আজ চার ঘণ্টা বন্ধ থাকবে মেট্রো রেলের দুটি স্টেশন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আজ চার ঘণ্টা বন্ধ থাকবে মেট্রো রেলের দুটি স্টেশন
ফাইল ছবি

পহেলা বৈশাখ উপলক্ষে আজ সোমবার মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে। গতকাল রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এসংক্রান্ত একটি নোটিশে চলাচলের এই বিশেষ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল জানিয়েছে, বাংলা নববর্ষ ১৪৩২ সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জননিরাপত্তার স্বার্থে ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ মেট্রো রেলস্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রেমিকার আত্মহত্যা, মরদেহ হাসপাতালে নিয়ে পালাল যুবক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
প্রেমিকার আত্মহত্যা, মরদেহ হাসপাতালে নিয়ে পালাল যুবক

রাজধানীর বনশ্রীর একটি বাসায় প্রেমিক-প্রেমিকার ঝগড়ার পর সাথী আক্তার (২৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রেমিক আবু সাঈদ পালিয়ে যায়।   

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাতে রামপুরার বাসায় এ ঘটনা ঘটে। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে সাথী আক্তারের (২৯) মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরো জানান, সাথী আক্তারের শরীরের বিভিন্ন অংশে কালচে দাগ রয়েছে। তার গলায় ওড়না পেচানো ছিল। এছাড়া বাম আঙুলে সেলাই করা ছিল।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে ঝগড়ার পর প্রেমিকা গলায় ফাঁস দেয়। পরে প্রেমিক আবু সাঈদ তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ শুনে সেখান থেকে প্রেমিক পালিয়ে যায়।

 

ওই বাসার দারোয়ান মমিন জানান, রামপুরার ষষ্ঠ তলা ভবনের পঞ্চম তলায় তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এ মাসেই ভাড়া নিয়েছিল। সেখানে সাথীর সাথে ভাগিনা পরিচয়ে নাঈম (১৬) নামে আরেক তরুণও থাকত। 

পুলিশ জানিয়েছে, ওই নারী বিবাহিত। সে মেকআপের কাজ করত। সে নেত্রকোনা সদর উপজেলার চাকপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বাবুর স্ত্রী সাথী আক্তার।

তাদের দুই সন্তান রয়েছে। তাদের দাম্পত্য কলহের কারণে তার স্বামী দুই সন্তান নিয়ে রামপুরা এলাকায় আলাদাভাবে থাকেন। 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ওই তরুণী অভিমানে গলায় ফাঁস নিয়েছে, নাকি তাকে মারা হয়েছে, তা তদন্তের পর ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ওই বাসায় তাদের সাথে থাকা ভাগিনা নাঈমকে থানায় এনে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। 

মন্তব্য

ডিএনসিসির দুর্নীতিবাজ প্রকৌশলীদের অপসারণের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএনসিসির দুর্নীতিবাজ প্রকৌশলীদের অপসারণের দাবিতে স্মারকলিপি
সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) লুকিয়ে থাকা দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণ এবং বিচারের দাবিতে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ‘জুলাই-আগস্টে আহত ও নিহত পরিবারসহ সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে ডিএনসিসির নগর ভবনের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে অভিযোগ করা হয়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম ও নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসানসহ কিছু কর্মকর্তা বিগত স্বৈরাচার সরকারের সময়ে অবৈধভাবে নিয়োগ ও পদোন্নতি পেয়েছেন এবং তারা টেন্ডার প্রক্রিয়া উপেক্ষা করে মোটা অঙ্কের কমিশনের বিনিময়ে ঠিকাদার নিয়োগ দিয়েছেন।

আরো পড়ুন
মোটরসাইকেলে ৩০ কিলোমিটার চোরকে ধাওয়া, অতঃপর...

মোটরসাইকেলে ৩০ কিলোমিটার চোরকে ধাওয়া, অতঃপর...

 

স্মারকলিপিতে দাবি করা হয়, শরীফ উদ্দিন বঙ্গবন্ধু পরিষদ নামে একটি ভুইফোড় সংগঠনের সহসভাপতি এবং তার শ্বশুর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি আইনবহির্ভূতভাবে পদোন্নতি লাভ করেছেন।

এ ছাড়া অভিযোগ করা হয়, ‘মাইশা কনস্ট্রাকশন’ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে আঁতাত করে একচেটিয়া কাজ দেওয়া হতো, যার আড়ালে প্রকৃত মালিক ছিলেন ওই প্রকৌশলীরা।

স্মারকলিপিতে বলা হয়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এবং প্রশাসনে অসহযোগিতা করতে এখনো এই কর্মকর্তারা সক্রিয় রয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তৎকালীন সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

আরো পড়ুন
কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে আলটিমেটাম

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে আলটিমেটাম

 

স্মারকলিপিতে উত্থাপিত চারটি মূল দাবি হলো : অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দিনসহ চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ। তদন্তের মাধ্যমে স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত সব অবৈধ কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। স্বৈরাচার আমলে দেওয়া সব অবৈধ লাইসেন্স বাতিল করা।

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ কালের কণ্ঠকে বলেন, ‘সচেতন নাগরিকদের ব্যানারে স্মারকলিপি দিয়ে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। আমি বলেছি অভিযোগের সঙ্গে প্রমাণ দিলে অবশ্যই ব্যবস্থা নেব। কিছু অভিযোগের কাগজপত্র পাইনি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়
সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন লেখক ড. আমিনুল ইসলাম। এই নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চলছে সমালোচনার ঝড়।

গত ১৭ এপ্রিল এক অফিস আদেশে ড. আমিনুল ইসলামকে প্রশাসকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ডিএনসিসি।

জানা গেছে, বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ড. আমিনুল।

তার এই নিয়োগের পর অনেকেই তার বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগসহ নানা ইস্যু নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ইচ্ছাতেই নিয়োগ পেয়েছেন তিনি।

নিয়োগের সংবাদটি শুনে ফেসবুকের বিভিন্ন গ্রুপে নেটিজেনরা বলছেন, ড. আমিনুল ইসলাম প্রায় ৫ মাস আগে নিজের ফেসবুক আইডিতে পোস্টে নিজেকে উপদেষ্টা বানানোর জন্য সবার কাছে আকুল আবেদন জানান। তিনি লিখেছিলেন, ‘আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ—প্লিজ, লেখাটা নিজেদের প্রফাইলে, গ্রুপে, পেজে শেয়ার করে আমাকে উপদেষ্টা হতে সাহায্য করুন।

নেটিজেনরা বলছেন, আমিনুল ইসলাম প্রায়ই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। এ ছাড়া সাত কলেজের ভিসি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

আকরাম মজুমদার নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তিনি এত বড় দেশপ্রেমিক যে ২০২২ সালেই নিজের নাগরিকত্ব বাতিল করে ইউরোপের নাগরিক হয়েছিলেন। এরা যা কামানোর কামিয়ে দেশ ধ্বংস করে চলে যাবেন, ভুক্তভোগী হবে এ দেশ ও এ দেশের মানুষ।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. আমিনুলের ২০২২ সালে বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের আবেদনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আদেশের কপিও ভাইরাল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই আদেশে বলা ছিল, আমিনুল ইসলামকে এস্তোনিয়ার নাগরিকত্ব গ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের যে আবেদন করেছেন সেটি মঞ্জুর করা হয়েছে।

নেটিজেনরা বলছেন, এই নিয়োগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংশ্লিষ্টতা রয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহফুজুল আলম ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, এ কথার কোনো ভিত্তি নেই। এই পদে নিয়োগ করার এখতিয়ার রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের।

এই নিয়োগের ব্যাপারে উপদেষ্টা মহোদয় (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) অবগত নন বলে তিনি নিশ্চিত করেছেন।

এর আগে, ড. আমিনুলকে নিয়োগ নিয়ে জারি করা আদেশে উত্তর সিটি জানায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

ড. আমিনুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন।

মন্তব্য

পারভেজ হত্যা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পারভেজ হত্যা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেপ্তার
নিহত জাহিদুল ইসলাম পারভেজ।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতের নাম হৃদয় মিয়াজি। তিনি এজাহারভুক্ত আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্যসচিব।

এর আগে এই মামলায় তিন আসামি আল কামাল শেখ (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানিকে (১৯) নামের তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের আদালতে নেওয়া হয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

শনিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে ছুরি মেরে হত্যা করা হয়।

টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের পাশে চায়ের দোকানে আড্ডার সময় ছোট একটি ঘটনায় বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয় পারভেজকে।

নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীরের করা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া নাম না দিয়ে আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ