মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মিরপুরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
সংগৃহীত ছবি

রাজধানী মিরপুরের রূপনগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতাকর্মীদের ওপর হওয়া হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার (১৫ এপ্রিল) দলটির পক্ষ থেকে রাজধানীর মিরপুর ১০ নম্বরে হওয়া এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুলের নেতৃত্বে সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই হামলা চালায়।

এতে এনসিপির ৩ জন কর্মী ও বাগছাসের ৪ নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। 

আরো পড়ুন
কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ সদস্যদের তৎপরের নির্দেশ সিএমপি কমিশনারের

কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ সদস্যদের তৎপরের নির্দেশ সিএমপি কমিশনারের

 

বিক্ষোভ সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘এলাকায় চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে সব জায়গায় সোচ্চার হওয়াতে গতকাল রাতে বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালান। যাদের রক্তের ওপরে আজকে দেশ নতুন স্বাধীনতা পেয়েছে তাদের ওপর কেন কালো হাত আঘাত হানে? সাবেক স্বেচ্ছাসেবক দলের রূপনগর থানার সাধারণ সম্পাদক এস আই টুটুলসহ অন্যরা এই হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন, কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মনসুর, এম এম সোয়াইব, কেন্দ্রীয় সদস্য জায়েদ বিন নাসের, আল ইমরান নায়েম ও অবসরপ্রাপ্ত মেজর সালাউদ্দিন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে মিরপুর ১০ নম্বর থেকে মিছিল শুরু হয়ে মিরপুর ১১ নম্বরে অবস্থিত জমজম কনভেশন সেন্টারের সামনে শেষ হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় জুলাই ব্রিগেড নামের সংগঠনের আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় জুলাই ব্রিগেড নামের সংগঠনের আত্মপ্রকাশ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় জুলাই ব্রিগেড নামের সংগঠনের আত্মপ্রকাশ

বিস্তারিত ভিডিওতে...

মন্তব্য

এস্তোনিয়ার নাগরিক কে এই আমিনুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এস্তোনিয়ার নাগরিক কে এই আমিনুল
সংগৃহীত ছবি

সমালোচনার মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টার পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক লেখক ড. আমিনুল ইসলাম। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আই অলরেডি রিজাইন্ড, পিস।’

আরো পড়ুন
গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকারের অগ্রাধিকার : আসিফ নজরুল

গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচারে সরকারের অগ্রাধিকার : আসিফ নজরুল

 

গত ১৭ এপ্রিল এক অফিস আদেশে ড. আমিনুল ইসলামকে প্রশাসকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ডিএনসিসি।

এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

এই আদেশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

কারণ, তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। কেউ কেউ দাবি করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ইচ্ছায় নিয়োগ পান তিনি। এসব কারণে তার নিয়োগ প্রশ্নবিদ্ধ হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ গণমাধ্যমকে বলেন, ‘এটা ঠিক উপদেষ্টা নয়।

বিশেষজ্ঞ কমিটিতে তাকে যুক্ত করেছিলাম। সমালোচনার কারণে তিন নিজেও থাকতে চাইছেন না, আমরাও বাদ দিয়েছি।’

আরো পড়ুন
ইসির জেলা কর্মকর্তাদের এনআইডি সংশোধনের ক্ষমতা বাড়ল

ইসির জেলা কর্মকর্তাদের এনআইডি সংশোধনের ক্ষমতা বাড়ল

 

ড. আমিনুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি এবং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি করেন তিনি। এখন উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন।

শিক্ষকতার বাইরে তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় লেখক আমিনুল ইসলাম। ২০২৩ সালে তার লেখা প্রবন্ধ ‘লাইফ অ্যাজ ইট ইজ’ রকমারি বেস্ট সেলার পুরষ্কার পেয়েছে। এ ছাড়া চলতি বছরেও বইমেলায় প্রকাশিত দুইটি বই ‘নিলী নীলিমা’ ও ‘গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা নিয়োগের পর ফেসবুকের বিভিন্ন গ্রুপে নেটিজেনরা বলছেন, ড. আমিনুল ইসলাম প্রায় ৫ মাস আগে উপদেষ্টা হতে নিজের ফেসবুকে আবেদন জানান।

দুই বছর আগে বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে এস্তোনিয়ার নাগরিক হন আমিনুল। ২০২২ সালের ২০ মার্চ ডেনমার্কে বাংলাদেশের দূতাবাসকে লেখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি জানা যায়। তাতে আমিনুলের বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন মঞ্জুর করা হয়েছে জানিয়ে তার পাসপোর্ট নিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়।

মন্তব্য

সমালোচনার মুখে পদত্যাগ করলেন ড. আমিনুল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সমালোচনার মুখে পদত্যাগ করলেন ড. আমিনুল

সমালোচনার মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টার পদ ছেড়েছেন লেখক ড. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আমিনুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আই অলরেডি রিজাইন্ড, পিস।’

গত ১৭ এপ্রিল এক অফিস আদেশে ড. আমিনুল ইসলামকে প্রশাসকের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ডিএনসিসি।

জানা গেছে, বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ড. আমিনুল।

তার এই নিয়োগের পর অনেকেই তার বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগসহ নানা ইস্যু নিয়ে সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ইচ্ছাতেই নিয়োগ পেয়েছেন তিনি।
নিয়োগের সংবাদটি শুনে ফেসবুকের বিভিন্ন গ্রুপে নেটিজেনরা বলছেন, ড. আমিনুল ইসলাম প্রায় ৫ মাস আগে নিজের ফেসবুক আইডিতে পোস্টে নিজেকে উপদেষ্টা বানানোর জন্য সবার কাছে আকুল আবেদন জানান।

তিনি লিখেছিলেন, ‘আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ—প্লিজ, লেখাটা নিজেদের প্রফাইলে, গ্রুপে, পেজে শেয়ার করে আমাকে উপদেষ্টা হতে সাহায্য করুন।’

নেটিজেনরা বলছেন, আমিনুল ইসলাম প্রায়ই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। এ ছাড়া সাত কলেজের ভিসি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

আকরাম মজুমদার নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তিনি এত বড় দেশপ্রেমিক যে ২০২২ সালেই নিজের নাগরিকত্ব বাতিল করে ইউরোপের নাগরিক হয়েছিলেন।

এরা যা কামানোর কামিয়ে দেশ ধ্বংস করে চলে যাবেন, ভুক্তভোগী হবে এ দেশ ও এ দেশের মানুষ।’

আরো পড়ুন
ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

ডিএনসিসির প্রশাসকের উপদেষ্টা নিয়োগ নিয়ে সমালোচনার ঝড়

 

এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ড. আমিনুলের ২০২২ সালে বাংলাদেশের নাগরিকত্ব বাতিলের আবেদনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আদেশের কপিও ভাইরাল হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত ওই আদেশে বলা ছিল, আমিনুল ইসলামকে এস্তোনিয়ার নাগরিকত্ব গ্রহণের জন্য বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের যে আবেদন করেছেন সেটি মঞ্জুর করা হয়েছে।

নেটিজেনরা বলছেন, এই নিয়োগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংশ্লিষ্টতা রয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহফুজুল আলম ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, এ কথার কোনো ভিত্তি নেই।

এই পদে নিয়োগ করার এখতিয়ার রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের।

এই নিয়োগের ব্যাপারে উপদেষ্টা মহোদয় (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) অবগত নন বলে তিনি নিশ্চিত করেছেন।

এর আগে, ড. আমিনুলকে নিয়োগ নিয়ে জারি করা আদেশে উত্তর সিটি জানায়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫৩ নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসক মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

ড. আমিনুল ইসলামের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার নাখালপাড়ায়। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে এইচএসসি, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে সুইডেনে মাস্টার্স এবং ইংল্যান্ড থেকে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়নে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন।

মন্তব্য
ভিডিও

উত্তরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উত্তরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম
ফাইল ছবি

উত্তরা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজেদের ব্লাড গ্রুপ জানতে পেরেছে এবং রক্তদান সম্পর্কে সচেতন হয়েছে। 

বিস্তারিত ভিডিওতে...


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ