আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা, যুবদলের ৩ নেতার বিরুদ্ধে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলা, যুবদলের ৩ নেতার বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে মঞ্চে হামলার ঘটনায় যুবদলের ৩ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) আটপাড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।

আসামিরা হলেন, আটপাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব নূর ফরিদ খান, যুগ্ম আহ্বায়ক মোদাচ্ছের হোসেন ওরফে কাইয়ুম, কামাল হোসেন তালুকদার। এছাড়াও মামলায় বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামি রয়েছে।

ইউএনও রুয়েল সাংমা বলেন, ‘উপজেলার যুবদলের সদস্যসচিব নূর ফরিদের নেতৃত্বে কাইয়ুম (মোদাচ্ছের হোসেন), কামালসহ বেশ কয়েকজন নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে অনুষ্ঠানের মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় আমি কারণ জানতে চাইলে আমাকেসহ কর্মকর্তাদের লাঞ্ছিত করে অনুষ্ঠানটি বন্ধ করে দেন। উপস্থাপককে মারধর করে মাইক হাতে নিয়ে আমাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন
আটপাড়ায় বর্ষবরণের অনুষ্ঠানে যুবদলের হামলার অভিযোগ

আটপাড়ায় বর্ষবরণের অনুষ্ঠানে যুবদলের হামলার অভিযোগ

 

এ ব্যাপারে জেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী জানান, যে ঘটনাটি ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। আমরা দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বুড়িচংয়ে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪

বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং- ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
বুড়িচংয়ে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৪
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশায় থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। 

আজ রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার দেবপুর সাকুরা স্টিল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মোস্তফা সরোয়ার বিপ্লব (৫০)।

তিনি নরসিংদী জেলার কামাড়গাও গ্রামের মোস্তফা কামালের ছেলে।  নিহতের বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এসআই আনিছুর রহমান।

আরো পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১ হাজার ৪৯৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১ হাজার ৪৯৫

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা মুরাদনগরগামী রয়েল সুপার পরিবহনের এসি বাসটি মহাসড়কের দেবপুর এলাকায় পেছন থেকে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে যায়।

এ সময় অটোরিকশায় থাকা এক শিশুসহ পাঁচ যাত্রী আহত হয়। তাদের মধ্যে গুরুতর তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

এদিকে দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে।

এ সময় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা ও দেবপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে, এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে। 

আরো পড়ুন
আইন উপদেষ্টার বাসভবনে মিলল ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টার বাসভবনে মিলল ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

 

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার মজুমদার কালের কণ্ঠকে বলেন, ‘পুলিশ যাওয়ার আগেই নিহতের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। দুর্ঘটনা কবলিত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

তালের রস খেয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগর (যশোর) প্রতিনিধি
শেয়ার
তালের রস খেয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে

যশোরের অভয়নগরে তালের রস খেয়ে একই পরিবারের ছয়জন সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাতে পেটে ব্যথা, জ্বর ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন
ধুনটে নাশকতার ২ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে নাশকতার ২ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

 

অসুস্থরা হলেন, মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের কাচারিবাড়ি এলাকার সুভাষ দাসের স্ত্রী জয়ন্তি দাস (৩৬), বড় ছেলে স্বপ্ন দাস (২০), মেঝ ছেলে আকাশ দাস (১৪), সেঝ ছেলে পরশ দাস (১২), ছোট ছেলে পরম দাস (৭) ও একমাত্র মেয়ে বর্ষা দাস (১১)।

চিকিৎসাধীন জয়ন্তি দাস বলেন, 'শনিবার সন্ধ্যায় তালের রস খাবার পর আমিসহ ৫ সন্তান অসুস্থ হয়ে পড়ি। এরপর পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানাসহ জ্বর শুরু হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের অন্যান্য সদস্যরা আমাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।'
 

আরো পড়ুন
আইন উপদেষ্টার বাসভবনে মিলল ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টার বাসভবনে মিলল ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

 


এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব কালের কণ্ঠকে বলেন, ‘তালের রস খেয়ে ভর্তি হওয়া ছয়জনের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

অপর তিনজন হাসপাতালে ভর্তি আছেন। আশাকরি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তারাও।’

মন্তব্য

উত্তরাঞ্চলে এবার কম তিতার ‘শিকনাত করলা’ চাষ (ভিডিওসহ)

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উত্তরাঞ্চলে এবার কম তিতার ‘শিকনাত করলা’ চাষ (ভিডিওসহ)
ছবি: কালের কণ্ঠ

তেতো স্বাদের করলা। সবজিটি পুষ্টিগুণে ভরপুর। তবে এই তেতো স্বাদের কারণে অনেকেই এড়িয়ে চলেন পুষ্টিগুণসমৃদ্ধ এই সবজিটি। তাদের জন্য বিকল্প হতে পারে কম তিতার সুস্বাদু 'শিকনাত করলা'।

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

ধুনটে নাশকতার ২ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
ধুনট (বগুড়া) প্রতিনিধি
শেয়ার
ধুনটে নাশকতার ২ মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক এমপির গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় আওয়ামী লীগের প্রবীন নেতা গোলাম হোসেন সরকারকে (৭৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ রবিবার (২৭ এপ্রিল) ভোর ৫টায় নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তারের পর দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। গোলাম হোসেন সরকার উপজেলার বাঁশপাতা গ্রামের বছির উদ্দিন সরকারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আরো পড়ুন
সিলেটে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলেটে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী গণসংযোগকালে বিএনপির সাবেক এমপি জিএম সিরাজ ধুনট শহরের কলাপট্টী এলাকায় পৌঁছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শহরের শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে মশাল মিছিল করতে থাকে।

এ সময় যুবদল নেতা রিপন সেখ ও তার লোকজন তাদের বাধা দেয়। তখন মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ২ মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে গোলাম হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন
অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

অন্তঃসত্ত্বাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, দ্বিতীয় স্বামী গ্রেপ্তার

 

এসব তথ্য নিশ্চিত করে ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘এসব মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ