন্যের দ্বারস্থ হতে হয়। হতে হয় নির্ভরশীল। জীবনের দুঃখ-দুর্দশার কথা বলে সহযোগীতা পাওয়ার নিশ্চয়তা তৈরি করতে হয়।

এমন করুণ পরিণতি কখনোই কারো কাম্য নয়। রেণু মিয়ার জীবনও তেমনই।

বিস্তরিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ