টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের
সংগৃহীত ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মিন্টু (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিন্টু পেশায় একজন টাইলস মিস্ত্রি।

তিনি টঙ্গীতে থেকে তার পেশাগত কাজ করতেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে হোসেন মার্কেট এলাকা দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মাথা থেঁতলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে ৯৯৯-এ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার এসআই সফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

নাশকতার মামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
নাশকতার মামলায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার ধুনট উপজেলায় যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় রাসেল ইসলাম (২৮) নামে প্রজন্ম লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাসেল ইসলাম ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুস ছালামের ছেলে। তিনি উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক।

আরো পড়ুন
মালয়েশিয়ায় আলেকজান্ডার বো পেলেন সম্মানসূচক পুরষ্কার

মালয়েশিয়ায় আলেকজান্ডার বো পেলেন সম্মানসূচক পুরষ্কার

 

 

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়। তারা জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

অবস্থা বেগতিক ভেবে যুবদল নেতা ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন সেখ বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। রাসেল ইসলাম ওই মামলার অজ্ঞতনামা আসামি।

 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

দেশে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে: বিশ্বব্যাংক (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দেশে ৩০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হতে পারে: বিশ্বব্যাংক (ভিডিওসহ)

বাংলাদেশে চলতি বছর নতুন করে ৩০ লাখ মানুষ অতি গরিব হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। গতকাল বুধবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে। এ শঙ্কা সত্যি হলে অতি দরিদ্রের হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশ হবে।

অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়তে পারে।

এ ছাড়া শ্রমবাজার পরিস্থিতি চলতি বছর দুর্বল থাকতে পারে বলে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে—এ নিয়ে কালের কণ্ঠের নিয়মিত আয়োজন ‘জনতার কণ্ঠ’ কক্সবাজারের সাধারণ মানুষের মতামত নিয়েছে।

বিস্তারিত ভিডিওতে...

 

মন্তব্য

চর দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
চর দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১২
প্রতীকী ছবি

পাবনা ঈশ্বরদীর ডিগ্রির চরের জমি দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের গোলাগুলিতে ১২ জন আহত হয়েছেন। আজ (শুক্রবার) লক্ষীকুন্ডা ইউনিয়নের লক্ষীকুন্ডা ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন ঈশ্বরদী লক্ষ্মীকুন্ডার ইউনিয়নের আকাত আলী শেখের ছেলে পিল্লু শেখ (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (২৬), আতিয়ারের ছেলে আসিফ (২০), চরগড়গড়ি গ্রামের হাবিবুল ইসলামের ছেলে সোয়াইল (২৪) ও আলম (২৭)। এ ছাড়া অন্তত ১২ জন আহত হয়েছে।

আহতদের অধিকাংশই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন
আরবি ভাষার প্রচলিত ৫ উপভাষা

আরবি ভাষার প্রচলিত ৫ উপভাষা

স্থানীয়, থানা ও নৌ-পুলিশ সূত্র জানায়, পদ্মানদীতে জেগে ওঠা চরের জমি অবৈধভাবে দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ডিগ্রিরচর এলাকায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, হামলা ও গুলাগুলির ঘটনা ঘটছে। বাংলা ১৪৩২ সালে চরটি সরকারিভাবে ইজারাদারি দেওয়া হয়েছে। এটি বিএনপি কর্মী সাইদুল ইসলাম প্রামাণিকের লোকজন ডেকে নিয়েছে।

কিন্তু ওই এলাকার স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতাদের সঙ্গে যোগ সাজছে কুষ্টিয়া হরিপুর এলাকার মুকুল বাহিনী চরটি অবৈধভাবে দখল নেওয়া চেষ্টা করছে। 

সকালে সাইদুলের পক্ষে লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগরগড়ি গ্রামের রিকাত আলী শেখ ও তার ছেলে, ভাই, ভাতিজা এবং এলাকাবাসী নিয়ে চরের জমি দেখতে যান। এ সময় পূর্বে থেকে চরে অবস্থান করা কুষ্টিয়া হরিপুরের মকুল, কামালপুর এলাকার আওয়ামী লীগ ও শফি মিরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিকাতের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়।

এতে রিকাত শেখের পক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হন।

আরো পড়ুন
বাথরুমে পড়াশোনা করে ক্লাসে প্রথম হয়েছিলেন এই অভিনেত্রী

বাথরুমে পড়াশোনা করে ক্লাসে প্রথম হয়েছিলেন এই অভিনেত্রী

এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে রিকাত বলেন, 'দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা মুকুল মেম্বার, তরিকুল মেম্বার চরের জমি অবৈধভাবে চাষাবাদ করে আসছিলেন। আমরা লিজ নেওয়ার পরেও জমিতে যেতে পারতাম না। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে চরের মধ্যে পালিয়ে আছেন তারা। চরাঞ্চলে গা ঢাকা দিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করছে।

মুকুল বাহিনীর লোকজন আমাদের একটি মোটরসাইকেল নিয়ে গেছে।' 

লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মেম্বার বলেন, 'আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাড়িতে তো দূরের কথা এলাকাতেই থাকতে পারি না। সেখানে চর দখল নিয়ে মারামারি করার ঘটনাটি অতি হাস্যকর। মিথ্যা ও ভিত্তিহীনভাবে আমাকে জড়িয়ে মামলা করে হয়রানি করা হচ্ছে।'

আরো পড়ুন
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

কুষ্টিয়ার হরিপুর এলাকার মুকুল মেম্বার বলেন, 'আমি সন্ত্রাসী নই। ডিগ্রির চরে আমার বাবার নামে অন্তত ১০০ বিঘা জমি রয়েছে। সেই জমিও বিএনপির লোকজন দখল করে নিয়েছে।' 

তিনি আরো বলেন, 'আওয়ামী লীগের সময় লিজগ্রহণকারী তরিকুল আমার নামে ডিগ্রিরচর লিখে দিয়েছিল। কিন্তু সেই কারণে আমার বাবার নামীয় জমি ও চরের জমিতে কলাগাছ লাগিয়েছিলাম। অন্যদের নিকটও সাব লিজ দিয়েছিলাম। কিন্তু তারা জোর করে দিনে রাতে কলা কেটে নিয়ে যেত। ঘটনার দিন রাতে আকাত শেখের লোকজন কলা কেটে যাওয়ার সময় তাদের আটকানো হয়। সকালে আকাত শেখ লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করতে চরে এলে সংঘর্ষ বাঁধে।'

আরো পড়ুন
ঘুমানোর সময় যে দোয়া পড়া সুন্নত

ঘুমানোর সময় যে দোয়া পড়া সুন্নত

লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ পুলিশ ফাড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন জানান, ঘটনাস্থলে আমাদের নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া জেলা পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছি। এখন চরের পরিবেশ শান্ত রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম শহীদ বলেন, ডিগ্রির চরের জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে। বর্তমানে চরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগও পাওয়া যায়নি।

আরো পড়ুন
কাশ্মীরে হামলা, পার্টি বন্ধ করলেন আরিয়ান

কাশ্মীরে হামলা, পার্টি বন্ধ করলেন আরিয়ান

মন্তব্য

কুরআন বিরোধী কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
কুরআন বিরোধী কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ
সংগৃহীত ছবি

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনকে কুরআন বিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৫ এপ্রিল ) বাদ জুমা নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জেলা ও মহানগর হেফাজত ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হ‌য়ে‌ছে। 

বক্তারা বলেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হেফাজতে ইসলাম সর্বদা সোচ্চার থাকবে। সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দেওয়া দেশের ঈমানদার মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে।

আরো পড়ুন
তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

তারেক রহমানকে নিয়ে দ্য উইকের কাভার স্টোরি ‘নিয়তির সন্তান’

 

মি‌ছি‌লের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে নেতারা ছয়টি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন বাতিল, কমিশন সম্পূর্ণরূপে বিলুপ্ত করা, সংবিধানে আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল, নারী সংশ্লিষ্ট গঠণমূলক মতামতকে উপেক্ষা করে প্রণীত সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিনে চলমান মুসলিম গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা, ভারতে মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক চাঁপ সৃষ্টি করা।

সমাবেশে হেফাজতে ইসলাম মহানগর শাখার সভাপতি মুফতি সানাউল্লাহ মাহমুদীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিম, সেক্রেটারি তৌফিকুল ইসলাম, মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল আমিন প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ