গাড়ি কিনতে এসে ‘টেস্ট ড্রাইভের’ কথা বলে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬) নামে বুয়েটের সাবেক এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা গাড়ি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে গুলশানের ‘আমারি ঢাকা’ নামের একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।