চাঁদপুরে শাহরাস্তিতে রাকিব হাসান (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
সোমবার (১৫ এপ্রিল) রাতের কোনো এক সময় ভাড়া বাসায় নিজ কক্ষে সিলিং ফ্যানে রশি বেঁধে আত্মহত্যা করেন তিনি। শাহরাস্তি উপজেলার সূচিপাড়া বাজার জনতা ব্যাংক শাখার ঋণ বিভাগের কর্মকর্তা ছিলেন রাকিব হাসান।
শরীয়তপুর জেলার জাজিরার পাঁচুকান্দি এলাকার সিরাজ সরদার ও লিলি বেগম দম্পতির সন্তান ব্যাংক কর্মকর্তা রাকিব হাসান।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার জানান, মঙ্গলবার সকাল সূচিপাড়া বাজারের আপন প্লাজা নামে ৫ তলা একটি বাড়ির নিজ শয়ন কক্ষ থেকে রাকিব হাসানের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে রাকিব হাসানের মরদেহ সিলিং ফ্যানে ঝুলছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের খাবার খেয়ে নিজ কক্ষে চলে যান রাকিব হাসান। পরে রাতের কোনো এক সময় আত্মহত্যার ঘটনা ঘটান তিনি।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ব্যাংক কর্মকর্তা রাকিব হাসান সম্পর্কে সহকর্মীরা জানান, গত কয়েকদিন ধরে বেশ হতাশায় ছিলেন রাকিব। জনতা ব্যাংকে চাকরির পাশাপাশি বিসিএস পরীক্ষায় অংশ নেন। শাখা ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ জানান, বেশ নিরিবিলি স্বভাবের ছিলেন রাকিব হাসান।
এদিকে, রাকিব হাসানের মৃত্যুর সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে চাঁদপুরে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নাসির উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি প্রধান কার্যালয় থেকেও কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত সহকর্মীর মৃত্যু সম্পর্কে অন্য কোনো মন্তব্য করতে রাজি নয় ঘটনাস্থলে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত রবিবার একই শাখার সিনিয়র অফিসার জাবেদ হোসাইনকে (৩৫) ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শ ১৪ টাকা অন্য হিসেবে স্থানান্তরের অভিযোগে জনতা ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে দুদকে মামলা করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
জাবেদ হোসাইনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে।
চাঁদপুরে দুদক সমন্বিত কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত জনতা ব্যাংক কর্তৃপক্ষ লিখিতভাবে দুদককে অভিযোগ জানায়নি। তবে অভিযোগ পাওয়া মাত্র তদন্ত কাজ শুরু হবে।