ঈদ রাঙাতে জাতীয় প্রেস ক্লাবে মেহেদি উৎসব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঈদ রাঙাতে জাতীয় প্রেস ক্লাবে মেহেদি উৎসব
ছবি : কালের কণ্ঠ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ অনুষ্ঠানকে রঙিন করতে প্রতিবছরের মতো এবারও জাতীয় প্রেস ক্লাবে মেহেদি উৎসবের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাব ও ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এই উৎসব আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন
যান্ত্রিক ত্রুটিতে মেট্রো রেল চলাচল বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে মেট্রো রেল চলাচল বন্ধ

 

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি ও মো. মোমিন হোসেন, ঢাকাবাসীর সভাপতি ও ঢাকা ঈদ আনন্দ মিছিল উদযাপন পরিষদের আহ্বায়ক মো. শুকুর সালেক, পলিন কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান সুফিয়া আক্তার রত্না ও ব্যবস্থাপনা পরিচালক মো. বজলুর রহমান, ঢাকাবাসীর সহসভাপতি শিরিন সুলতানা ও মহানগর কমিটির আহ্বায়ক লুৎফুর আহসান বাবু, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবক্স প্রমুখ।

সভাপতির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, ‘ঈদ আমাদের সবচেয়ে আনন্দের দিন।

ঈদকে রঙিন করতে আমাদের এই আয়োজন। যা আমাদের ভালোবাসার বন্ধনকে দৃঢ় করে।’ তিনি আরো বলেন, মেহেদি উৎসব পুরান ঢাকার বিলুপ্ত প্রায় ঐতিহ্য। পুরান ঢাকার আলাদা ঐতিহ্য ও নিজস্বতা আছে।
এটা ধরে রাখতে হবে। ঐতিহ্যবাহী এই মেহেদি উৎসব আয়োজনের জন্য ঢাকাবাসীকে ধন্যবাদ জানান তিনি।

আরো পড়ুন
‘এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হলে তামিমকে হয়তো আর ফিরে পাওয়া যেতো না’

‘এয়ার অ্যাম্বুল্যান্সে তোলা হলে তামিমকে হয়তো আর ফিরে পাওয়া যেত না’

 

এ সময় জানানো হয়, ঢাকাবাসী ও ফেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেসের উদ্যোগে ঈদের পরের দিন ঢাকার ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী চাঁদ রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলকায় মেহেদি উৎসব আয়োজন থাকবে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত উৎসবে হাতে মেহেদি অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ডলি ইকবাল ও তানিয়া আক্তার জুটি চ্যাম্পিয়ন, সাবিনা ইয়াসমিন ও নাফিজা জান্নাত দ্বিতীয় এবং রুমা পাল ও নাদিরা তৃতীয় স্থান অধিকার করে। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমণ্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমণ্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

প্রাসঙ্গিক
মন্তব্য

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
কালীগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক

কালীগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী আটক

 

এতে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

 
 

মন্তব্য

হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান’ শুক্রবার
সংগৃহীত ছবি

আগামী শুক্রবার রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫। এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি দেশের পর্যটন খাতের বিকাশে এই উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সাড়ে ৭ কিলোমিটার রান ও ২ কিলোমিটার ফান রান অনুষ্ঠিত হবে।

বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে যুক্ত সাত শতাধিক রানার অংশ নিচ্ছেন বিউটিফুল বাংলাদেশ রানে।

রান আয়োজনটিকে প্রাণবন্ত করতে ইনফ্লুয়েন্সার হিসেবে থাকছেন ডা. নাসরীন আক্তার শিমু। এ ছাড়া পেসার হিসেবে থাকছেন শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস মিতু, ডা. মো. নাঈম হোসাইন খান ও কে এম ইয়াসির আরাফাত অমি।

রানা আয়োজনটির টাইটেল স্পন্সর রিদম গ্রুপ এবং পাওয়ার্ড বাই বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।  সহযোগিতায় রয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, টুরিস্ট পুলিশ বাংলাদেশ,  আটাব, টোয়াব, ইলেক্ট্রোলাইট ড্রিঙ্কস একটিভ, ঢাকা ওয়াসা, ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ফেমাস ক্রিয়েশন।

এই আয়োজনে আরো পৃষ্ঠপোষকতা রয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স, ভাইয়া গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ফিটস এয়ার, বেঙ্গল এয়ার লিফট, শেয়ার ট্রিপ, এয়ার ইন্ডিয়া, আমেরিকান টুরিস্টার, টিপিসি, টাইটান, সামসনিট, স্কিন পারফিউম, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও এয়ার আস্ট্রা।

এটিজেএফবি’র সভাপতি তানজিম আনোয়ার বলেন, রানের মাধ্যমে দেশের এভিয়েশন এবং পর্যটনকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। সম্ভাবনাময় এই দুটি খাতের নানা দিক তুলে ধরা হবে এই মেগা ইভেন্টে।

বিউটিফুল বাংলাদেশ রানের চিফ কো-অর্ডিনেটর শফিউল্লাহ সুমন বলেন, রানকে উৎসবে রূপান্তর করার সর্বাত্মক চেষ্টা করা হবে।

বিজয়ীদের পাশাপাশি রানে অংশগ্রহণকারী সবার মাঝে রাফেল ড্র’র মাধ্যমে থাকছে আকর্ষণীয় নানা পুরস্কার। রান শেষে অংশগ্রহণকারীদের জন্য থাকছে মেডেল-এর ছবি নিয়ে ফটো কনটেস্ট।

মন্তব্য

তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তেজগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত
প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরমান হোসেন (২০) নামে যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোড়ে বুটেক্সের সামনে ৩/৪ জন যুবক তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে তার স্বজনরা রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষার পর  তাকে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা মো. একরাম হোসেন বলেন, সন্ধ্যার দিকে আরমান ১০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। পরে সংবাদ পাই পলিটেকনিক্যালের পাশে রাস্তায় কয়েকজন যুবক ছিনতাইয়ের চেষ্টা করছিল, সে সময় আরমান বুঝতে পেরে তাদের দাওয়া করে ধরার চেষ্টাকালে ওই যুবকরা তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতালে আসা নিহতের খালাতো ভাই রাজু জানিয়েছেন, বেশ কিছুদিন আগে আরমান ওই এলাকার এক ছিনতাইকারীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছিল। আজ ছিনতাইকারী ধরতে গিয়ে এ পরিস্থিতির শিকার হয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার আন্দার মানিক গ্রামের দিনমজুর একরাম হোসেনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।

বর্তমানে মধ্য বেগুনবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিব্বত মোড়ের পেছনে দারাজ কম্পানির গোডাউনে দিনমজুর হিসাবে কাজ করতেন আরমান। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ