মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
মুদি দোকানিকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে সড়কে বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

পাওনা টাকায় চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১০টার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়ণপুরে ত্রিমোহনী মোড় অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাওনা টাকা চাওয়ায় স্থানীয় বাদপুকুর গ্রামের মুদি দোকানি মোহাম্মদ আলীকে (৬০) পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে পাওনা টাকা আদায়ের জন্য আসাদুল ইসলামের কাছে যান মুদি দোকানি মোহাম্মদ আলী। ওই সময় আসাদুল ইসলাম, তার বাবা আশকর আলী মিলে দোকানি মোহাম্মদ আলীকে বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে মোহাম্মদ আলী ডাক-চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় স্থানীয়রা এসে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দোকানি মোহাম্মদ আলী।

এদিকে ঘটনার পরে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সদর থানা থানা পুলিশ হত্যা মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্বজনরা। তারা জানিয়েছেন, দুপুর থেকে মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ নানান অজুহাত দেখিয়ে মামলা নিচ্ছে না।

যে কারণে নিহতের স্বজনরা রাতেই লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।

নিহতের ছেলে মশিয়ার রহমান বলেন, পাওনা টাকা চাইতে গেলে সন্ত্রাসীরা প্রকাশ্যে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমরা যেন মামলা না করি, তার জন্য নানা রকম চাপ দিচ্ছে। থানায় গিয়ে মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ মামলা নেয়নি।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া কালের কণ্ঠকে বলেন, নিহতের স্বজনরা বিক্ষোভ কেন করছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

মামলা না নেওয়ার কিছু নেই। পুলিশ অবশ্যই মামলা নেবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

বিয়ের দুইদিন পর নিজ ঘরে ঝুলছিল রিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিয়ের দুইদিন পর নিজ ঘরে ঝুলছিল রিয়া
সংগৃহীত ছবি

বিয়ের দুই দিন পর টাঙ্গাইলের সখীপুরে রিয়া আক্তার (১৯) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তামজিদ মোমেন তনয় বলেন, ‘প্রাথমিক সুরতহাল তদন্তে আত্মহত্যা বলেই মনে হয়েছে।

তবুও লাশের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে সখীপুর উপজেলার কালীদাস ঠকানিয়াপাড়া গ্রামের বাসিন্দা সৌদিপ্রবাসী নীরব মিয়ার (২৭) সঙ্গে রাজবাড়ীর কালুখালী উপজেলার আমিরুল শাহর মেয়ে রিয়া আক্তারের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়।

নীরব সৌদি আরব থাকা অবস্থায়ই রিয়া তাঁর বাড়িতে আসা-যাওয়া শুরু করেন।

১৬ এপ্রিল নীরব মিয়া সৌদি আরব থেকে দেশে ফিরে সরাসরি প্রেমিকা রিয়ার বাড়িতে ওঠেন।

২৩ এপ্রিল বুধবার পারিবারিকভাবে বিয়ে করে তাঁরা সখীপুরে ফিরে আসেন। গতকাল শুক্রবার বিকেলে রিয়া তাঁর বাবাকে স্বামীর বাড়ি থেকে বিদায় দিয়ে নিজের ঘরেই অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ ভেতর থেকে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন তাঁকে ডাকাডাকি শুরু করেন।

কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে বেড়া কেটে ঘরে প্রবেশ করলে ওই নববধূর ঝুলন্ত লাশ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নববধূ রিয়ার মৃত্যুতে স্বামী নীরব মিয়া বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাঁঠালিয়ায় মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাঁঠালিয়ায় মানববন্ধন
সংগৃহীত ছবি

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মানববন্ধন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় কাঁঠালিয়া প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টেলিভিশনের মালিক মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ-এর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

আমার দেশ কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল আহম্মদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ-এর ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. শফিউল আজম টুটুল, কাঁঠালিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, উপজেলা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম তুষার, এনএনসি সভাপতি আলহাজ মাসুম বিল্লাহ, এনসিপি উপজেলা সংগঠক মো. শান্ত, আমার দেশ-এর রাজাপুর প্রতিনিধি মো. বুলবুল আহমেদ, ডেইলি নিউজ বাংলা ২৪-এর ঝালকাঠি প্রতিনিধি কে এম ইসলাম প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাংবাদিক মাসুম বিল্লাহ জুয়েল, মাসুম বিল্লাহ, মো. খায়রুল আমিন ছগির, ইলিয়াস হোসাইন, মো. জাহিদুল ইসলাম, মাহফুজ হোসাইন, মো. সিরাজুল ইসলাম রনি, ছাত্রনেতা রফিকুল ইসলাম, সমাজসেবক হেলাল মিয়া ও সৈকত ওলিউল, শাহাবুদ্দিন হাওলাদার, শিক্ষক কাওসার আহমেদ। মানববন্ধনে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

মন্তব্য

উলিপুরে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উলিপুরে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে মানববন্ধন
সংগৃহীত ছবি

আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম-চিলমারী সড়কের বড় মসজিদ মোড়ে আমার দেশ পাঠকমেলার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দায়ের হওয়া মামলার প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তব্য দেন উলিপুর রিপোর্টাস ইউনিটির আহ্বায়ক ও দৈনিক আমার দেশের উলিপুর প্রতিনিধি মমিনুল ইসলাম, দৈনিক সংগ্রামের উলিপুর প্রতিনিধি সাখাওয়াত হোসাইন, দৈনিক করতোয়ার উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু, দৈনিক পরিবেশের উলিপুর প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক কলমজমিনের স্টাফ রিপোর্টার আনিছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ‘আওয়ামী আমলে ভারতীয় আগ্রাসন, ফ্যাসিবাদকে প্রলম্বিত করা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম মিডিয়া ৭১ টেলিভিশন বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে আসছে। অবিলম্বে এদের বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে তারা এরকম ধৃষ্টতা দেখাবে না।’

‘সম্পাদক মাহমুদুর রহমান ১-১১ সরকার থেকে শুরু করে ৭১ টিভিসহ ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে জীবন বাজি রেখে একাই লড়াই করে আসছেন। জুলাই বিপ্লবের পর পরাজিত মিডিয়া রক্তের দাগ না শুকাতেই তার প্রতিশোধের প্রথম পদক্ষেপের অংশ হিসেবে এই মামলা করেছে।

আমরা এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।’

মন্তব্য

কান ধরিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রাজনীতি না করার শপথ

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
কান ধরিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রাজনীতি না করার শপথ
সংগৃহীত ছবি

রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের একজন কর্মীকে আটকে রাখেন। 

পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানায় খবর দিলে পুলিশের একটি টিম তাকে থানায় নিয়ে যায়। যুবদলের এক কর্মী বলেন, ‘দুপুরে ছাত্রলীগ নেতা রাফির কাছে দুজন মাদক নিতে আসেন এ সময় ওই দুজনসহ রাফিকে আমরা আটকে রেখে পুলিশকে ডেকে তাদের হাতে তুলে দিই।

আরো পড়ুন
মেরা পিকে লাল-সবুজের পতাকা উড়ালেন ডামুড্যা হাসপাতালের টিএস

মেরা পিকে লাল-সবুজের পতাকা উড়ালেন ডামুড্যা হাসপাতালের টিএস

 

জানা যায়, আটককৃত রাফি ছাত্রলীগের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী কলেজ শাখার সভাপতি রাশিক দত্তের ক্যাডার। রাফি নগরীর সাগরপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। 

জানা যায়, যুবদলের হাতে ধরা খেয়ে রাফি কানে ধরে ওয়াদা করে সে কোনো দিন ছাত্রলীগ বা আওয়ামী লীগ করবে না। তাকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করে।

এ সময় তাকে উত্তেজিত জনতা মারতে তেড়ে এলে বিএনপির নেতাকর্মীরা রক্ষা করে পুলিশের হাতে তুলে দেন।

আরো পড়ুন
আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা : টুকু

আ. লীগের কাউকে বিএনপিতে অনুপ্রবেশ করালে কঠোর ব্যবস্থা : টুকু

 

সেখানে উপস্থিত স্থানীয় জনতা জানায়, রাফি একজন মাদক ব্যবসায়ী। সে ছাত্র-জনতার অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে স্থানীয়রা।

 

বোয়ালিয়া থানা পুলিশ রাফিকে পরে ডিবির নিকট হস্তান্তর করেছে বলে জানায় আরএমপি মিডিয়া সেলের একজন কর্মকর্তা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ