চৈত্রসংক্রান্তি আজ, রাজধানীজুড়ে যত আয়োজন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চৈত্রসংক্রান্তি আজ, রাজধানীজুড়ে যত আয়োজন
সংগৃহীত ছবি

আজ ১৪৩১ বঙ্গাব্দের শেষ দিন—চৈত্রসংক্রান্তি। চৈত্র মাসের শেষ সূর্য ডুববে আজ। আগামীকাল সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হবে নতুন বাংলা বছর ১৪৩২। চৈত্রসংক্রান্তি আর পহেলা বৈশাখ—এই দুই দিন বাঙালির জীবনে বয়ে যায় আনন্দধারা।

নানা রকম লোকাচার আর বর্ণাঢ্য আয়োজনে দিন দুটি উদযাপিত হয়।

চৈত্রসংক্রান্তি উপলক্ষে আজ রাজধানীজুড়ে রয়েছে নানা আয়োজন। আজ দুপুর ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে ‘চৈত্রসংক্রান্তির ব্যান্ড শো’। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন করছে শিল্পকলা একাডেমি।

এতে সমতল ও পাহাড়ের জনপ্রিয় ব্যান্ড দলের পরিবেশনা থাকছে। 

গত বুধবার সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টা থেকে গান গাইবে গারো সম্প্রদায়ের ব্যান্ড এফ মাইনর, মারমা সম্প্রদায়ের লা রং, ত্রিপুরা সম্প্রদায়ের ইমাং, খাসিয়া সম্প্রদায়ের ইউনিটি, চাকমা সম্প্রদায়ের ইনভোকেশন, বাঙালির মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, স্টোনফ্রি।

সংস্কৃতি উপদেষ্টা আরো জানান, একই দিনে শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ১২ জেলায় হবে সাধুমেলা। সন্ধ্যা ৬টা থেকে সেখানে সাধুসঙ্গ ও আধ্যাত্মিক গানের আসর বসবে।

একই দিন শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বসবে চা শ্রমিকদের ফাগুয়া উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ সন্ধ্যা ৬টা থেকে রয়েছে ভাবগানের আসর, ধামাইল নৃত্য ও গান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় রয়েছে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান। কালের কণ্ঠকে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানিয়েছেন, আজ বিকেল চারটা থেকে নাচ-গানের আয়োজন শুরু হবে। চারুকলার বর্তমান ও প্রাক্তনরা রাত ১০টা পর্যন্ত আয়োজনের মাধ্যমে মাতিয়ে রাখবেন।

 

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলা বছরকে বিদায়ের অনুষ্ঠান করবে সংগীতশিক্ষার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’। এবার তাদের চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের দুটি অনুষ্ঠানই হবে ধানমণ্ডির রবীন্দ্রসরোবরে। দুটি অনুষ্ঠানই আগের মতো সরাসরি সম্প্রচারের কথা রয়েছে চ্যানেল আইয়ের।

অন্যদিকে ‘ভুলে যাই দ্বন্দ্ব, কেটে যাক ভ্রান্তি, শুভ বার্তা আনুক চৈত্রসংক্রান্তি’ স্লোগানে চৈত্রসংক্রান্তি উপলক্ষে ‘লোকগানের আসর’ বসাতেতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ রবিবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে সত্যেন সেন চত্বরে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। এতে বাংলার লোকসংগীতের বিভিন্ন ধারার পরিচায়ক পরিবেশনা নিয়ে মঞ্চে থাকবেন উদীচী কেন্দ্রীয়, ঢাকা মহানগর এবং বিভিন্ন শাখা সংসদের শিল্পীরা। থাকবে গান, আবৃত্তি, নৃত্যসহ নানা ধরনের পরিবেশনা।

গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কেও রয়েছে চৈত্রসংক্রান্তির আয়োজন। আজ বিকেল ৪টায় রয়েছে চারু-কারু প্রদর্শনী, রাত ৮টায় রয়েছে ইসলাম উদ্দিন পালাকারের পালাগান, রাত ৯টায় আছে আলপনা আলাপ। রাত ১০টায় পার্কের সামনে থেকে গুলশান-২ মোড় পর্যন্ত রাস্তাজুড়ে আলপনা অঙ্কন করা হবে। গুলশান সোসাইটির উদ্যোগে ‘অলিগলি বর্ষবরণ বন্ধুগণ’ এ আয়োজন করছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

খাল-বিল দখলকারীদের ঘুমানোর সময় শেষ : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
খাল-বিল দখলকারীদের ঘুমানোর সময় শেষ : ডিএনসিসি প্রশাসক

অবৈধ দখলদারদের হুঁশিয়ারি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘সরকারি খাল-বিল দখল করে যারা ঘুমাচ্ছেন তাদের ঘুমানোর সময় শেষ।’ 

বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর হাইক্কার খালে (কাঁটাশুর) অবৈধ ভবন উচ্ছেদে অভিযান গিয়ে তিনি এ কথা বলেন। 

অভিযানে হাইক্কার খালে (কাঁটাশুর) অবৈধভাবে গড়ে তোলা একটি দোতলা ভবন সম্পূর্ণ এবং তিনতলা ভবনের আংশিক গুঁড়িয়ে দিয়েছে ডিএনসিসি। এ ছাড়া ৫টি টিনের ঘড় ভেঙে দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১১টায় অভিযান শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এক সময় বঙ্গবন্ধুর নামে ক্লাব এগুলো করেই কিন্তু ঢাকা শহরের খাল, জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছিল। আমি ঢাকাবাসীকে বলে দিতে চাই, যারা এখনো সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, তাদের ঘুমানোর সময় শেষ। যারা সরকারি জমি, খাসজমি দখল করে স্থাপনা বানিয়ে ভোগদখল করছেন, তাদের বলে দিচ্ছি ঘুম থেকে জেগে দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে।

আজকের উদাহরণ (হাইক্কার খালের উচ্ছেদ) থেকে শিক্ষা নিয়ে আপনারা নিজ দায়িত্বে এগুলো সরিয়ে নিন। না হলে বিপদ হবে। আমরা আসব, অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেব না। সরাসরি উচ্ছেদ করা হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলমান প্রক্রিয়া। আমরা উচ্ছেদ অভিযান করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাঠ দখলমুক্ত করছি, অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করছি এবং ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করেছি। বাড়ি ৩ তলা হোক ১০ তলা হোক আমরা সব ভেঙে দেব একটা একটা করে। আমাদের লোকবল কম ধারাবাহিকভাবে উচ্ছেদ করা হবে। আজকে নিরাপত্তা বাহিনী, আর্মি আছে, অন্যান্য ভারী যন্ত্রপাতি রেখেছি।

আমরা কোনো ছাড় দেব না।’ 

তিনি বলেন, ‘এই খালের (হাইক্কার) অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আমরা খাল খনন করে লাউতলা খালের সঙ্গে সংযোগ করে দেব। ডিএনসিসির কবরস্থানের দেয়ালও ভেঙে দিয়ে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। ফলে বৃষ্টির পানি, বন্যার পানি খাল দিয়ে প্রবাহিত হয়ে তুরাগে যাবে।’

প্রশাসক বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পরেই মোহাম্মদপুরের এই খাল পরিদর্শনে এসে দেখি খালে বালু ফেলে ভরটা করছে। খালের ভেতরে অনেকগুলো স্থাপনা হয়ে গেছে। আমি তাৎক্ষণিক অবৈধ ভবনগুলো ভেঙে দেওয়ার নির্দেশ দিলে ভবনের মালিকরা আমাকে জানিয়েছেন এগুলো খালের সীমানায় পড়েনি, তারা চ্যালেঞ্জ করেছেন। পরে আমাদের সার্ভেয়ার এবং তাদের সার্ভেয়ার যৌথভাবে সার্ভে করেছে। যৌথ সার্ভেতে দেখা গেছে একটি দোতলা বাড়ি, একটি তিনতলা বাড়ি এবং মসজিদের একটি অংশসহ বেশ কয়েকটি টিনের ঘর খালের সীমানায় পড়েছে। কিন্তু তারা নিজেরা ভেঙে নেননি। তাই আজকে ডিএনসিসি থেকে আমরা অভিযান পরিচালনা করে অবৈধ ভবন ও স্থাপনা উচ্ছেদ করছি।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আমি নিজে গিয়েছি। রাস্তায় ট্রাকের পার্কিং বন্ধে স্থায়ী সমাধানের জন্য আমরা কাজ করছি। আশা করছি আগামী কোরবানির ঈদের আগে এটি সমাধান করতে পারব।’

তিনি বলেন, মিরপুর-১০ এবং ফার্মগেট ইন্দিরা রোড সম্পূর্ণভাবে ফুটপাতের হকার ও টেসলামুক্ত (ব্যাটারিচালিত অটোরিকশা) হবে। আমি অভিযান শুরু করেছি। রাতে ও দিনে অভিযান পরিচালনা করব।

আসন্ন বর্ষায় ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের টিম সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। গতকালও ডিএনসিসি এলাকার সরকারি-বেসরকারি হাসপাতালের ডাক্তার ও প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের নিয়ে সভা করেছি। ডেঙ্গুকে মোকাবেলা করা জন্য আমরা মশা নিধন কার্যক্রম করছি। মশার ওষুধ ঠিকমতো ছিটানোর কাজটি মনিটর করার জন্য আমরা সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরিকল্পনা করছি। তার পরও ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলে তাৎক্ষণিক সঠিক চিকিৎসা যেন নিশ্চিত করা হয় সেই প্রস্তুতি নিয়ে হাসপাতালগুলোর সঙ্গে কাজ করছি।’

প্রাসঙ্গিক
মন্তব্য

সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
সংগৃহীত ছবি

রাজধানীতে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার এক বিবৃতির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীতে বিভিন্ন গোষ্ঠী ও কতিপয় স্বার্থান্বেষী মহল দাবিদাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করছেন। এতে করে ঢাকা মহানগরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে; স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অফিসগামী যাত্রীগণ নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন।

বিদেশগামী যাত্রী ও জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহনে সৃষ্টি হচ্ছে মারাত্মক ব্যাঘাত। 

এতে বলা হয়, যানজট কমানোর জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ প্রাণান্তকর চেষ্টা করছে। তথাপি, কারণে অকারণে রাস্তা অবরোধ করার মতো ঘটনায় সৃষ্টি হচ্ছে ব্যাপক জনদুর্ভোগ। এমতাবস্থায়, সম্মানিত নগরবাসীর বৃহত্তর স্বার্থে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার নিমিত্তে অহেতুক সড়ক অবরোধ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হলো।

আরো পড়ুন
ছাভার অনন্য রেকর্ড : ভিকির প্রথম, বলিউডের ইতিহাসে তৃতীয়

ছাভার অনন্য রেকর্ড : ভিকির প্রথম, বলিউডের ইতিহাসে তৃতীয়

 
প্রাসঙ্গিক
মন্তব্য

ঢাকার দুই সিটি করপোরেশনকে এক করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকার দুই সিটি করপোরেশনকে এক করার প্রস্তাব
সংগৃহীত ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন আবার একত্র করার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ঢাকায় একক মহানগর সরকার গঠনের পরামর্শ দিয়ে কমিশন বলেছে, এখনকার কাঠামোয় কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না।

গত রবিবার (২০ এপ্রিল) কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, একক সিটি করপোরেশনের অধীনে যে ২০টি অঞ্চল আছে, সেগুলোর প্রতিটিকে ওই এলাকার ওয়ার্ডগুলো নিয়ে একটি করে স্বতন্ত্র ‘সিটি কাউন্সিল’ (যেমন মিরপুর একটি সিটি কাউন্সিল হতে পারে) করার সুপারিশ করেছে কমিশন।

এই সিটি কাউন্সিলই এলাকাভিত্তিক মূল কাজগুলো করবে। আর সিটি করপোরেশন মূলত সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এখানে ওয়ার্ড কাউন্সিলররা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর সিটি কাউন্সিল ও সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটে।

আরো পড়ুন
ভাইরাল ভিডিও সমন্বয়ক রুবাইয়ার নয়, দাবি এনসিপি নেতার

ভাইরাল ভিডিও সমন্বয়ক রুবাইয়ার নয়, দাবি এনসিপি নেতার

 

কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে গঠিত আট সদস্যের এই কমিশন বলেছে, এলাকাভিত্তিক স্বতন্ত্র কাউন্সিল গঠন করলে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবে। জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি সিটি কাউন্সিলে থাকবে ৯ থেকে ১৫টি ওয়ার্ড।

প্রতিটি ওয়ার্ড থেকে সরাসরি ভোটে কাউন্সিলর নির্বাচিত হবেন। এক-তৃতীয়াংশ আসনে নির্বাচিত হবেন নারী কাউন্সিলর।

এই কাউন্সিলররাই নিজেদের মধ্যে ভোট দিয়ে নির্বাচন করবেন কাউন্সিলের মেয়র।

ঢাকার সব কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত হবে মহানগর সিটি করপোরেশন। এখানকার মেয়র নির্বাচিত হবেন ওই কাউন্সিলরদের ভোটে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কাউন্সিলরসহ বাইরের যোগ্য ব্যক্তিরাও।

কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি সিটি কাউন্সিল নিজস্ব ভৌগোলিক সীমানায় কাজ করবে।

থাকবে নিজস্ব প্রশাসন ও বাজেট। এই কাউন্সিলগুলো জননিরাপত্তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ব্যবসা বা পেশার লাইসেন্স প্রদানসহ বিভিন্ন নাগরিক সেবা দেবে। স্থানীয় কর সংগ্রহ করবে সিটি কাউন্সিল, করপোরেশন নয়।

আরো পড়ুন
এনআইডি সংশোধনে বড় সুখবর

এনআইডি সংশোধনে বড় সুখবর

 

কমিশনের প্রস্তাব অনুযায়ী, ঢাকা মহানগরীকে অঞ্চলভিত্তিক ২০টি সিটি কাউন্সিলে ভাগ করা যেতে পারে। এর মধ্যে থাকতে পারে বনানী–বারিধারা–গুলশান, উত্তরা, দক্ষিণ খান–উত্তরখান, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, ধানমন্ডি–রায়েরবাজার, লালবাগ, কেরানীগঞ্জ, রামপুরা–বনশ্রী–খিলগাঁও–মালিবাগ–মুগদা–বাড্ডা, যাত্রাবাড়ী–সায়েদাবাদ, রমনা–মতিঝিল–দিলকুশা, আরমবাগ–বাংলাবাজার–ওয়ারী–সূত্রাপুর–কোতোয়ালি, গাবতলী–আমিনবাজার, বসুন্ধরা–ভাটারা, কাফরুল–ক্যান্টনমেন্ট, খিলক্ষেত–কুড়িল, সাতারকুল, ডেমরা ও তেজগাঁও–আগারগাঁও–সংসদ ভবন এলাকা।

প্রসঙ্গত, ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত করে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি গঠিত হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর আগে ঢাকাকে পৌরসভা হিসেবে গঠিত করা হয়েছিল ১৮৬৪ সালে এবং ১৯৯০ সালে নাম হয় ঢাকা সিটি করপোরেশন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবীর বলেছেন, দুই সিটি থাকলে সেবার মান নিশ্চিত করা সহজ হয়। তবে গণতন্ত্রের চর্চা বজায় রাখতে মেয়র নির্বাচনে সরাসরি ভোটাধিকার অক্ষুণ্ণ রাখা জরুরি।

মন্তব্য
উচ্ছেদ অভিযান

প্রশাসনের নির্দেশ নিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালার লুকোচুরি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রশাসনের নির্দেশ নিয়ে ভাড়াটিয়াদের সঙ্গে বাড়িওয়ালার লুকোচুরি
সংগৃহীত ছবি

মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় (হাইক্কার খাল) গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে একাধিক ভবন ভেঙে ফেলা হয়েছে। 

বিস্তারিত ভিডিও প্রতিবেদনে... 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ