মোহনগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
মোহনগঞ্জে মসজিদের ইমামের ওপর হামলার অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. সাইদুর রহমানের (৩২) ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের আলোকদিয়া সেতুর পাশে এ ঘটনা ঘটে।

আহত সাইদুর রহমান বারহাট্টা উপজেলার ধারাম গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

তিনি এক বছরের বেশি সময় ধরে মোহনগঞ্জ মডেল মসজিদে সহকারী ইমাম পদে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন
ফেনী পৌরসভা কাউন্সিলর খালেদ খান গ্রেপ্তার

ফেনী পৌরসভা কাউন্সিলর খালেদ খান গ্রেপ্তার

 

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মডেল মসজিদের ইমামসহ আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে আলোকদিয়া সেতুর ওপর চা খাওয়ার জন্য যান তারা। চা খাওয়া শেষে অন্যরা চলে যান। পরে সাইদুর রওনা হওয়ার জন্য মোটরসাইকেলে ওঠেন।

এমন সময় ৫-৬ জন যুবক সাইদুরের ওপর হামলা চালায়। তাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে রক্তাক্ত করেন। এক পর্যায়ে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালান তিনি। তবে তার মোটরসাইকেল ও চাবি নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে উপস্থিত লোকজন তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী সাইদুর রহমান বলেন, ‘হামলাকারীদের একজনকে আমি চিনতে পেরেছি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।’

আরো পড়ুন
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে হাসপাতালে থাকা সহকারী ইমামের সঙ্গে কথা হয়েছে।

এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

সিলেটে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথরবোঝাই নৌকা ডুবে সাজল মিয়া (৩৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজের তিন দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাজল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চাতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। তিনি গোয়াইনঘাট উপজেলায় বসবাস করে পাথর শ্রমিকের কাজ করতেন।

 

আরো পড়ুন
অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বৈরি আবহাওয়ার মধ্যে একদল শ্রমিক টহল পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় পাথর তুলতে যান। নৌকায় পাথরবোঝাই করে ফিরে আসার সময় প্রবল স্রোতে এবং বৈরি বাতাসের কারণে তাড়াহুড়ো করে আসতে গিয়ে নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা আশিকুল ইসলাম সাঁতরে নদীর তীরে পৌঁছতে পারলেও স্রোতের টানে নিখোঁজ হন সাজল। এর তিন দিন পর আজ রবিবার সকালে জিরোপয়েন্ট এলাকায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন
এবার জুয়ার অ্যাপের প্রচারণায় মিথিলা

এবার জুয়ার অ্যাপের প্রচারণায় মিথিলা

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই জহর লাল দত্ত বলেন, ‘নিখোঁজ সাজল মিয়ার মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

মন্তব্য
সাভার

অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

সাভারে তানিয়া আক্তার (২৪) নামে অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিককে বেড়াতে নিয়ে গিয়ে বাঁশঝাড়ের ভেতরে ধর্ষণ করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে নিহতের দ্বিতীয় স্বামী মো. সোহাগ মোল্লার (৩৫) বিরুদ্ধে। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

আরো পড়ুন

নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ : তাহের

নারী ও সংখ্যালঘুদের বিষয়ে জামায়াতের ভূমিকায় সন্তুষ্ট ইইউ : তাহের

 

গ্রেপ্তার সোহাগ মোল্লা (৩৫) নওগাঁ জেলার সদর থানার খিদিরপুর গ্রামের বাসের আলী মোল্লার ছেলে।

অন্যদিকে হত্যার শিকার তানিয়া আক্তার (২৪) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভার মিরকা নগর (আধনগর) ৯ নম্বর ওয়ার্ড এর নুরুল হকের মেয়ে। তারা দুজন আশুলিয়ায় ভাড়া থেকে স্থানীয় এএনএস নামক তৈরি পোশাক কারখানায় চাকরিরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নারী শ্রমিক তানিয়া আক্তার নিজের প্রথম স্বামী ও সন্তানকে গ্রামের বাড়িতে রেখে আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় কাজ করার সুবাদে সোহাগ মোল্লার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে গত বছর তারা বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন। সোহাগ মোল্লারও প্রথম স্ত্রী আছে, তানিয়া আক্তার তার দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি তানিয়া আক্তার গর্ভবতী হলে বিষয়টি নিয়ে সোহাগের সঙ্গে তার প্রথম স্ত্রীর বাকবিতণ্ডা হয়। পরে সোহাগ দ্বিতীয় স্ত্রী তানিয়া আক্তারকে পরকীয়ার অপবাদ দিয়ে ঝগড়া করেন।

আরো পড়ুন

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

 

এরপর গত ২৩ তারিখ রাত আটটার দিকে তানিয়াকে বেড়াতে যাওয়ার কথা বলে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় নিয়ে যান সোহাগ। সেখানে গোল্ডস্টার নামক তৈরি পোশাক কারখানার পেছনে বাঁশঝাড়ের ভেতরে তানিয়া আক্তারের সঙ্গে সহবাস করার সময় গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন। পরে তানিয়ার ওড়না গলায় পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে নগ্ন অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। 

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিয়তের স্বামী সোহাগ মোল্লাকে শনিবার রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সোহাগ মোল্লা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত তানিয়ার বাবা নুরুল হক বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপন

যুক্তরাষ্ট্রের ফোর্ট কলিন্সে বসবাসরত বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপন

 

সাভার মডেল থানার এসআই আব্দুল ওহাব বলেন, ‘পোশাক শ্রমিক তানিয়া আক্তারকে হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সোহাগ মোল্লাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’

মন্তব্য

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদী থেকে জিহাদ সরদার (৩০) নামে এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় এলাকার খেয়াঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুন
শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা

শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা

 

নিহত জিহাদ সরদার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, আজ রবিবার ভোরে পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেরা নদীতে একটি মাথাবিহীন মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

নিহতের চাচা কেচমত সরদার জানান, জিহাদ ঢাকায় একটি জাহাজ কারখানায় চাকরি করতেন। গত ২৪ এপ্রিল ছুটি নিয়ে বাড়িতে আসেন।

বাড়িতে এসে কারো সঙ্গে ফোনে কথা বলে বেরিয়ে যান। পরে আর ফিরে আসেননি। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাকে খুঁজছিলেন।

আরো পড়ুন
মালয়েশিয়ায় ১৭ হাজার ৭৭৭ কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি

মালয়েশিয়ায় ১৭ হাজার ৭৭৭ কর্মী যেতে না পারায় দায়ী রিক্রুটিং এজেন্সি

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌপুলিশ যৌথভাবে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালীর পথে রিজভী

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালীর পথে রিজভী
সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হন পটুয়াখালীর দুমকি উপজেলার গর্বিত সন্তান শহীদ জসিম উদ্দিন। তার কন্যা লামিয়ার জানাজায় অংশ নিতে পটুয়াখালী যাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতোমধ্যে রুহুল কবির রিজভী বরিশালে পৌঁছেছেন।

লামিয়ার মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তিনি তাদের বাড়িতে অনুষ্ঠিত জানাজায় অংশগ্রহণ করবেন।

এর আগে, শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লামিয়ার নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ পটুয়াখালীর পাংগাশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।

সাহসিকতার সঙ্গে তিনি নিজেই থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ইতোমধ্যে দুমকি থানা পুলিশ অভিযুক্ত দুই আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

লামিয়ার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানাজায় অংশ নিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ