ঈদ রাঙাতে জাতীয় প্রেস ক্লাবে মেহেদি উৎসব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদ রাঙাতে জাতীয় প্রেস ক্লাবে মেহেদি উৎসব
ছবি : কালের কণ্ঠ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ অনুষ্ঠানকে রঙিন করতে প্রতিবছরের মতো এবারও জাতীয় প্রেস ক্লাবে মেহেদি উৎসবের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই উৎসব আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
যান্ত্রিক ত্রুটিতে মেট্রো রেল চলাচল বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে মেট্রো রেল চলাচল বন্ধ

 

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি ও মো. মোমিন হোসেন, ঢাকাবাসীর সভাপতি ও ঢাকা ঈদ আনন্দ মিছিল উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শুকুর সালেক, পলিন কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান সুফিয়া আক্তার রত্না ও ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুর রহমান, ঢাকাবাসীর সহসভাপতি শিরিন সুলতানা ও মহানগর কমিটির আহ্বায়ক লুৎফুর আহসান বাবু, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবক্স প্রমুখ।

সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, ‘ঈদ আমাদের সবচেয়ে আনন্দের দিন।

ঈদকে রঙিন করতে আমাদের এই আয়োজন। যা আমাদের ভালোবাসার বন্ধনকে দৃঢ় করে।’ তিনি আরো বলেন, মেহেদি উৎসব পুরান ঢাকার বিলুপ্ত প্রায় ঐতিহ্য। পুরান ঢাকার আলাদা ঐতিহ্য ও নিজস্বতা আছে।
এটা ধরে রাখতে হবে। ঐতিহ্যবাহী এই মেহেদি উৎসব আয়োজনের জন্য ঢাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

আরো পড়ুন
‘এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে তামিমকে হয়তো আর ফিরে পাওয়া যেতো না’

‘এয়ার অ্যাম্বুল্যান্সে তোলা হলে তামিমকে হয়তো আর ফিরে পাওয়া যেত না’

 

এ সময় জানানো হয়, ঢাকাবাসী ও ফেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেসের উদ্যোগে ঈদের পরের দিন ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী চাঁদ রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলকায় মেহেদি উৎসব আয়োজন থাকবে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত উৎসবে হাতে মেহেদি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ডলি ইকবাল ও তানিয়া আক্তার জুটি চ্যাম্পিয়ন, সাবিনা ইয়াসমিন ও নাফিজা জান্নাত দ্বিতীয় এবং রুমা পাল ও নাদিরা তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বৃহস্পতিবার গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
ফাইল ছবি

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস লাইন স্থানান্তর কাজের জন্য সাময়িক সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট আট ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

প্রাসঙ্গিক
মন্তব্য

কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, যথাসময়ে ট্রেন ছাড়ায় ভোগান্তি নেই

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, যথাসময়ে ট্রেন ছাড়ায় ভোগান্তি নেই
সংগৃহীত ছবি

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঈদ যাত্রার তৃতীয় দিন আজ বুধবারে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে যথাসময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো, তাই ভোগান্তি নেই। সকাল ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত পূর্বনির্ধারিত ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে বলে কমলাপুর স্টেশনের কর্মকর্তা এবং যাত্রীরা জানিয়েছেন।

 

ধূমকেতু এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস যথাসময়ে ছেড়ে গেছে। স্টেশনে উপচে পড়া ভিড় থাকলেও যাত্রীদের তেমন ভোগান্তি নেই। তবে টিকেট ছাড়া স্টেশনে যাত্রীরা ঢুকতে পারছেন না।

যাত্রীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

যাত্রীদের জন্য স্টেশনে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

২৬ মার্চ মহান বিজয় দিবসের ছুটি হওয়ায় মূলত কর্মজীবী মানুষের পরিবার-পরিজন ঢাকা ছাড়ছেন। ঈদের আগে শেষ কর্ম দিবস বৃহস্পতিবার (২৭ মার্চ) সরকারি চাকরিজীবীরা ঢাকা ছাড়বেন। ফলে স্টেশনে চাপ আরো বেড়ে যাবে।

এদিকে সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার-নরসিংদী-ঢাকা রুটে চলাচলকারী নরসিংদী কমিউটার-১ ও নরসিংদী কমিউটার-৪ ট্রেন আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় উপদেষ্টা বলেন, 'অনলাইন টিকিটের বিষয়ে যেসব অনিয়ম ছিল, আমরা সেগুলো অনেক ফ্ল্যাট করার চেষ্টা করেছি। কিন্তু ঈদের সময় টিকিটের চাহিদা চার থেকে ছয় গুণ বেড়ে যায়। ট্রেন এবং আসনসংখ্যা কম হওয়ার কারণে অনেকে টিকিট পান না। আমরা ট্রেনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব।

'

রেলের কোনো কর্মকর্তা টিকিট কালোবাজির সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।

মন্তব্য

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়
ছবি : কালের কণ্ঠ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২০২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার সকাল ১১টার সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি।

আজ সকালে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২৫ গুণেরও বেশি রয়েছে। 

এ সময় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে গুলশান লেকপার্ক (২৮৪) এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (২৫৩), বেচারাম দেউড়ি (২২০), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২১২), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২০৬) ও পশ্চিম নাখালপাড়া সড়ক (২০৬)। এসব এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৯৮) এলাকা, কল্যাণপুর (১৮৯), পীরেরবাগ রেললাইন (১৮২) ও সাভারের হেমায়েতপুর (১৭৭) এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
 

মন্তব্য
মহান স্বাধীনতা দিবস

পিলখানায় ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পিলখানায় ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিজিবি মহাপরিচালক আজ সকাল ০৭টা ৩০ মিনিটে রাজধানী ঢাকার পিলখানায় অবস্থিত বিজিবি সদর দপ্তরের ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন

৭১ এবং ২৪ আলাদা কিছু নয় : নাহিদ ইসলাম

৭১ এবং ২৪ আলাদা কিছু নয় : নাহিদ ইসলাম

 

এ সময় বিজিবির একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবির সৈনিকরা এবং অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে ২৬ মার্চ সকাল ০৫টা ৪৯ মিনিটে পিলখানার বিজিবি সদর দপ্তরসহ সারা দেশে বিজিবির সব ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 

আরো পড়ুন

নামাজ শেষে ফিরে দেখলেন বিছানায় পড়ে আছে স্ত্রীর গলাকাটা লাশ

নামাজ শেষে ফিরে দেখলেন বিছানায় পড়ে আছে স্ত্রীর গলা কাটা লাশ

 

এ ছাড়া সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশগ্রহণ করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ