কর্মজীবী নারী শাহনাজ পারভীন বাসায় গিয়ে ইফতার করবেন। তাই সড়কের যানজট এড়াতে দ্রুত বাসায় ফিরতে সাড়ে ৩টায় অফিস শেষে মেট্রো রেলের সচিবালয় স্টেশন যান। প্ল্যাটফরমে এসে দেখেন প্রচণ্ড ভিড়।
সোমবার (৩ মার্চ) বিকেলে মেট্রো রেলের সচিবালয় স্টেশনে গিয়ে দেখা যায়, মানুষের তীব্র ভিড়।
ট্রেন আসতেই মানুষ হুড়ােহুড়ি করছে ওঠার জন্য। ভিড়ের কারণে অনেক যাত্রীকে বাধ্য হয়ে পরবর্তী ট্রেনে যাত্রা করতে হচ্ছে।
শাহনাজ পারভীন বলেন, ‘দুটি ট্রেন চলে গেল উঠতে পারেনি। কোথাও তিল ধারণের ঠাঁই নেই।
ট্রেনের প্রবেশমুখে দাঁড়িয়ে থাকা লোকদের ঠেলে ঠেলে মেট্রোর ভেতরে ঢোকাতে হচ্ছে।’
পবিত্র রমজানের দ্বিতীয় দিনেও মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রো ট্রেনগুলোতে অফিসফেরত যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একটি ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার তিন মিনিট পর কেউ যদি প্ল্যাটফরমে ওঠেন, তবে তিনি আর পরবর্তী ট্রেনে উঠতে পারছেন না। তাকে দ্বিতীয় ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
এমনও হয়েছে, কোনো কোনো যাত্রীর একটি পা ভেতরে রাখার মতো জায়গা নেই। ফলে ট্রেন থেকে তাদের নেমে যেতে হয়েছে।
মেট্রো রেলকর্মীরা ট্রেনের দরজায় থাকা যাত্রীদের ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছেন। তবে আজ দরজায় মানুষ আটকে যাওয়া বা ব্যাগ আটকে যাওয়ার মতো কোনো ঘটনা দেখা যায়নি।
কর্তৃপক্ষ জানায়, পবিত্র রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
ফলে বাণিজ্যিক এলাকা মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রো ট্রেনগুলোতে অফিস ফেরত যাত্রীদের চাহিদা বেড়ে গেছে দ্বিগুণ।
সচিবালয় স্টেশন থেকে উত্তরার নিয়মিত যাত্রী সাদ্দাম বলেন, ‘রমজানের আগে বিকেলে এত ভিড় হতো না। ভিড় হতো অফিস ছুটির পরে, সন্ধ্যার আগে। এখন তো সরকারি অফিস বিকেল সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে। ফলে অফিস ছুটির পরে সবার তাড়া থাকে দ্রুত বাড়ি পৌঁছানোর। ফলে গতকাল থেকে মেট্রো রেলে অধিক ভিড় দেখা যাচ্ছে।’
তিনি বলেন, সাধারণ সময়ে বাসে প্রেস ক্লাবের সামনে থেকে মিরপুর-১০ নম্বরে যেতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। তারপর বাসের ফ্যানগুলো থাকে নষ্ট, অসহ্য গরমে নাজেহাল হওয়ার মতো অবস্থা। সেই ক্ষেত্রে মেট্রো রেল একটা আশীর্বাদের বাহন। ঠেলাঠেলি করে কোনো রকম ট্রেনে উঠতে পারলেই ২৫ মিনিটের মধ্যে মিরপুর পৌঁছা যায়।
শরীফুল নামের একজন বলেন, ‘ইফতারের আগে বাসায় যাওয়ার জন্য মেট্রো রেলের বিকল্প নেই। কিন্তু স্টেশনে এসে দেখি প্রচণ্ড ভিড়। প্রথম ট্রেনে উঠতে পারেনি। দ্বিতীয় ট্রেনের জন্য অপেক্ষা করছি। অন্য একজন যাত্রী নাজমুল বলেন, উত্তরা যাব। বাসে গেলে ইফতারের আগে বাসায় পৌঁছাতে পারব কি না, সে বিষয়ে নিশ্চিত নই। কষ্ট করে ট্রেনে উঠতে পারলে ৩৫ মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছাতে পারব, এটা নিশ্চিত। অফিস ছুটির পর প্ল্যাটফরমে এসে দেখি প্রচণ্ড ভিড়। ট্রেনে উঠতে পারব কি না, সেটাই বুঝতে পারছি না ‘
মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল) রমজানে মেট্রো রেলের নতুন সময়সূচি প্রকাশ করে জানায়, সর্বপ্রথম মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭ট ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। এই সময়সূচি অনুযায়ী পুরো রমজান মাস অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলবে।