দুমকিতে বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড, আহত ২

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
দুমকিতে বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড, আহত ২
সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকিতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে দুজন আহত হয়েছেন। এ ছাড়া ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধস্ত ও সহস্রাধিক গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে।  

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার রাজাখালী ও চরবয়ড়া এলাকার ওপর দিয়ে আকস্মিক কালবৈশাখী ঝড় বয়ে যায়। 

জানা যায়, দুপুর ২টার দিকে ঝড় শুরু হলে দুমকি বগা বাউফল মহাসড়কে রাজাখালী ফার্মগেট এলাকার পশ্চিম পাশে গাছের নিচে একটি মাহিন্দ্রা যাত্রীসহ আশ্রয় নেয়।

ঝড়ের তাণ্ডবে একটি বড় রেইনট্রি গাছ উপড়ে পড়ে যাত্রীসহ মাহিন্দ্রা গাড়িটি চাপা পড়ে। এতে বাউফলগামী একজন যাত্রীসহ ড্রাইভার হানিফ হাওলাদার (৩৫) আটকা পড়েন। স্থানীয় ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় আহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় মহাসড়কের উভয়পাশে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
তিন ঘণ্টার পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় রাস্তার পড়ে থাকা গাছটি সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, স্থানীয় ও ফায়ার সার্ভিসকর্মীদের সহায়তায় রাস্তার ওপর পড়ে থাকা গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত
ছবি: কালের কণ্ঠ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, আজ শুক্রবার রাত তিনটার দিকে দোকানে আগুন জ্বলতে দেখে এক দোকানি ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ১০ দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

আরো পড়ুন
আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, প্রতিরোধের উপায়

আজ বিশ্ব ম্যালেরিয়া দিবস, প্রতিরোধের উপায়

 

প্রত্যক্ষদর্শী ও দোকানমালিক শহীদ ফকির বলেন, ‘রাতে আমি দোকানে ঘুমিয়ে ছিলাম। আনুমানিক রাত ৩টার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে দেখি দোকানে আগুন লেগেছে। আমি দ্রুত দোকানের ঝাপ খুলে বাইরে এসে দেখি আমার দোকানসহ পাশের দোকানগুলো আগুনে পুড়ছে।

এরপর ফায়ার সার্ভিসে খবর দেই। ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভায়।’

তিনি আরো বলেন, ‘আগুনে আমার দোকানসহ ইমরুল মোল্লা, ওমর আলী মৃধার ও শরিফুল ফকিরের মুদি দোকান, সাইদুল শেখ, ও আমিন চৌধুরীর চায়ের দোকান, কামরুল চৌধুরীরর ওষুধের দোকান, কপিল বিশ্বাসের মোবাইল ও ইলেকট্রনিক্স দোকান, গোপাল শীলের সেলুন এবং রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস ঘর পুড়ে ছাই হয়ে যায়।’

আরো পড়ুন
ট্রেনের বগিতে মিলল কোটি টাকার হেরোইন

ট্রেনের বগিতে মিলল কোটি টাকার হেরোইন

 

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বলেন, ‘আগুনের খবর পেয়ে দ্রুত আমরা কুশলা বাজারে ছুটে যাই।

১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময়ের মধ্যে ১০টি দোকান পুড়ে যায়। দোকান ঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ এখনো জানা যায়নি।’

ব্যবসায়ী শরিফুল ফকির বলেন, ‘কয়েকটি এনজিও থেকে লোন নিয়ে দোকান করি।

আগুনে দোকান ঘরটি পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি। কীভাবে ঋণের টাকা পরিশোধ করব? কীভাবে সংসার চলবে, ভেবে পাচ্ছি না। আগুনে আমাদের ১০ দোকানে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। বিষয়টি আমি জেনেছি। আগামী সোমবার কোটালীপাড়া এসে দুর্ঘটনাস্থলে যাব। সরকারিভাবে যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।’

আরো পড়ুন
৪ দিন ধরে বন্ধ লালমনিরহাট-বুড়িমারী ট্রেন যোগাযোগ (ভিডিওসহ)

৪ দিন ধরে বন্ধ লালমনিরহাট-বুড়িমারী ট্রেন যোগাযোগ (ভিডিওসহ)

 

আজ শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করীম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘বিষয়টি খুবই মর্মস্পর্শী। জেলা জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাসম্ভব সহযোগিতা করা হয়ে।’

মন্তব্য

ট্রেনের বগিতে মিলল কোটি টাকার হেরোইন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ট্রেনের বগিতে মিলল কোটি টাকার হেরোইন

ঝিনাইদহের কোটচাঁদপুরে যাত্রীবাহী ট্রেন থেকে কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ এক কেজি ১২৫ গ্রাম।

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে এ অভিযান চালান মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, বিকেল পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালানো হয়। এ সময় ট্রেনের বগি থেকে এক কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আরো পড়ুন
ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতা কার কেমন

ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতা কার কেমন

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২৫ লাখ টাকা।

এসব হেরোইন বিজিবির তত্ত্বাবধানে জমা রাখা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তা নষ্ট করা হবে বলে জানিয়েছে বিজিবি।
 

মন্তব্য
আন্তনগর ট্রেন চালুর দাবি

৪ দিন ধরে বন্ধ লালমনিরহাট-বুড়িমারী ট্রেন যোগাযোগ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৪ দিন ধরে বন্ধ লালমনিরহাট-বুড়িমারী ট্রেন যোগাযোগ (ভিডিওসহ)
সংগৃহীত ছবি

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে টানা ৪ দিন ধরে রেলপথ অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে চারটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।  

গত ২১ এপ্রিল থেকে লাগাতার অবরোধ কর্মসূচি চলছে। অবরোধ কর্মসূচির ব্যাপারে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পাটগ্রাম রেলওয়ে প্লাটফর্মে আলোচনা সভার আয়োজন করে।

 

এতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর ব্যাপারে রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে। আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এটিজে সিদ্দিকী কাঁকন।

জানা গেছে, এর আগে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করেন স্থানীয়রা। আন্দোলনের কারণে ঊর্ধ্বতন রেলওয়ে বিভাগের কর্তৃপক্ষ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় হেডকোয়ার্টারের কর্তৃপক্ষ অন্তত ৫ বার দিন তারিখ উল্লেখ করে ঢাকাগামী এ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু করার প্রতিশ্রুতি দেয়।

পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে ট্রেনটি চালু না করায় আবারও চলমান অবরোধের ডাক দেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ১২ মার্চ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে একদিন মাত্র যাত্রা করে। এ ট্রেনটি চালু করতে একযুগে অন্তত ১০ বার প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালে চালু করা হয়। পরবর্তীতে লালমনিরহাট থেকে ঢাকা চলছে এ ট্রেনটি।

এতে বুড়িমারী থেকে এই ট্রেনের যাত্রীদের একটি শ্যাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট গিয়ে এ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেসে উঠতে হয়। এতে সময় নষ্ট হয় ও যাত্রীদের হয়রানির মুখে পড়তে হয়। 

সরাসরি বুড়িমারী থেকে এ ট্রেনটি না চলায় লালমনিরহাট জেলার চার উপজেলার জনসাধারণ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।   
 
পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম বলেন, 'টানা চারদিন ধরে অবরোধ চলায় এ রুটে চারটি ট্রেনের চলাচল বন্ধ করা হয়েছে। আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে কবে চালু হবে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।

'

মন্তব্য

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন পটুয়াখালীর বিএনপি নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলেন পটুয়াখালীর বিএনপি নেতা
প্রতীকী ছবি

সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর দুই সাংবাদিক ও এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি ঘিরে সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। মামলাটি দায়ের করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

বাদী নিজেকে মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দাবি করেছেন।

মামলায় বিবাদী করা হয়েছে দৈনিক সমকালের পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন, চ্যানেল টোয়েন্টিফোরের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম কে রানা এবং পশ্চিম সুবিদখালী এলাকার বাসিন্দা মাসুম হাওলাদারকে।

ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ‘চাঁদা না দিলে ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার’ শিরোনামে একটি প্রতিবেদন ১৫ এপ্রিল সমকালের অনলাইনে এবং ১৬ এপ্রিল প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়।

একই দিনে চ্যানেল টোয়েন্টিফোরের অনলাইন পোর্টালে ‘মাসে ৫০ হাজার টাকা না দিলে ব্যবসা বন্ধের হুমকি বিএনপি নেতার’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর মাসুম হাওলাদার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিবেদনটি শেয়ার করেন।

মামলার অভিযোগে বলা হয়, এসব সংবাদ ‘ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত’, যা বাদীর সামাজিক ও রাজনৈতিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। প্রতিবেদনগুলো রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে পারে।

এ বিষয়ে দৈনিক সমকাল পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন ও চ্যানেল টোয়েন্টিফোরের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম কে রানা জানান, তথ্য-উপাত্ত নিয়েই সংবাদ প্রচার করা হয়েছে। প্রয়োজনে সবকিছু উপস্থাপন করা হবে।

এদিকে, মামলার পর সাংবাদিক মহল এটিকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম হস্তক্ষেপ হিসেবে দেখছেন। বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন সাংবাদিক সংগঠন একে সাংবাদিক হয়রানি হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে। তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানান এবং সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় একত্রিত থাকার আহ্বান জানান।

মন্তব্য

সর্বশেষ সংবাদ