আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ অনুষ্ঠানকে রঙিন করতে প্রতিবছরের মতো এবারও জাতীয় প্রেস ক্লাবে মেহেদি উৎসবের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই উৎসব আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি ও মো. মোমিন হোসেন, ঢাকাবাসীর সভাপতি ও ঢাকা ঈদ আনন্দ মিছিল উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শুকুর সালেক, পলিন কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান সুফিয়া আক্তার রত্না ও ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুর রহমান, ঢাকাবাসীর সহসভাপতি শিরিন সুলতানা ও মহানগর কমিটির আহ্বায়ক লুৎফুর আহসান বাবু, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবক্স প্রমুখ।
সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, ‘ঈদ আমাদের সবচেয়ে আনন্দের দিন।