এসএসসি পরীক্ষার্থীর হাতে মোবাইল ফোন, কেন্দ্রসচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
এসএসসি পরীক্ষার্থীর হাতে মোবাইল
ফোন, কেন্দ্রসচিবসহ ৩ শিক্ষক বহিষ্কার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ফুলপুরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীর হাতে মোবাইল ফোনসহ নানা অভিযোগে কেন্দ্রসচিবসহ ৩ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।  

জানা যায়, দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শক এবং কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা থাকায় ঠাকুর বাখাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিলুফার ইয়াসমিন, হাবিবুর রহমান ও গোলাম রেজোয়ান সাহাকে (কক্ষ পরিদর্শক) পাঁচ বছরের জন্য বহিষ্কার করা হয়। এ সময় কেন্দ্রসচিব ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানাসহ বহিষ্কার করা হয়।

আরো পড়ুন
শিবির সভাপতির পেছনে দাঁড়িয়ে থাকার কারণ জানালেন সাইমুম সাদী

শিবির সভাপতির পেছনে দাঁড়িয়ে থাকার কারণ জানালেন সাইমুম সাদী

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মেহেদী হাসান ফারুক। ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাশিদুল ইসলাম।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা বলেন, পরীক্ষাসংক্রান্ত যেকোনো অনিয়ম প্রতিরোধ করা হবে। নিয়ম-শৃঙ্খলা ও বিধি মোতাবেক দায়িত্ব পালন করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জ

৮ মাসে বন্ধ ১৯ কারখানা, চাকরি হারিয়েছেন ১৫৭৩ জন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
৮ মাসে বন্ধ ১৯ কারখানা, চাকরি হারিয়েছেন ১৫৭৩ জন
ফাইল ছবি

গত বছরের ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে গ্যাস সংকট এবং গ্যাসের মূল্য বৃদ্ধি। গ্যাস সংকটের কারণে কারখানাগুলোতে ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন কমে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এতে করে পোশাক শিল্পে সংকট বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, উৎপাদন অপ্রতুলতায় নারায়ণগঞ্জের বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এছাড়া পোশাক শ্রমিকদের কেউ কেউ উসকানি দেওয়ার চেষ্টা করছে। প্রায় সময় বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে শ্রমিকদের আন্দোলনের কারণে কারখানায় কাজের ব্যাঘাত ঘটছে। এর ফলে সময়মতো অর্ডার সরবরাহ করতে পারছেন না অনেক কারখানার মালিকরা।

জেলা শিল্পাঞ্চল পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, বতর্মানে নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে সর্বমোট ৪৪২টি পোশাক কারখানা সচল রয়েছে। আর বিভিন্ন কারণে গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ১৯টি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এতে চাকরি হারিয়েছেন ১ হাজার ৫৭৩ জন। এর মধ্যে পুরুষ শ্রমিকের সংখ্যা ৭৮৯ জন।

 

এদিকে কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ হওয়ার কারণ পর্যালোচনা করে দেখা যায়, ১৯টি পোশাক কারখানার মধ্যে সিংহভাগ কারখানাই বন্ধ হয়েছে আর্থিক সংকট এবং পর্যাপ্ত কাজের অভাবের কারণে।

পোশাক কারখানা বন্ধের বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-৪, নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, এই সমস্যা দীর্ঘদিন ধরেই রয়েছে। বন্ধ হওয়ার পাশাপাশি অনেক কারখানা নতুন করে উৎপাদনে গেছে। কারখানাগুলোতে গ্যাস সংকটের সমস্যা আছে। কোনো কোনো কারখানায় কাজের চাপ কম রয়েছে।

এগুলোর রেকর্ড আমরা রাখি না। এসব বিষয়ে কারখানার মালিকরা ভালো বলতে পারবেন। কারখানাগুলো সচল হওয়ার পাশাপাশি শ্রমিকরা ঠিকমতো বেতন পাচ্ছে কিনা তা আমরা নিয়মিত তদারকি করে থাকি। শ্রমিকদের যদি কোনো অভিযোগ থাকে তখন তা নিয়ে আমরা কাজ করি।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বলেন, বিভিন্ন সমস্যা মিলিয়ে আমরা কঠিন সংকটে রয়েছি। কারখানা পরিচালনা করতে আমাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। আমাদের যখন টিকে থাকাই দায়, তখন গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর ঘোষণা আমাদের ওপর বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

শিল্পখাত ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে মন্তব্য করে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, শিল্পখাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশন-পেট্রো বাংলাসহ ৬টি গ্যাস বিতরণ কম্পানির মাধ্যমে নিচ্ছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবাস্তব। এ সিদ্ধান্ত আমাদের শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে। 

তিনি বলেন, দাম বৃদ্ধির ফলে শ্রমজীবী মানুষের ভোগান্তি ব্যাপক বাড়বে। অন্যদিকে, ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। এ সিদ্ধান্তে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো নতুন সংকটে পড়বে এবং নতুন শিল্প উদ্যোক্তাদের শিল্প কারখানা স্থাপনে অনুৎসাহী করবে।

তিনি আরো বলেন, বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো প্রয়োজন আমরা মনে করছি না। আমদানিকৃত এলএনজি গ্যাসের বিবেচনা করে কিছুটা মূল্য বৃদ্ধি হতে পারে, তবে সেটা অবশ্যই যৌক্তিক হওয়া চাই এবং আন্তর্জাতিক বাজারে দর কমানোর সঙ্গে সঙ্গে আমাদের দেশেও সেটা সমন্বয় করতে হবে।

পোশাক কারখানা বন্ধের কারণ হিসেবে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, বায়ার না পাওয়া, আর্থিক সংকট ও বিভিন্ন সিন্ডিকেটের কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু মালিক পতিত সরকারের ঘনিষ্ঠ ছিলেন, তারাও আত্মগোপনে চলে গেছেন। আর এসব সমস্যার কারণে গত কয়েক মাসে শিল্পাঞ্চল গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে ৯৫টি শিল্পকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। এছাড়া গ্যাস সংকটে উৎপাদনের গতি কিছুটা কমেছে। একজন শ্রমিকের পরিবারের সদস্যরাও সমস্যার মুখে পড়েছে। সরকারের উচিত, বাইরে থেকে যে শক্তিগুলো কাজ করে এই শিল্প-কলকারখানা বন্ধ করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানে যাওয়া।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাস সংকট, গ্যাসের দামবৃদ্ধিসহ বিভিন্ন কারণে পোশাক কারখানাগুলোতে উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে যদি সে অনুযায়ী আমরা নিয়মিত গ্যাস সরবরাহ পেতাম তাহলেও আমরা এতো ক্ষতির সম্মুখীন হতাম না। 

তিনি বলেন, কোনো কারখানা কর্তৃপক্ষ দুই মাসের বেশি গ্যাস বিল বকেয়া রাখলেই ওই কারখানা থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। এর ফলে আমরা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছি। এছাড়া গ্যাস সংকটের কারণে আমাদের উৎপাদন প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। পাশাপাশি গত কয়েকমাসে আমাদের বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
 

মন্তব্য

হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেপ্তার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আনিস মেম্বার (৩৮) উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ৩ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য।

আনিস মেম্বারের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি, জবরদখলসহ নানা অপরাধ সংগঠনে থানায় একাধিক মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আনিস মেম্বার একজন সশস্ত্র সন্ত্রাসী ক্যাডারের ভূমিকায় ছিলেন। গত ৪ আগস্ট তার বিরুদ্ধে হামলার অভিযোগ এবং রুবেল হত্যায় জড়িত থাকার অভিযোগে একাধিক ভিডিও ফুটেজ রয়েছে। গত ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।
সম্প্রতি এলাকায় এসে ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি, জবরদখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছে স্থানীয়রা।

এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, আনিস মেম্বার রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি না হলেও তদন্তে ভিডিও ফুটেজ ও স্থির চিত্রে রুবেল হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আজ সকাল ১০টায় তাকে গ্রেপ্তার করে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে রুবেল হত্যা ছাড়াও মাদক, সন্ত্রাস, হামলা-মারামারি, চাঁদাবাজি, জবরদখলসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য

ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
ভাতিজার শাবলের আঘাতে প্রাণ গেল চাচার
সংগৃহীত ছবি

বরিশালের বানারীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার শাবলের আঘাতে সুলতান হোসেন খান (৪৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হওয়ার ২১ দিন পরে শনিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

গত ৫ এপ্রিল উপজেলার ইলুহার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় গ্রেপ্তার হওয়া নিহতের বড় ভাই শাহজাহান খান ও ভাতিজা রুবেল খান বরিশাল জেলহাজতে রয়েছেন।

নিহত সুলতান হোসেন খান পার্শ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

আরো পড়ুন
জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

 

জানা গেছে, জমি বণ্টনসংক্রান্ত বিরোধের জের ধরে গত ৫ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মলুহার গ্রামে দুই ভাই শাহজাহান খান ও সুলতান হোসেন খানের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শাহজাহান খানের ছেলে রুবেল খান চাচা সুলতান হোসেন খানকে শাবল দিয়ে পিটিয়ে আহত করেন। এ ছাড়া শাহজাহান খান ও রুবেলের স্ত্রী লামিয়াসহ অপর আসামিরা কোদাল, ইট ও লোহার পাইপ দিয়ে দিয়ে তাকে আঘাত করেন। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় সুলতান হোসেন খানকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে পরে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ৬ এপ্রিল সুলতান হোসেন খানের বোন নাসিমা বেগম বাদী হয়ে বড় ভাই শাহজাহান খান, তার ছেলে রুবেল খান, ভাতিজার স্ত্রী লামিয়া আক্তার, বোন নিলুফা বেগম ও মারুফা বেগম, ভগ্নিপতি মোশারফ হোসেন এবং শাহ আলমকে সুনির্দিষ্ট ও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বানারীপাড়া থানায় মারধর ও হত্যা চেষ্টা মামলা করেন।

আরো পড়ুন
ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

 

ওই দিনই (৬ এপ্রিল) মামলার আসামি শাহজাহান খান, রুবেল খান ও লামিয়াকে গ্রেপ্তার করে বরিশাল জেলহাজতে পাঠায় বানারীপাড়া থানা পুলিশ। পরবর্তীতে লামিয়া জামিনে বের হলেও সেই থেকে শাহাজান খান ও তার ছেলে রুবেল খান বরিশালে জেলহাজতে রয়েছেন।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত সুলতান হোসেন খান মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় পূর্বে দায়েরকৃত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করে বাকি আসামিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার করছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) বাঙ্গরা বাজার থানার ৫ নম্বর পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবিয়াবাদ গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, তাদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতরা হলো নবিয়াবাদ গ্রামের প্রবাসী আ. মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তার ছেলে আব্দুল্লাহ (৩)।

আরো পড়ুন
জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

জুলাই বিপ্লবের মতো ঘটনাতেই অত্যাচারী শাসকের পতন ঘটে : আইন উপদেষ্টা

রাবেয়ার বাবা ইদ্রিস মিয়া বলেন, ‘আমার মেয়ের পা দুটো মাটিতে লাগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট যে মা-ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রেখে গেছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।'

স্থানীয় একটি সূত্র জানায়, রাবেয়ার স্বামী সৌদি আরব থাকেন।

বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির সঙ্গে রাবেয়ার সম্পর্ক ভালোই ছিল।

আরো পড়ুন
উপসচিব পদোন্নতিতে জটিলতা, ২৯১ কর্মকর্তার তথ্য যাছাই করছে সরকার

উপসচিব পদোন্নতিতে জটিলতা, ২৯১ কর্মকর্তার তথ্য যাছাই করছে সরকার

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, সকালে মা ও ছেলেকে বসতঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরো বলেন, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

তার আগে কিছু বলা যাচ্ছে না।

আরো পড়ুন
ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

মন্তব্য

সর্বশেষ সংবাদ